Al-Quran: Kanzul Imaan
৭৯.সূরা আন-নাজিয়াত (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
وَالنّٰزِعٰتِ غَرقًا
79:1 শপথ তাদেরই, যারা কঠোরতার সাথে প্রাণ টেনে নেয়,
وَالنّٰشِطٰتِ نَشطًا
79:2 এবং নম্রতার সাথে বন্ধন খুলে দেয়,
وَالسّٰبِحٰتِ سَبحًا
79:3 এবং সহজভাবে সন্তরণ করে,
فَالسّٰبِقٰتِ سَبقًا
79:4 অতঃপর সম্মুখে ধাবিত হয়ে দ্রুত পৌঁছে যায়;
فَالمُدَبِّرٰتِ أَمرًا
79:5 অতঃপর কাজের ব্যবস্থাপনা করে যে, কাফিরদের উপর অবশ্য শাস্তি আপতিত হবে।
يَومَ تَرجُفُ الرّاجِفَةُ
79:6 যেদিন কম্পনকারী কম্পন করবে,
تَتبَعُهَا الرّادِفَةُ
79:7 তার পশ্চাতে আসবে পশ্চাতে আগমনকারী,
قُلوبٌ يَومَئِذٍ واجِفَةٌ
79:8 কত হৃদয় সেদিন ধড়ফড় করতে থাকবে;
أَبصٰرُها خٰشِعَةٌ
79:9 চক্ষুগুলো উপরের দিকে উঠাতে পারবে না।
يَقولونَ أَءِنّا لَمَردودونَ فِى الحافِرَةِ
79:10 কাফিররা বলে, ‘আমাদেরকে কি পুনরায় উল্টো দিকে ফিরিয়ে নেওয়া হবে-
أَءِذا كُنّا عِظٰمًا نَخِرَةً
79:11 আমরা কি যখন গলিত হাড় হয়ে যাবো?
قالوا تِلكَ إِذًا كَرَّةٌ خاسِرَةٌ
79:12 (তারা) বললো, ‘এমনি তো এ প্রত্যাবর্তন নিরেট ক্ষতিই’।
فَإِنَّما هِىَ زَجرَةٌ وٰحِدَةٌ
79:13 অতঃপর তা তো নয়, কিন্তু একটা প্রচণ্ড ধমক,
فَإِذا هُم بِالسّاهِرَةِ
79:14 তখনি তারা খোলা মাঠে এসে পড়বে।
هَل أَتىٰكَ حَديثُ موسىٰ
79:15 (হে হাবীব) আপনার নিকট কি মূসার বৃত্তান্ত এসেছে?
إِذ نادىٰهُ رَبُّهُ بِالوادِ المُقَدَّسِ طُوًى
79:16 যখন তাঁকে তার রব পবিত্র উপত্যকা ‘তূওয়া’র মধ্যে ডাক দিয়ে বললেন,
اذهَب إِلىٰ فِرعَونَ إِنَّهُ طَغىٰ
79:17 ফির’আঊনের নিকট যাও! সে মাথাচাড়া দিয়েছে’।
فَقُل هَل لَكَ إِلىٰ أَن تَزَكّىٰ
79:18 অতঃপর তাকে বলো, ‘তোমার কি এদিকে আগ্রহ আছে যে, তুমি পবিত্র হবে-
وَأَهدِيَكَ إِلىٰ رَبِّكَ فَتَخشىٰ
79:19 আর তোমাকে (আমি) তোমার রবের দিকে পথ প্রদর্শন করবো, যেন তুমি ভয় করো?’
