Al-Quran: Kanzul Imaan
১০২.সূরা আত-তাকাসুর (কাঞ্জুল ইমান)
১০২.সূরা আত-তাকাসুর (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
أَلهىٰكُمُ التَّكاثُرُ
102:1 তোমাদেরকে উদাসীন করে রেখেছে সম্পদের অধিক কামনা।
حَتّىٰ زُرتُمُ المَقابِرَ
102:2 যতক্ষণ পর্যন্ত তোমরা কবরসমূহের মুখ দেখেছো।
كَلّا سَوفَ تَعلَمونَ
102:3 হাঁ, হাঁ, শিগ্গির জেনে যাবে;
ثُمَّ كَلّا سَوفَ تَعلَمونَ
102:4 অতঃপর হাঁ, হাঁ, শিগ্গির জেনে যাবে।
كَلّا لَو تَعلَمونَ عِلمَ اليَقينِ
102:5 হাঁ, হাঁ, যদি ‘ইয়াক্বীন এর জানা’ জানতে, তবে সম্পদের মোহ রাখতে না।
لَتَرَوُنَّ الجَحيمَ
102:6 নিশ্চয় নিশ্চয় জাহান্নামকে দেখবে;
ثُمَّ لَتَرَوُنَّها عَينَ اليَقينِ
102:7 অতঃপর নিশ্চয় নিশ্চয় সেটাকে ‘ইয়াক্বীন-এর দেখা’ দেখবে,
ثُمَّ لَتُسـَٔلُنَّ يَومَئِذٍ عَنِ النَّعيمِ
102:8 অতঃপর নিশ্চয় নিশ্চয় সেদিন তোমাদেরকে নি’মাতসমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
102:1 তোমাদেরকে উদাসীন করে রেখেছে সম্পদের অধিক কামনা।
حَتّىٰ زُرتُمُ المَقابِرَ
102:2 যতক্ষণ পর্যন্ত তোমরা কবরসমূহের মুখ দেখেছো।
كَلّا سَوفَ تَعلَمونَ
102:3 হাঁ, হাঁ, শিগ্গির জেনে যাবে;
ثُمَّ كَلّا سَوفَ تَعلَمونَ
102:4 অতঃপর হাঁ, হাঁ, শিগ্গির জেনে যাবে।
كَلّا لَو تَعلَمونَ عِلمَ اليَقينِ
102:5 হাঁ, হাঁ, যদি ‘ইয়াক্বীন এর জানা’ জানতে, তবে সম্পদের মোহ রাখতে না।
لَتَرَوُنَّ الجَحيمَ
102:6 নিশ্চয় নিশ্চয় জাহান্নামকে দেখবে;
ثُمَّ لَتَرَوُنَّها عَينَ اليَقينِ
102:7 অতঃপর নিশ্চয় নিশ্চয় সেটাকে ‘ইয়াক্বীন-এর দেখা’ দেখবে,
ثُمَّ لَتُسـَٔلُنَّ يَومَئِذٍ عَنِ النَّعيمِ
102:8 অতঃপর নিশ্চয় নিশ্চয় সেদিন তোমাদেরকে নি’মাতসমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।