Al-Quran: Kanzul Imaan
১১৩.সূরা আল-ফালাক্ব (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
قُل أَعوذُ بِرَبِّ الفَلَقِ
113:1 আপনি বলুন, ‘আমি তারঁই আশ্রয় নিচ্ছি, যিনি প্রভাতের সৃষ্টিকর্তা।
مِن شَرِّ ما خَلَقَ
113:2 তাঁর সৃষ্টিকুলের অনিষ্ট থেকে,
وَمِن شَرِّ غاسِقٍ إِذا وَقَبَ
113:3 এবং অন্ধকারাচ্ছন্নকারীর অনিষ্ট থেকে, যখন সেটা অস্তমিত হয়,
وَمِن شَرِّ النَّفّٰثٰتِ فِى العُقَدِ
113:4 এবং ওই সব নারীর অনিষ্ট থেকে, যারা গ্রন্থিসমূহে ফুঁৎকার দেয়,
وَمِن شَرِّ حاسِدٍ إِذا حَسَدَ
113:5 এবং হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে আমার প্রতি হিংসা করে’।
Top