দোআ: [৯৩] কেউ যদি বলে, ‘আল্লাহ আপনার উপর বরকত দিন’, তার জন্য দো‘আ

আয়িশা (রা:) হতে বর্ণিত রাসূলুল্লাহ (স:) একদিন একটি ভেড়া হাদিয়া পান এরপর তা দান করে দিতে বলেন।

যখন সে দাসটি ফিরে আসল আয়িশা (রা:) জিজ্ঞেস করলেন, “তারা কী বলল?”

সে উত্তর দিল, “তারা এই দোআ পাঠ করল,

بَارَكَ اللّٰهُ فِيْكُمْ

আল্লাহ আপনাদের মধ্যে বরকত দান করুন”

বা-রাকাল্লা-হু ফীহিম

আয়িশা (রা:) তখন বললেন,

وَ فِيْهِمْ بَارَكَ اللّٰهُ

আর তাদের মধ্যেও আল্লাহ বরকত দিন।

ওয়াফীহিম বা-রাকাল্লা-হ

وَفِيْكَ بَارَكَ اللّٰهُ

আর আপনার মধ্যেও আল্লাহ বরকত দিন।

ওয়াফীকা বা-রাকাল্লা-হ

হাদীসটি ইবনুস সুন্নী সংকলন করেছেন, পৃ. ১৩৮, নং ২৭৮। আরও দেখুন, ইবনুল কাইয়্যেমের আল-ওয়াবিলুস সাইয়্যেব, পৃ. ৩০৪। তাহকীক, বশীর মুহাম্মাদ উয়ূন।

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ http://bit.ly/DuaApp
#GreentechApps

Top