فَأَرىٰهُ الءايَةَ الكُبرىٰ
79:20 অতঃপর মূসা তাকে খুব বড় নিদর্শন দেখালো।
فَكَذَّبَ وَعَصىٰ
79:21 অতঃপর সে অস্বীকার করলো এবং অমান্য করলো।
ثُمَّ أَدبَرَ يَسعىٰ
79:22 অতঃপর পৃষ্ঠ প্রদর্শন করলো, নিজ প্রচেষ্টায় লেগে গেলো।
فَحَشَرَ فَنادىٰ
79:23 অতঃপর লোকজনকে একত্রিত করলো। তারপর আহ্বান করলো।
فَقالَ أَنا۠ رَبُّكُمُ الأَعلىٰ
79:24 অতঃপর বললো, ‘আমি তোমাদের সর্বোচ্চ রব’।
فَأَخَذَهُ اللَّهُ نَكالَ الءاخِرَةِ وَالأولىٰ
79:25 অতঃপর আল্লাহ্ তাকে দুনিয়া ও আখিরাত উভয়ের শাস্তিতে পাকড়াও করলেন।
إِنَّ فى ذٰلِكَ لَعِبرَةً لِمَن يَخشىٰ
79:26 নিশ্চয় এর মধ্যে শিক্ষা লাভ হয় তারই, যে ভয় করে।
ءَأَنتُم أَشَدُّ خَلقًا أَمِ السَّماءُ بَنىٰها
79:27 তোমাদের বুঝ মতে, তোমাদের সৃষ্টি করা কি দুঃসাধ্য, না আস্মানের (সৃষ্টি)? আল্লাহ্ সেটা তৈরি করেছেন;
رَفَعَ سَمكَها فَسَوّىٰها
79:28 সেটার ছাদ উঁচু করেছেন অতঃপর সেটাকে বরাবর করেছেন।
وَأَغطَشَ لَيلَها وَأَخرَجَ ضُحىٰها
79:29 সেটার রাতকে অন্ধকারময়ী করেছেন এবং সেটার আলোককে চমকিত করেছেন;
وَالأَرضَ بَعدَ ذٰلِكَ دَحىٰها
79:30 এবং পরে যমীনকে প্রসারিত করেছেন।
أَخرَجَ مِنها ماءَها وَمَرعىٰها
79:31 সেটার মধ্য থেকে সেটার পানি এবং চারা বের করেছেন,
وَالجِبالَ أَرسىٰها
79:32 এবং পাহাড়গুলোকে জমিয়ে রেখেছেন;
مَتٰعًا لَكُم وَلِأَنعٰمِكُم
79:33 তোমাদের নিজেদের এবং তোমাদের পশুগুলোর উপকারার্থে।
فَإِذا جاءَتِ الطّامَّةُ الكُبرىٰ
79:34 তারপর যখন এসে পড়বে সেই সাধারণ বিপদ, যা সর্বাধিক ভয়ঙ্কর,
يَومَ يَتَذَكَّرُ الإِنسٰنُ ما سَعىٰ
79:35 সেদিন মানুষ স্মরণ করবে যা চেষ্টা করেছিলো,
وَبُرِّزَتِ الجَحيمُ لِمَن يَرىٰ
79:36 এবং জাহান্নামকে প্রতিটি প্রত্যক্ষকারীর সামনে প্রকাশ করা হবে।
فَأَمّا مَن طَغىٰ
79:37 অতঃপর সে ব্যক্তি অবাধ্যতা প্রকাশ করেছে
وَءاثَرَ الحَيوٰةَ الدُّنيا
79:38 এবং পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে,
فَإِنَّ الجَحيمَ هِىَ المَأوىٰ
79:39 সুতরাং নিশ্চয় জাহান্নামই তার ঠিকানা।
وَأَمّا مَن خافَ مَقامَ رَبِّهِ وَنَهَى النَّفسَ عَنِ الهَوىٰ
79:40 আর ওই ব্যক্তি, যে আপন রবের সামনে দাঁড়াবার ভয় করেছে এবং নাফ্সকে কু-প্রবৃত্তি থেকে বিরত রেখেছে।
فَإِنَّ الجَنَّةَ هِىَ المَأوىٰ
79:41 তবে, নিশ্চয় জান্নাতই তার ঠিকানা।
يَسـَٔلونَكَ عَنِ السّاعَةِ أَيّانَ مُرسىٰها
79:42 (হে হাবীব!) আপনাকে ক্বিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছে- ‘তা কোন সময়ের জন্য নির্ধারিত রয়েছে?’
فيمَ أَنتَ مِن ذِكرىٰها
79:43 এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক?
