Al-Quran: Kanzul Imaan
৯৯.সূরা আয-যালযালাহ (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
إِذا زُلزِلَتِ الأَرضُ زِلزالَها
99:1 যখন যমীনকে থরথর করে কাপানো হবে, যেভাবে সেটার কাপানো সাব্যস্ত হয়েছে,
وَأَخرَجَتِ الأَرضُ أَثقالَها
99:2 এবং যমীন স্বীয় বোঝা বাইরে নিক্ষেপ করবে,
وَقالَ الإِنسٰنُ ما لَها
99:3 এবং মানুষ বলবে, ‘সেটার কি হয়েছে?
يَومَئِذٍ تُحَدِّثُ أَخبارَها
99:4 ওই দিন সেটা তার সংবাদসমূহ বলে দেবে,
بِأَنَّ رَبَّكَ أَوحىٰ لَها
99:5 এ জন্য যে, আপনার রব সেটার প্রতি আদেশ পাঠিয়েছেন;
يَومَئِذٍ يَصدُرُ النّاسُ أَشتاتًا لِيُرَوا أَعمٰلَهُم
99:6   ওই   দিন    মানুষ     স্বীয়    রবের   প্রতি   প্রত্যাবর্তন   করবে   বিভিন্ন   রাস্তা    ধরে,    যাতে তাদেরকে তাদের কৃতকর্মসমূহ দেখানো হয়।
فَمَن يَعمَل مِثقالَ ذَرَّةٍ خَيرًا يَرَهُ
99:7 সুতরাং যে এক অণু পরিমাণ সৎকাজ করবে, সে তা দেখতে পাবে।
وَمَن يَعمَل مِثقالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
99:8 এবং যে অণু পরিমাণ মন্দ কাজ করবে, সে তা দেখতে পাবে।
Top