দোআ: [১৮২] শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা [২৩:৯৭-৯৮]
رَّبِّ أَعُوْذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ
হে আমার রব, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে পানাহ চাই
রব্বি আ‘ঊযুবিকা মিন্ হামাযা -তিশ্ শাইয়া-ত্বীন্।
وَأَعُوْذُ بِكَ رَبِّ أَنْ يَّحْضُرُوْنِ
আর হে আমার রব, আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে পানাহ চাই
অ আ‘ঊ যুবিকা রব্বি আইঁ ইয়াহ্দ্বুরূন্।
সূরা আল মু'মিনূন - ২৩:৯৭-৯৮
দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ http://bit.ly/DuaApp
#GreentechApps