একটা কথা প্রায়ই শোনা যায়এক শ্রেনীর লোক প্রচার করে পবিত্র ঈদে মীলাদে হাবীবী নাকি চালু হয়েছে ৬শত হিজরীতে। অথচ এই আঙ্গিকেই যদি দেখা হয় তাহলেও তাদের কথা ভুল। কারন কিতাবে আছে ৩৯৪ হিজরীতে মিশরে মাস ব্যাপী পবিত্র ঈদে মীলাদে হাবীবী পালন করা হতো। আপত্তিকারীদের দেয়া সনের প্রায় ২০০ বছর আগে। 

বিখ্যাত আলেমে দ্বীন ইমাম মিকরিযী রহমতুল্লাহি আলাইহি উনার “তাজুল হুনাফা” কিতাবে এ প্রসঙ্গে লিখেন।, 

سنة أربع وتسعين وثلثمائة

তিনশত চুরানব্বই হিজরী

وفي ربيع الأول ألزم الناس بوقود القناديل بالليلفي سائر الشوارع والأزقة بمصر
অর্থ: “রবিউল আউয়াল মাসে (হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ উপলক্ষে) সব মানুষকে রাষ্ট্রীয় ভাবে ঘোষনা করে দেয়া হলোসর্ম্পর্ণ মাস রাস্তায় রাস্তায় বাতি জ্বালিয়ে রাখতে হবে।” (তাজুল হুনাফা ২/৪৮আজজামেউ ফিল মাওলুদ৩/১২)
Top