Al-Quran: Kanzul Imaan
৯০.সূরা আল-বালাদ (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
لا أُقسِمُ بِهٰذَا البَلَدِ
90:1 আমায় এ শহরের শপথ,
وَأَنتَ حِلٌّ بِهٰذَا البَلَدِ
90:2 যেহেতু হে মাহবূব! আপনি এ শহরে তাশরীফ রাখছেন,
وَوالِدٍ وَما وَلَدَ
90:3   এবং   আপনার  পিতা  (পিতৃ-পুরুষ)  ইব্রাহীমের  শপথ  এবং  তার   বংশধরের,  অর্থাৎ আপনিই।
لَقَد خَلَقنَا الإِنسٰنَ فى كَبَدٍ
90:4 নিশ্চয় আমি মানুষকে কষ্টের মধ্যে থাকাবস্থায় সৃষ্টি করেছি।
أَيَحسَبُ أَن لَن يَقدِرَ عَلَيهِ أَحَدٌ
90:5 মানুষ কি এ কথা মনে করে যে কখনো তার উপর কেউ ক্ষমতা পাবে না?
يَقولُ أَهلَكتُ مالًا لُبَدًا
90:6 সে বলে, ‘আমি যথেষ্ট সম্পদ উজাড় করে দিয়েছি।
أَيَحسَبُ أَن لَم يَرَهُ أَحَدٌ
90:7 মানুষ কি একথা মনে করে যে, তাকে কেউ দেখে নি?
أَلَم نَجعَل لَهُ عَينَينِ
90:8 আমি কি তার দু’টি চক্ষু সৃষ্টি করি নি?
وَلِسانًا وَشَفَتَينِ
90:9 এবং জিহ্বা ও দু’ট ওষ্ঠ?
وَهَدَينٰهُ النَّجدَينِ
90:10 এবং তাকে দু’টি উত্থিত বস্তুর পথ বাত্‌লিয়েছি।
فَلَا اقتَحَمَ العَقَبَةَ
90:11 অতঃপর নিদ্বির্ধায় গিরিপথে লম্ফ দেয় নি।
وَما أَدرىٰكَ مَا العَقَبَةُ
90:12 এবং তুমি কি জেনেছো ওই গিরিপথ কি?
فَكُّ رَقَبَةٍ
90:13 কোন বান্দার গর্দান ছাড়ানো।
أَو إِطعٰمٌ فى يَومٍ ذى مَسغَبَةٍ
90:14 কিংবা ক্ষুধার দিনে খাবার দেওয়া-
يَتيمًا ذا مَقرَبَةٍ
90:15 আত্নীয় এতিমকে,
أَو مِسكينًا ذا مَترَبَةٍ
90:16 অথবা মাটিতে উপবিষ্ট মিসকীনকে।
ثُمَّ كانَ مِنَ الَّذينَ ءامَنوا وَتَواصَوا بِالصَّبرِ وَتَواصَوا بِالمَرحَمَةِ
90:17  অতঃপর  হয়  তাদের    থেকে,  যারা  ঈমান  এনেছে;   এবং   তারা  পরস্পরের  মধ্যে ধৈর্যধারণের উপদেশ প্রদান করেছে; এবং পরস্পরের মধ্যে সদয় হবার উপদেশ দিয়েছে।
أُولٰئِكَ أَصحٰبُ المَيمَنَةِ
90:18 এরা হচ্ছে ডান দিকের।
وَالَّذينَ كَفَروا بِـٔايٰتِنا هُم أَصحٰبُ المَشـَٔمَةِ
90:19 আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে, তারা হচ্ছে বাম দিকের।
عَلَيهِم نارٌ مُؤصَدَةٌ
90:20 তাদের উপর এমন আগুন রয়েছে যে, তাতে নিক্ষেপ করে উপরের দিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।
Top