দোআ: [১৩০.১০] সর্বশ্রেষ্ঠ দো‘আ এবং সর্বোত্তম যিক্‌র

সর্বশ্রেষ্ঠ দো‘আ হল,

اَلْحَمْدُ لِلّٰهِ

সকল প্রশংসা আল্লাহরই

আলহামদু লিল্লাহ

আর সর্বোত্তম যিক্‌র হল,

لاَ إِلَهَ إِلاَّ اللّٰهُ

আল্লাহ ব্যতীত কোনো হক্ব ইলাহ নেই।

লা ইলাহা ইল্লাল্লাহ

তিরমিযী ৫/৪৬২, নং ৩৩৮৩; ইবন মাজাহ্‌ ২/১২৪৯, নং ৩৮০০; আল-হাকিম, ১/৫০৩ এবং সহীহ বলেছেন, আর ইমাম যাহাবী তা সমর্থন করেছেন। আরও দেখুন, সহীহুল জামে‘ ১/৩৬২।

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ http://bit.ly/DuaApp
#GreentechApps

Top