Al-Quran: Kanzul Imaan
৮১.সূরা আত-তাকভীর (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
إِذَا الشَّمسُ كُوِّرَت
81:1 যখন সূর্যরশ্মিকে মুড়িয়ে ফেলা হবে,
وَإِذَا النُّجومُ انكَدَرَت
81:2 এবং যখন তারকাপুঞ্জ ঝরে পড়বে,
وَإِذَا الجِبالُ سُيِّرَت
81:3 আর যখন পাহাড় পর্বতকে চলমান করা হবে,
وَإِذَا العِشارُ عُطِّلَت
81:4 আর যখন পূর্ণগর্ভা উষ্ট্রীগুলো বাধাহীন অবস্থায় ফিরবে,
وَإِذَا الوُحوشُ حُشِرَت
81:5 এবং যখন বন্য পশুগুলোকে একত্রিত করা হবে,
وَإِذَا البِحارُ سُجِّرَت
81:6 আর যখন সমুদ্রকে উত্তপ্ত করা হবে,
وَإِذَا النُّفوسُ زُوِّجَت
81:7 আর যখন আত্নাগুলোকে জুড়ে দেয়া হবে,
وَإِذَا المَوءۥدَةُ سُئِلَت
81:8 এবং যখন জীবন্ত প্রোথিতা (কন্যা-সন্তান) কে জিজ্ঞাসা করা হবে,
بِأَىِّ ذَنبٍ قُتِلَت
81:9 কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে?
وَإِذَا الصُّحُفُ نُشِرَت
81:10 যখন আমলনামা খোলা হবে,
وَإِذَا السَّماءُ كُشِطَت
81:11 আর যখন আস্‌মানকে সেটার আপন স্থান থেকে সরিয়ে নেওয়া হবে,
وَإِذَا الجَحيمُ سُعِّرَت
81:12 আর যখন জাহান্নামকে অগ্নি প্রজ্ব্বলিত করা হবে,
وَإِذَا الجَنَّةُ أُزلِفَت
81:13 এবং যখন বেহেশ্‌তকে নিকটে আনা হবে,
عَلِمَت نَفسٌ ما أَحضَرَت
81:14 তখন প্রত্যেক আত্না অবগত হবে সে সম্পর্কে, যা সে উপস্থিত করেছে।
فَلا أُقسِمُ بِالخُنَّسِ
81:15 সুতরাং তারই শপথ, যা প্রত্যাবর্তন করে,
الجَوارِ الكُنَّسِ
81:16 সোজা চলে, স্থিত থাকে,
وَالَّيلِ إِذا عَسعَسَ
81:17 এবং রাতের (শপথ), যখন পৃষ্ঠ প্রদান করে,
وَالصُّبحِ إِذا تَنَفَّسَ
81:18 আর প্রভাতের (শপথ), যখন শ্বাস গ্রহণ করে,
إِنَّهُ لَقَولُ رَسولٍ كَريمٍ
81:19 নিশ্চয় এটা সম্মানিত প্রেরিতের বাণী,
ذى قُوَّةٍ عِندَ ذِى العَرشِ مَكينٍ
81:20 যে শক্তিশালী, আরশাধিপতির দরবারে সম্মানিত,
مُطاعٍ ثَمَّ أَمينٍ
81:21 সেখানে তার আদেশ পালন করা হয়, (যে) আমানতদার।
وَما صاحِبُكُم بِمَجنونٍ
81:22 এবং তোমাদের মুনিব, (যিনি তোমাদের সাথে আছেন), পাগল নন,
وَلَقَد رَءاهُ بِالأُفُقِ المُبينِ
81:23 এবং নিশ্চয় তিনি তাকে আলোকিত প্রান্তে দেখলেন,
وَما هُوَ عَلَى الغَيبِ بِضَنينٍ
81:24 এবং এ নবী অদৃশ্য বিষয় বর্ণনা করার ব্যাপারে কৃপণ নন।
وَما هُوَ بِقَولِ شَيطٰنٍ رَجيمٍ
81:25 এবং ক্বোরআন বিতাড়িত শয়তানের বাণী নয়।
فَأَينَ تَذهَبونَ
81:26 সুতরাং তোমরা কোন দিকে যাচ্ছো?
إِن هُوَ إِلّا ذِكرٌ لِلعٰلَمينَ
81:27 এটা তো উপদেশই সারা বিশ্বের জন্য;
لِمَن شاءَ مِنكُم أَن يَستَقيمَ
81:28 তারই জন্য, যে তোমাদের মধ্যে সোজা-সরল হতে চায়।
وَما تَشاءونَ إِلّا أَن يَشاءَ اللَّهُ رَبُّ العٰلَمينَ
81:29 আর তোমরা কি চাইবে, কিন্তু এটাই যা চান আল্লাহ্‌, সারা বিশ্বের রব।
Top