Al-Quran: Kanzul Imaan
৯৮.সূরা আল-বায়্যিনাহ (কাঞ্জুল ইমান)
৯৮.সূরা আল-বায়্যিনাহ (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
لَم يَكُنِ الَّذينَ كَفَروا مِن أَهلِ الكِتٰبِ وَالمُشرِكينَ مُنفَكّينَ حَتّىٰ تَأتِيَهُمُ البَيِّنَةُ
98:1 কিতাবী কাফির এবং মুশরিক নিজ নিজ ধর্মে ত্যাগকারী ছিলো না, যে পর্যন্ত তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসে নি।
رَسولٌ مِنَ اللَّهِ يَتلوا صُحُفًا مُطَهَّرَةً
98:2 (তিনি কে?) তিনি আল্লাহ্র রসূল, যিনি পবিত্র সহীফাসমূহ পাঠ করেন;
فيها كُتُبٌ قَيِّمَةٌ
98:3 ওইগুলোর মধ্যে সরল বাণীসমূহ লিপিবদ্ধ আছে।
وَما تَفَرَّقَ الَّذينَ أوتُوا الكِتٰبَ إِلّا مِن بَعدِ ما جاءَتهُمُ البَيِّنَةُ
98:4 এবং মতভেদ সৃষ্টি হয় নি কিতাবীদের মধ্যে; কিন্তু এরপর যে, ওই সুস্পষ্ট প্রমাণ তাদের নিকট শুভাগমন করেছে।
وَما أُمِروا إِلّا لِيَعبُدُوا اللَّهَ مُخلِصينَ لَهُ الدّينَ حُنَفاءَ وَيُقيمُوا الصَّلوٰةَ وَيُؤتُوا الزَّكوٰةَ وَذٰلِكَ دينُ القَيِّمَةِ
98:5 এবং ওই সব লোককে তো এ আদেশই দেওয়া হয়েছে যেন তারা আল্লাহর ইবাদত করে শুধু তাঁরই উপর বিশ্বাস রেখে এক তরফা হয়ে এবং নামায প্রতিষ্ঠা করে ও যাকাত দেয়। আর এটা হচ্ছে সরল দ্বীন।
إِنَّ الَّذينَ كَفَروا مِن أَهلِ الكِتٰبِ وَالمُشرِكينَ فى نارِ جَهَنَّمَ خٰلِدينَ فيها أُولٰئِكَ هُم شَرُّ البَرِيَّةِ
98:6 নিশ্চয় যত কাফির রয়েছে কিতাবী ও মুশরিক, সবাই জাহান্নামের আগুনে রয়েছে, সর্বদা তাতে থাকবে। তারাই সৃষ্টিকূলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট।
إِنَّ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ أُولٰئِكَ هُم خَيرُ البَرِيَّةِ
98:7 নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তারাই সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ;
جَزاؤُهُم عِندَ رَبِّهِم جَنّٰتُ عَدنٍ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ خٰلِدينَ فيها أَبَدًا رَضِىَ اللَّهُ عَنهُم وَرَضوا عَنهُ ذٰلِكَ لِمَن خَشِىَ رَبَّهُ
98:8 তাদের প্রতিদান তাদের রবের নিকট- বসবাস করার বাগান, যার নিচে নহরসমূহ প্রবাহিত সেগুলোর মধ্যে সদা-সর্বদা থাকবে। আল্লাহ্ তাদের উপর সন্তুষ্ট এবং তারা তার উপর সন্তুষ্ট । এটা তারই জন্য, যে আপন রবকে ভয় করে।
98:1 কিতাবী কাফির এবং মুশরিক নিজ নিজ ধর্মে ত্যাগকারী ছিলো না, যে পর্যন্ত তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসে নি।
رَسولٌ مِنَ اللَّهِ يَتلوا صُحُفًا مُطَهَّرَةً
98:2 (তিনি কে?) তিনি আল্লাহ্র রসূল, যিনি পবিত্র সহীফাসমূহ পাঠ করেন;
فيها كُتُبٌ قَيِّمَةٌ
98:3 ওইগুলোর মধ্যে সরল বাণীসমূহ লিপিবদ্ধ আছে।
وَما تَفَرَّقَ الَّذينَ أوتُوا الكِتٰبَ إِلّا مِن بَعدِ ما جاءَتهُمُ البَيِّنَةُ
98:4 এবং মতভেদ সৃষ্টি হয় নি কিতাবীদের মধ্যে; কিন্তু এরপর যে, ওই সুস্পষ্ট প্রমাণ তাদের নিকট শুভাগমন করেছে।
وَما أُمِروا إِلّا لِيَعبُدُوا اللَّهَ مُخلِصينَ لَهُ الدّينَ حُنَفاءَ وَيُقيمُوا الصَّلوٰةَ وَيُؤتُوا الزَّكوٰةَ وَذٰلِكَ دينُ القَيِّمَةِ
98:5 এবং ওই সব লোককে তো এ আদেশই দেওয়া হয়েছে যেন তারা আল্লাহর ইবাদত করে শুধু তাঁরই উপর বিশ্বাস রেখে এক তরফা হয়ে এবং নামায প্রতিষ্ঠা করে ও যাকাত দেয়। আর এটা হচ্ছে সরল দ্বীন।
إِنَّ الَّذينَ كَفَروا مِن أَهلِ الكِتٰبِ وَالمُشرِكينَ فى نارِ جَهَنَّمَ خٰلِدينَ فيها أُولٰئِكَ هُم شَرُّ البَرِيَّةِ
98:6 নিশ্চয় যত কাফির রয়েছে কিতাবী ও মুশরিক, সবাই জাহান্নামের আগুনে রয়েছে, সর্বদা তাতে থাকবে। তারাই সৃষ্টিকূলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট।
إِنَّ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ أُولٰئِكَ هُم خَيرُ البَرِيَّةِ
98:7 নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তারাই সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ;
جَزاؤُهُم عِندَ رَبِّهِم جَنّٰتُ عَدنٍ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ خٰلِدينَ فيها أَبَدًا رَضِىَ اللَّهُ عَنهُم وَرَضوا عَنهُ ذٰلِكَ لِمَن خَشِىَ رَبَّهُ
98:8 তাদের প্রতিদান তাদের রবের নিকট- বসবাস করার বাগান, যার নিচে নহরসমূহ প্রবাহিত সেগুলোর মধ্যে সদা-সর্বদা থাকবে। আল্লাহ্ তাদের উপর সন্তুষ্ট এবং তারা তার উপর সন্তুষ্ট । এটা তারই জন্য, যে আপন রবকে ভয় করে।