إِلىٰ رَبِّكَ مُنتَهىٰها
79:44 আপনার রব পর্যন্তই সেটার শেষ।
إِنَّما أَنتَ مُنذِرُ مَن يَخشىٰها
79:45 আপনি শুধু তো তাকেই ভীতি প্রদর্শনকারী, যে তাতে ভয় করে।
كَأَنَّهُم يَومَ يَرَونَها لَم يَلبَثوا إِلّا عَشِيَّةً أَو ضُحىٰها
79:46 যেদিন তারা সেটাকে দেখবে, তখন (মনে করবে) যেন দুনিয়ার মধ্যে (তারা) অবস্থান করে নি, কিন্তু একটা মাত্র সন্ধ্যা কিংবা এর একটা পূর্বাহ্ন মাত্র।
79:1 শপথ তাদেরই, যারা কঠোরতার সাথে প্রাণ টেনে নেয়,
وَالنّٰشِطٰتِ نَشطًا
79:2 এবং নম্রতার সাথে বন্ধন খুলে দেয়,
وَالسّٰبِحٰتِ سَبحًا
79:3 এবং সহজভাবে সন্তরণ করে,
فَالسّٰبِقٰتِ سَبقًا
79:4 অতঃপর সম্মুখে ধাবিত হয়ে দ্রুত পৌঁছে যায়;
فَالمُدَبِّرٰتِ أَمرًا
79:5 অতঃপর কাজের ব্যবস্থাপনা করে যে, কাফিরদের উপর অবশ্য শাস্তি আপতিত হবে।
يَومَ تَرجُفُ الرّاجِفَةُ
79:6 যেদিন কম্পনকারী কম্পন করবে,
تَتبَعُهَا الرّادِفَةُ
79:7 তার পশ্চাতে আসবে পশ্চাতে আগমনকারী,
قُلوبٌ يَومَئِذٍ واجِفَةٌ
79:8 কত হৃদয় সেদিন ধড়ফড় করতে থাকবে;
أَبصٰرُها خٰشِعَةٌ
79:9 চক্ষুগুলো উপরের দিকে উঠাতে পারবে না।
يَقولونَ أَءِنّا لَمَردودونَ فِى الحافِرَةِ
79:10 কাফিররা বলে, ‘আমাদেরকে কি পুনরায় উল্টো দিকে ফিরিয়ে নেওয়া হবে-
أَءِذا كُنّا عِظٰمًا نَخِرَةً
79:11 আমরা কি যখন গলিত হাড় হয়ে যাবো?
قالوا تِلكَ إِذًا كَرَّةٌ خاسِرَةٌ
79:12 (তারা) বললো, ‘এমনি তো এ প্রত্যাবর্তন নিরেট ক্ষতিই’।
فَإِنَّما هِىَ زَجرَةٌ وٰحِدَةٌ
79:13 অতঃপর তা তো নয়, কিন্তু একটা প্রচণ্ড ধমক,
فَإِذا هُم بِالسّاهِرَةِ
79:14 তখনি তারা খোলা মাঠে এসে পড়বে।
هَل أَتىٰكَ حَديثُ موسىٰ
79:15 (হে হাবীব) আপনার নিকট কি মূসার বৃত্তান্ত এসেছে?
إِذ نادىٰهُ رَبُّهُ بِالوادِ المُقَدَّسِ طُوًى
79:16 যখন তাঁকে তার রব পবিত্র উপত্যকা ‘তূওয়া’র মধ্যে ডাক দিয়ে বললেন,
اذهَب إِلىٰ فِرعَونَ إِنَّهُ طَغىٰ
79:17 ফির’আঊনের নিকট যাও! সে মাথাচাড়া দিয়েছে’।
فَقُل هَل لَكَ إِلىٰ أَن تَزَكّىٰ
79:18 অতঃপর তাকে বলো, ‘তোমার কি এদিকে আগ্রহ আছে যে, তুমি পবিত্র হবে-
وَأَهدِيَكَ إِلىٰ رَبِّكَ فَتَخشىٰ
79:19 আর তোমাকে (আমি) তোমার রবের দিকে পথ প্রদর্শন করবো, যেন তুমি ভয় করো?’
