Al-Quran: Kanzul Imaan
৯২.সূরা আল-লাইল (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
৯২.সূরা আল-লাইল (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
وَالَّيلِ إِذا يَغشىٰ
92:1 রাতের শপথ যখন ছেয়ে যায়,
وَالنَّهارِ إِذا تَجَلّىٰ
92:2 এবং দিনের যখন আলোকোজ্জ্বল হয়,
وَما خَلَقَ الذَّكَرَ وَالأُنثىٰ
92:3 এবং তারই, যিনি নর-নারী সৃষ্টি করেছেন-
إِنَّ سَعيَكُم لَشَتّىٰ
92:4 নিশ্চয় তোমাদের চেষ্টা ভিন্ন ভিন্ন।
فَأَمّا مَن أَعطىٰ وَاتَّقىٰ
92:5 সুতরাং ওই ব্যক্তি, যে দান করেছে এবং পরহেয্গারী অবলম্বন করেছে,
وَصَدَّقَ بِالحُسنىٰ
92:6 এবং সবচেয়ে উত্তমকে সত্য মেনেছে,
فَسَنُيَسِّرُهُ لِليُسرىٰ
92:7 অতঃপর অতিসত্বর আমি তাকে সহজের পথ সুগম করে দেবো।
وَأَمّا مَن بَخِلَ وَاستَغنىٰ
92:8 আর ওই ব্যক্তি যে কার্পণ্য করেছে ও বেপরোয়া হয়েছে,
وَكَذَّبَ بِالحُسنىٰ
92:9 এবং সর্বাপেক্ষা উৎকৃষ্টকে মিথ্যা প্রতিপন্ন করেছে,
فَسَنُيَسِّرُهُ لِلعُسرىٰ
92:10 অতঃপর অচিরেই আমি তাকে কষ্টের পথ তার জন্য সহজ করে দেবো।
وَما يُغنى عَنهُ مالُهُ إِذا تَرَدّىٰ
92:11 এবং তার সম্পদ তার কাজে আসবে না যখন ধ্বংসে পতিত হবে।
إِنَّ عَلَينا لَلهُدىٰ
92:12 নিশ্চয় পথ প্রদর্শন করা আমার দায়িত্ব,
وَإِنَّ لَنا لَلءاخِرَةَ وَالأولىٰ
92:13 এবং নিশ্চয় পরকাল ও ইহকাল উভয়ই আমার মালিকানায়।
فَأَنذَرتُكُم نارًا تَلَظّىٰ
92:14 সুতরাং আমি তোমাদেরকে ভয় প্রদর্শন করছি ওই আগুন থেকে, যা প্রজ্জ্বলিত হচ্ছে;
لا يَصلىٰها إِلَّا الأَشقَى
92:15 এতে প্রবেশ করবে না, কিন্ত বড় হতভাগাই,
الَّذى كَذَّبَ وَتَوَلّىٰ
92:16 যে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে;
وَسَيُجَنَّبُهَا الأَتقَى
92:17 এবং তা থেকে অনেক দূরে রাখা হবে যে সর্বাধিক পরহেয্গার,
الَّذى يُؤتى مالَهُ يَتَزَكّىٰ
92:18 যে নিজ সম্পদ প্রদান করে, যাতে পবিত্র হয়,
وَما لِأَحَدٍ عِندَهُ مِن نِعمَةٍ تُجزىٰ
92:19 এবং তার উপর কারো (এমন) কোন অনুগ্রহ নেই, যার প্রতিদান দিতে হবে,
إِلَّا ابتِغاءَ وَجهِ رَبِّهِ الأَعلىٰ
92:20 শুধু আপন রবের সন্তুষ্টি কামনা করে, যিনি সবচেয়ে মহান;
وَلَسَوفَ يَرضىٰ
92:21 এবং নিশ্চয় অচিরেই সে সন্তুষ্ট হবে।
92:1 রাতের শপথ যখন ছেয়ে যায়,
وَالنَّهارِ إِذا تَجَلّىٰ
92:2 এবং দিনের যখন আলোকোজ্জ্বল হয়,
وَما خَلَقَ الذَّكَرَ وَالأُنثىٰ
92:3 এবং তারই, যিনি নর-নারী সৃষ্টি করেছেন-
إِنَّ سَعيَكُم لَشَتّىٰ
92:4 নিশ্চয় তোমাদের চেষ্টা ভিন্ন ভিন্ন।
فَأَمّا مَن أَعطىٰ وَاتَّقىٰ
92:5 সুতরাং ওই ব্যক্তি, যে দান করেছে এবং পরহেয্গারী অবলম্বন করেছে,
وَصَدَّقَ بِالحُسنىٰ
92:6 এবং সবচেয়ে উত্তমকে সত্য মেনেছে,
فَسَنُيَسِّرُهُ لِليُسرىٰ
92:7 অতঃপর অতিসত্বর আমি তাকে সহজের পথ সুগম করে দেবো।
وَأَمّا مَن بَخِلَ وَاستَغنىٰ
92:8 আর ওই ব্যক্তি যে কার্পণ্য করেছে ও বেপরোয়া হয়েছে,
وَكَذَّبَ بِالحُسنىٰ
92:9 এবং সর্বাপেক্ষা উৎকৃষ্টকে মিথ্যা প্রতিপন্ন করেছে,
فَسَنُيَسِّرُهُ لِلعُسرىٰ
92:10 অতঃপর অচিরেই আমি তাকে কষ্টের পথ তার জন্য সহজ করে দেবো।
وَما يُغنى عَنهُ مالُهُ إِذا تَرَدّىٰ
92:11 এবং তার সম্পদ তার কাজে আসবে না যখন ধ্বংসে পতিত হবে।
إِنَّ عَلَينا لَلهُدىٰ
92:12 নিশ্চয় পথ প্রদর্শন করা আমার দায়িত্ব,
وَإِنَّ لَنا لَلءاخِرَةَ وَالأولىٰ
92:13 এবং নিশ্চয় পরকাল ও ইহকাল উভয়ই আমার মালিকানায়।
فَأَنذَرتُكُم نارًا تَلَظّىٰ
92:14 সুতরাং আমি তোমাদেরকে ভয় প্রদর্শন করছি ওই আগুন থেকে, যা প্রজ্জ্বলিত হচ্ছে;
لا يَصلىٰها إِلَّا الأَشقَى
92:15 এতে প্রবেশ করবে না, কিন্ত বড় হতভাগাই,
الَّذى كَذَّبَ وَتَوَلّىٰ
92:16 যে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে;
وَسَيُجَنَّبُهَا الأَتقَى
92:17 এবং তা থেকে অনেক দূরে রাখা হবে যে সর্বাধিক পরহেয্গার,
الَّذى يُؤتى مالَهُ يَتَزَكّىٰ
92:18 যে নিজ সম্পদ প্রদান করে, যাতে পবিত্র হয়,
وَما لِأَحَدٍ عِندَهُ مِن نِعمَةٍ تُجزىٰ
92:19 এবং তার উপর কারো (এমন) কোন অনুগ্রহ নেই, যার প্রতিদান দিতে হবে,
إِلَّا ابتِغاءَ وَجهِ رَبِّهِ الأَعلىٰ
92:20 শুধু আপন রবের সন্তুষ্টি কামনা করে, যিনি সবচেয়ে মহান;
وَلَسَوفَ يَرضىٰ
92:21 এবং নিশ্চয় অচিরেই সে সন্তুষ্ট হবে।