দোআ: [১২১] জামরাসমূহে প্রত্যেক কংকর নিক্ষেপকালে তাকবীর বলা

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জামরায় প্রতিটি কংকর নিক্ষেপের সময় বলতেন,

اللّٰهُ أَكْبَرُ

আল্লাহ সবচেয়ে বড়।

আল্লা-হু আকবার

বুখারী, (ফাতহুল বারীসহ) ৩/৫৮৩, নং ১৭৫১; সেখানে তার শব্দ দেখুন, আরও দেখুন, বুখারী, (ফাতহুল বারীসহ) ৩/৫৮৩, ৩/৫৮৪, ৩/৫৮১ নং ১৭৫৩; অনুরূপ মুসলিম নং ১২১৮।

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ http://bit.ly/DuaApp
#GreentechApps

Top