৮৪.সূরা আল-ইনশিকাক (কাঞ্জুল ইমান)

Al-Quran: Kanzul Imaan
৮৪.সূরা আল-ইনশিকাক (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
إِذَا السَّماءُ انشَقَّت
84:1 যখন আস্‌মান বিদীর্ণ হবে,
وَأَذِنَت لِرَبِّها وَحُقَّت
84:2 এবং স্বীয় রবের আদেশ শুনবে এবং তার জন্য উচিতও হচ্ছে এটাই।
وَإِذَا الأَرضُ مُدَّت
84:3 এবং যখন যমীনকে প্রসারিত করা হবে,
وَأَلقَت ما فيها وَتَخَلَّت
84:4 আর যা কিছু এর মধ্যে রয়েছে ঢেলে দেবে এবং শূন্য হয়ে যাবে,
وَأَذِنَت لِرَبِّها وَحُقَّت
84:5 এবং স্বীয় রবের নির্দেশ শুনবে এবং তার জন্য উচিতও হচ্ছে এটাই।
يٰأَيُّهَا الإِنسٰنُ إِنَّكَ كادِحٌ إِلىٰ رَبِّكَ كَدحًا فَمُلٰقيهِ
84:6  হে মানব! নিশ্চয়  তোমাকে আপন রবের প্রতি অবশ্য দৌঁড়াতে হবে। অতঃপর তার সাথে সাক্ষাৎ করতে হবে।
فَأَمّا مَن أوتِىَ كِتٰبَهُ بِيَمينِهِ
84:7 অতঃপর ওই ব্যক্তি, যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে।
فَسَوفَ يُحاسَبُ حِسابًا يَسيرًا
84:8 অতিসত্বর তার থেকে সহজ হিসাব গ্রহণ করা হবে।
وَيَنقَلِبُ إِلىٰ أَهلِهِ مَسرورًا
84:9 এবং আপন পরিবার-পরিজনের প্রতি আনন্দিত অবস্থায় ফিরবে।
وَأَمّا مَن أوتِىَ كِتٰبَهُ وَراءَ ظَهرِهِ
84:10 এবং ওই ব্যক্তি, যার কর্মলিপি তার পিঠের পেছন দিকে দেওয়া হবে।
فَسَوفَ يَدعوا ثُبورًا
84:11 ওই ব্যক্তি অচিরেই মৃত্যু প্রার্থনা করবে;
وَيَصلىٰ سَعيرًا
84:12 এবং প্রজ্জ্বলিত আগুনে প্রবেশ করবে;
إِنَّهُ كانَ فى أَهلِهِ مَسرورًا
84:13 নিশ্চয় সে আপন ঘরে আনন্দিত ছিলো;
إِنَّهُ ظَنَّ أَن لَن يَحورَ
84:14 সে মনে করলো যে, তাকে ফিরতে হবে না;
بَلىٰ إِنَّ رَبَّهُ كانَ بِهِ بَصيرًا
84:15 হাঁ, কেন নয়? নিশ্চয় তার রব তাকে দেখছেন।
فَلا أُقسِمُ بِالشَّفَقِ
84:16 অতঃপর শপথ আমায়, সন্ধ্যালোকের ঔজ্জ্বল্যের
وَالَّيلِ وَما وَسَقَ
84:17 ও রাতের এবং ওই সমস্ত বস্তুর (শপথ) যেগুলো তন্মধ্যে একত্রিত হয়,
وَالقَمَرِ إِذَا اتَّسَقَ
84:18 এবং চাদের, যখন পূর্ণাঙ্গ হয়-
لَتَركَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ
84:19 অবশ্য তোমরা স্তরের পর স্তর উত্তীর্ণ হবে।
فَما لَهُم لا يُؤمِنونَ
84:20 সুতরাং তাদের কী হয়েছে তারা ঈমান আনছে না
وَإِذا قُرِئَ عَلَيهِمُ القُرءانُ لا يَسجُدونَ
84:21 আর যখন ক্বোরআন পড়া হয় সাজদা করে না?
بَلِ الَّذينَ كَفَروا يُكَذِّبونَ
84:22 বরং কাফির অস্বীকার করছে।
وَاللَّهُ أَعلَمُ بِما يوعونَ
84:23 এবং আল্লাহ্‌ ভালোভাবে জানেন, যা তারা তাদের মনে পোষণ করছে।
فَبَشِّرهُم بِعَذابٍ أَليمٍ
84:24 সুতরাং আপনি তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন;
إِلَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُم أَجرٌ غَيرُ مَمنونٍ
84:25 কিন্তু, যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য ওই সাওয়াব রয়েছে, যা কখনো শেষ হবে না।
নবীনতর পূর্বতন

نموذج الاتصال