২৬তম হাদিসঃ শবে বরাতের ফযিলত
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: يَطْلُعُ اللَّهُ تَعَالَى إِلَى خَلْقِهِ   لَيْلَةَ  النِّصْفِ  مِنْ   شَعْبَانَ   فَيَغْفِرُ  لِجَمِيعِ    خَلْقِهِ  إِلا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ. رواه ابن حبان
উচ্চারণঃ ‘আন মু’আজ বিন জাবাল- ‘আনিন্নাবিয়্যি ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামা ক্বালাঃ  ইয়াত্বলুউল্লাহু তা’আলা ইলা খালক্বিহি   লাইলাতান   নিসফি   মিন   শা’বানা  ফা-ইয়াগফিরু লিজামি’ই   খালক্বিহি   ইল্লা   লি-মুশরিকিন   আও  মুশাহিনিন। রাওয়াহু ইবনে হিব্বান।

অনুবাদ:   হযরত   মুয়াজ  বিন  জাবাল  (রাদ্বিয়াল্লাহু  তা’আলা আনহু)   থেকে    বর্ণিত।     নবীজী   (ﷺ)   এরশাদ     করেছেন, শাবানের   মধ্যতম   রজনীতে   (১৫ই   শাবান)   আল্লাহ     পাক বান্দাহদের    উপর    রহমতের   দৃষ্টি     দেন   এবং    মুশরিক   ও ঝগড়া বিবাদে লিপ্ত ব্যক্তি ব্যতীত সকলকে ক্ষমা করে দেন।

[সহীহ ইবনে হিব্বান ১২/৪৮১ হা: ৫৬৬৫]

Top