বর্তমানে বাংলাদেশে যারা দেওবন্দ সিলসিলার ধারক বাহক দাবি করেনতাদের জন্য মীলাদ শরীফ অস্বীকার করা নিজেদের মুরুব্বীদের ইজমার বিরোধীতার নামান্তর হবে। আজ থেকে ৫ বছর আগে বাংলদেশের দেওবন্দী সিলসিলার অন্যতম কাজি মুতাসিম বিল্লাহর আয়োজনে দেওবন্দী শীর্ষ মৌলবীরা একটা বৈঠকে মীলাদ শরীফ কিয়াম শরীফ বিষয়ে ঐক্যমত্যে দাখিল হয়। তারা পবিত্র মীলাদ শরীফ ও কিয়াম শরীফের বিরোধীতাকে নিজেদের মুরুব্বীদের বিরোধীতা ও ফিতনা ফাসাদহিংসা বিদ্বেষের কারন বলে সম্মত হয়। তারা নিজেরাও বিরোধীতা থেকে ফিরে আসে এবং অন্যদেরও বিরোধীতা না করতে আহ্বান জানায়।


উক্ত বিষয়ে যারা ঐক্যমত্য পোষন করে তাদের কয়েকজনের নাম হচ্ছে,
১) কাজি মুতাসিম বিল্লাহ
২) মুহিউদ্দীন খান (সম্পাদক মাসিক মদীনা)
৩) মুফতী ওয়াক্কাস 
৪) আহমদুল্লাহ আশরাফ
৫) মুফতী মাহমুদুল হাসান
৬) উবায়দুর রহমান খান নদভী
৭) মওলানা নুরুল আমীন
৮) আনোয়ারুল করীম
৯) মাওলানা সালমান
১০) ড. ফরুক আহমদ
১১) আনিসুর রহমান

এ বিষয়ে বিস্তারিত তথ্য তাদেরই লেখা “ঐক্যের ডাক’ বইটাতে পাবেন। তারা প্রত্যেকে এই মর্মে লিখিত কাগজে স্বাক্ষরও করেছেন যে মীলাদ কিয়ামের বিরোধীতা করা যাবে না।

বইখানা পড়তে এখানে ক্লিক করেন ঐক্যের ডাক

Top