দোআ: [৮৬] কেউ যদি বলে, ‘আল্লাহ আপনাকে ক্ষমা করুন’, তার জন্য দো‘আ
আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু আনহু বলেন, "আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলাম আর তাঁর কাছ থেকে খাবার খেলাম। অতঃপর বললাম,
غَفَرَ اللّٰهُ لَكَ يَا رَسُوْلَ للّٰهِ
আল্লাহ আপনাকে ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ!
গাফারাল্লাহু লাকা ইয়া রাসূলুল্লাহ
অতঃপর তিনি বললেন,
وَلَكَ
আর আপনাকেও।
ওয়া লাকা
আহমাদ ৫/৮২, নং ২০৭৭৮; আন-নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, পৃ. ২১৮, নং ৪২১। তাহকীক, ড. ফারূক হাম্মাদাহ।
দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ http://bit.ly/DuaApp
#GreentechApps
◾
দোআ: [৮৭] কেউ আপনার সাথে সদাচারণ করলে তার জন্য দো‘আ
جَزَاكَ اللّٰهُ خَيْراً
আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন।
জাযা-কাল্লা-হু খাইরান
তিরমিযী, হাদিস নং ২০৩৫। আরও দেখুন, সহীহুল জামে‘ ৬২৪৪; সহীহুত তিরমিযী, ২/২০০।
দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ http://bit.ly/DuaApp
#GreentechApps
◾
দোআ: [৮৯] যে ব্যক্তি বলবে, ‘আমি আপনাকে আল্লাহ্র জন্য ভালোবাসি’— তার জন্য দো‘আ
أَحَبَّكَ الَّذِيْ أَحْبَبْتَنِيْ لَهُ
যাঁর জন্য আপনি আমাকে ভালোবেসেছেন, তিনি আপনাকে ভালোবাসুন।
আহাব্বাকাল্লাযী আহ্বাবতানী লাহু
হাদীসটি সংকলন করেছেন, আবু দাঊদ ৪/৩৩৩, নং ৫১২৫। আর শাইখ আলবানী একে সহীহ আবি দাউদে হাসান বলেছেন, ৩/৯৬৫।
দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ http://bit.ly/DuaApp
#GreentechApps
◾
দোআ: [৯০] আপনাকে কেউ তার সম্পদ দান করার জন্য পেশ করলে তার জন্য দো‘আ
بَارَكَ اللّٰهُ لَكَ فِيْ أَهْلِكَ وَمَالِكَ
আল্লাহ আপনার পরিবারে ও সম্পদে বরকত দান করুন।
বা-রাকাল্লা-হু লাকা ফী আহলিকা ওয়া মা-লিকা
বুখারী, (ফাতহুল বারীসহ) ৪/২৮৮, হাদীস নং ২০৪৯।
দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ http://bit.ly/DuaApp
#GreentechApps