فَأَرىٰهُ الءايَةَ الكُبرىٰ
79:20 অতঃপর মূসা তাকে খুব বড় নিদর্শন দেখালো।
فَكَذَّبَ وَعَصىٰ
79:21 অতঃপর সে অস্বীকার করলো এবং অমান্য করলো।
ثُمَّ أَدبَرَ يَسعىٰ
79:22 অতঃপর পৃষ্ঠ প্রদর্শন করলো, নিজ প্রচেষ্টায় লেগে গেলো।
فَحَشَرَ فَنادىٰ
79:23 অতঃপর লোকজনকে একত্রিত করলো। তারপর আহ্বান করলো।
فَقالَ أَنا۠ رَبُّكُمُ الأَعلىٰ
79:24 অতঃপর বললো, ‘আমি তোমাদের সর্বোচ্চ রব’।
فَأَخَذَهُ اللَّهُ نَكالَ الءاخِرَةِ وَالأولىٰ
79:25 অতঃপর আল্লাহ্ তাকে দুনিয়া ও আখিরাত উভয়ের শাস্তিতে পাকড়াও করলেন।
إِنَّ فى ذٰلِكَ لَعِبرَةً لِمَن يَخشىٰ
79:26 নিশ্চয় এর মধ্যে শিক্ষা লাভ হয় তারই, যে ভয় করে।
ءَأَنتُم أَشَدُّ خَلقًا أَمِ السَّماءُ بَنىٰها
79:27 তোমাদের বুঝ মতে, তোমাদের সৃষ্টি করা কি দুঃসাধ্য, না আস্মানের (সৃষ্টি)? আল্লাহ্ সেটা তৈরি করেছেন;
رَفَعَ سَمكَها فَسَوّىٰها
79:28 সেটার ছাদ উঁচু করেছেন অতঃপর সেটাকে বরাবর করেছেন।
وَأَغطَشَ لَيلَها وَأَخرَجَ ضُحىٰها
79:29 সেটার রাতকে অন্ধকারময়ী করেছেন এবং সেটার আলোককে চমকিত করেছেন;
وَالأَرضَ بَعدَ ذٰلِكَ دَحىٰها
79:30 এবং পরে যমীনকে প্রসারিত করেছেন।
أَخرَجَ مِنها ماءَها وَمَرعىٰها
79:31 সেটার মধ্য থেকে সেটার পানি এবং চারা বের করেছেন,
وَالجِبالَ أَرسىٰها
79:32 এবং পাহাড়গুলোকে জমিয়ে রেখেছেন;
مَتٰعًا لَكُم وَلِأَنعٰمِكُم
79:33 তোমাদের নিজেদের এবং তোমাদের পশুগুলোর উপকারার্থে।
فَإِذا جاءَتِ الطّامَّةُ الكُبرىٰ
79:34 তারপর যখন এসে পড়বে সেই সাধারণ বিপদ, যা সর্বাধিক ভয়ঙ্কর,
يَومَ يَتَذَكَّرُ الإِنسٰنُ ما سَعىٰ
79:35 সেদিন মানুষ স্মরণ করবে যা চেষ্টা করেছিলো,
وَبُرِّزَتِ الجَحيمُ لِمَن يَرىٰ
79:36 এবং জাহান্নামকে প্রতিটি প্রত্যক্ষকারীর সামনে প্রকাশ করা হবে।
فَأَمّا مَن طَغىٰ
79:37 অতঃপর সে ব্যক্তি অবাধ্যতা প্রকাশ করেছে
وَءاثَرَ الحَيوٰةَ الدُّنيا
79:38 এবং পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে,
فَإِنَّ الجَحيمَ هِىَ المَأوىٰ
79:39 সুতরাং নিশ্চয় জাহান্নামই তার ঠিকানা।
وَأَمّا مَن خافَ مَقامَ رَبِّهِ وَنَهَى النَّفسَ عَنِ الهَوىٰ
79:40 আর ওই ব্যক্তি, যে আপন রবের সামনে দাঁড়াবার ভয় করেছে এবং নাফ্সকে কু-প্রবৃত্তি থেকে বিরত রেখেছে।
فَإِنَّ الجَنَّةَ هِىَ المَأوىٰ
79:41 তবে, নিশ্চয় জান্নাতই তার ঠিকানা।
يَسـَٔلونَكَ عَنِ السّاعَةِ أَيّانَ مُرسىٰها
79:42 (হে হাবীব!) আপনাকে ক্বিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছে- ‘তা কোন সময়ের জন্য নির্ধারিত রয়েছে?’
فيمَ أَنتَ مِن ذِكرىٰها
79:43 এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক?
إِلىٰ رَبِّكَ مُنتَهىٰها
79:44 আপনার রব পর্যন্তই সেটার শেষ।
إِنَّما أَنتَ مُنذِرُ مَن يَخشىٰها
79:45 আপনি শুধু তো তাকেই ভীতি প্রদর্শনকারী, যে তাতে ভয় করে।
كَأَنَّهُم يَومَ يَرَونَها لَم يَلبَثوا إِلّا عَشِيَّةً أَو ضُحىٰها
79:46 যেদিন তারা সেটাকে দেখবে, তখন (মনে করবে) যেন দুনিয়ার মধ্যে (তারা) অবস্থান করে নি, কিন্তু একটা মাত্র সন্ধ্যা কিংবা এর একটা পূর্বাহ্ন মাত্র।