কুরআন-হাদিসের পরিপূর্ন জ্ঞান নেই, এমন ব্যক্তির জন্য মাযহাব মানা ওয়াজিব
এ প্রসঙ্গে আল্লামা ইবনু আব্দিল বার (রঃ) বলেন- নিশ্চয়ই সাধারণ (মুজতাহিদ নন এমন) মানুষের জন্য তাঁদের আলেমদের তাক্বলীদ করা আবশ্যক (জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদ্বলিহি, খ ২, পৃঃ ৯৮৮)
আবার ইমাম গাজ্জালী (রহঃ) বলেন- আম জনসাধারণের জন্য আলেমদের কাছে ফতোয়া জিজ্ঞেস করা এবং তা মান্য করা ওয়াজিব । (আল মুসতাসফ, খ ২, পৃঃ ১২৪)