৮৮.সূরা আল-গাশিয়াহ (কাঞ্জুল ইমান)

Al-Quran: Kanzul Imaan
৮৮.সূরা আল-গাশিয়াহ (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
هَل أَتىٰكَ حَديثُ الغٰشِيَةِ
88:1 নিশ্চয় আপনার নিকট ওই বিপদের সংবাদ এসেছে, যা ছেয়ে যাবে।
وُجوهٌ يَومَئِذٍ خٰشِعَةٌ
88:2 সেদিন কত মুখ অপমানিত হবে,
عامِلَةٌ ناصِبَةٌ
88:3 কাজ করবে, কষ্ট ভোগ করবে,
تَصلىٰ نارًا حامِيَةً
88:4 যাবে জ্বলন্ত আগুনে;
تُسقىٰ مِن عَينٍ ءانِيَةٍ
88:5 অত্যন্ত উত্তপ্ত ঝরণার পানিপান করানো হবে।
لَيسَ لَهُم طَعامٌ إِلّا مِن ضَريعٍ
88:6 তাদের জন্য কোন খাদ্য নেই, কিন্তু আগুনের কাঁটা;
لا يُسمِنُ وَلا يُغنى مِن جوعٍ
88:7 যা না হৃষ্টপুষ্টতা আনয়ন করবে এবং না ক্ষুধা নিবারণ করবে।
وُجوهٌ يَومَئِذٍ ناعِمَةٌ
88:8 কত মুখই সেদিন শান্তিতে থাকবে,
لِسَعيِها راضِيَةٌ
88:9 আপন চেষ্টার উপর সন্তুষ্ট,
فى جَنَّةٍ عالِيَةٍ
88:10 সমুন্নত বাগানের মধ্যে-
لا تَسمَعُ فيها لٰغِيَةً
88:11 যে, তাতে কোন অযথা কথাবার্তা শুনবে না,
فيها عَينٌ جارِيَةٌ
88:12 তাতে প্রবাহিত প্রস্রবণ রয়েছে,
فيها سُرُرٌ مَرفوعَةٌ
88:13 সেটার মধ্যে উচ্চ আসন রয়েছে,
وَأَكوابٌ مَوضوعَةٌ
88:14 এবং সুবিন্যস্থরূপে সাজানো পান-পাত্রসমূহ রয়েছে,
وَنَمارِقُ مَصفوفَةٌ
88:15 এবং সুসমঞ্জসভাবে গালিচা বিছানো রয়েছে,
وَزَرابِىُّ مَبثوثَةٌ
88:16 এবং বিস্তৃত সাদা চাদর (রয়েছে);
أَفَلا يَنظُرونَ إِلَى الإِبِلِ كَيفَ خُلِقَت
88:17 তবে কি তার উট দেখে না যে, কীভাবে (তা) সৃষ্টি করা হয়েছে?
وَإِلَى السَّماءِ كَيفَ رُفِعَت
88:18 এবং আস্‌মানকে, কীভাবে উচু করা হয়েছে?
وَإِلَى الجِبالِ كَيفَ نُصِبَت
88:19 এবং পাহাড়গুলোকে কীভাবে দণ্ডায়মান করা হয়েছে?
وَإِلَى الأَرضِ كَيفَ سُطِحَت
88:20 আর যমীনকে, কীরূপে বিছানো হয়েছে?
فَذَكِّر إِنَّما أَنتَ مُذَكِّرٌ
88:21 সুতরাং আপনি উপদেশ শুনান; বস্তুতঃ আপনিই তো এ উপদেশদাতা;
لَستَ عَلَيهِم بِمُصَيطِرٍ
88:22 আপনি তো তাদের কোন দারোগা নন।
إِلّا مَن تَوَلّىٰ وَكَفَرَ
88:23 হাঁ, যে মুখ ফিরিয়ে নেয় এবং কুফর করে,
فَيُعَذِّبُهُ اللَّهُ العَذابَ الأَكبَرَ
88:24 তা হলে আল্লাহ্‌ তাকে বড় শাস্তি দেবেন।
إِنَّ إِلَينا إِيابَهُم
88:25 নিশ্চয় আমার প্রতিই তাদের প্রত্যাবর্তন হবে;
ثُمَّ إِنَّ عَلَينا حِسابَهُم
88:26 অতঃপর নিশ্চয় আমারই দিকে তাদের হিসাব রয়েছে।
নবীনতর পূর্বতন

نموذج الاتصال