দোআ: [১৭৯] সূরা আল মু'মিনূন - ২৩:২৬

رَبِّ انْصُرْنِيْ بِمَا كَذَّبُوْنِ

হে আমার রব, আমাকে সাহায্য করুন। কেননা তারা আমাকে মিথ্যাবাদী বলেছে

রব্বিন্ র্ছুনী বিমা-কায্যাবূন্

সূরা আল মু'মিনূন - ২৩:২৬

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ http://bit.ly/DuaApp
#GreentechApps

দোআ: [১৮০] সূরা আল মু'মিনূন - ২৩:২৯

رَّبِّ أَنْزِلْنِيْ مُنْزَلًا مُّبَارَكًا وَّأَنْتَ خَيْرُ الْمُنْزِلِيْنَ

হে আমার রব, আমাকে বরকতময় অবতরণস্থলে অবতরণ করান। আর আপনিই সর্বশ্রেষ্ঠ অবতরণকারী

রব্বি আন্যিল্নী মুন্যালাম্ মুবা-রকাঁও অআন্তা খইরুল মুন্যিলীন্।

সূরা আল মু'মিনূন - ২৩:২৯

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ http://bit.ly/DuaApp
#GreentechApps

দোআ: [১৮৭] সূরা আশ্-শু'আরা - ২৬:৮৩-৮৯

رَبِّ هَبْ لِيْ حُكْمًا وَّأَلْحِقْنِيْ بِالصَّالِحِيْنَ

হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে শামিল করে দিন

রব্বি হাব্লী হুক্মাঁও অআল্হিক্নী বিছ্ছো-লিহীন্।

وَاجْعَل لِّيْ لِسَانَ صِدْقٍ فِيْ الْآخِرِيْنَ

এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম-সুখ্যাতি অব্যাহত রাখুন

অজ্ব ‘আল্লী লিসা-না ছিদ্ক্বিন্ ফিল্ আ-খিরীন্।

وَاجْعَلْنِيْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِيْمِ

আর আপনি আমাকে সুখময় জান্নাতের ওয়ারিসদের অন্তর্ভুক্ত করুন

অজ‘আল্নী মিঁও অরছাতি জ্বান্নাতিন্ না‘ঈম্।

وَاغْفِرْ لِأَبِيْ إِنَّهُ كَانَ مِنَ الضَّالِّيْنَ

আর আমার পিতাকে ক্ষমা করুন; নিশ্চয় সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিল

অর্গ্ফি লিআবী য় ইন্নাহূ কা-না মিনা দ্ব্ দ্বোয়া-লীন্।

وَلَا تُخْزِنِيْ يَوْمَ يُبْعَثُوْنَ

আর যেদিন পুনরুত্থিত করা হবে সেদিন আমাকে লাঞ্ছিত করবেন না

অলা-তুখ্যিনী ইয়াওমা ইয়ুব্‘আছূন্।

يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَّلَا بَنُوْنَ

যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোন উপকারে আসবে না

ইয়াওমা লা-ইয়ান্ফা‘ঊ মা-লুঁও অলা-বানূন্।

إِلَّا مَنْ أَتَى اللّٰهَ بِقَلْبٍ سَلِيْمٍ

‘তবে যে আল্লাহর কাছে আসবে সুস্থ অন্তরে

ইল্লা- মান্ আতাল্লা-হা বিক্বল্বিন্ সালীম্।

সূরা আশ্-শু'আরা - ২৬:৮৩-৮৯

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ http://bit.ly/DuaApp
#GreentechApps

দোআ: [১৮৮] সূরা আশ্-শু'আরা - ২৬:১১৭-১১৮

رَبِّ إِنَّ قَوْمِيْ كَذَّبُوْنِ

হে আমার রব, আমার কওম আমাকে অস্বীকার করেছে

রব্বি ইন্না ক্বওমী কায্যাবূন্

فَافْتَحْ بَيْنِيْ وَبَيْنَهُمْ فَتْحًا وَّنَجِّنِيْ وَمَنْ مَّعِيَ مِنَ الْمُؤْمِنِيْنَ

সুতরাং আপনি আমার ও তাদের মধ্যে ফয়সালা করে দিন আর আমাকে ও আমার সাথে যেসব মুমিন, আছে তাদেরকে রক্ষা করুন

ফাফ্তাহ্ বাইনী অবাইনাহুম্ ফাত্হাঁও অনাজ্জ্বিনী অমাম্ মা‘ইয়া মিনাল্ মুমিনীন্

সূরা আশ্-শু'আরা - ২৬:১১৭-১১৮

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ http://bit.ly/DuaApp
#GreentechApps

দোআ: [১৯১] সূরা আন-নামল - ২৭:৪৪

رَبِّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ وَأَسْلَمْتُ مَعَ سُلَيْمَانَ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ

হে আমার রব, নিশ্চয় আমি আমার নিজের প্রতি যুলম করেছি। আমি সুলাইমানের সাথে সৃষ্টিকুলের রব আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম

রব্বি ইন্নী জ্বোয়ালাম্তু নাফ্সী অআস্লাম্তু মা‘আ সুলাইমা-না লিল্লা-হি রব্বিল্ ‘আ-লামীন্।

সূরা আন-নামল - ২৭:৪৪

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ http://bit.ly/DuaApp
#GreentechApps

দোআ: [১৯২] সূরা আল-কাসাস  - ২৮:১৬-১৭

رَبِّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ فَغَفَرَ لَهُ ۚ إِنَّهُ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

হে আমার রব, নিশ্চয় আমি আমার নফ্‌সের প্রতি যুলম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন’। অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু

রব্বি ইন্নী জোয়ালাম্তু নাফ্সী ফার্গ্ফিলী ফাগফার লাহ্;ইন্নাহূ হুওয়াল্ গফূর্রু রহীম্।

قَالَ رَبِّ بِمَا أَنْعَمْتَ عَلَيَّ فَلَنْ أَكُوْنَ ظَهِيْرًا لِّلْمُجْرِمِيْنَ

হে আমার রব, আপনি যেহেতু আমার প্রতি নি’আমত দান করেন, তাই আমি কখনো আর অপরাধীদের সাহায্যকারী হব না।

রব্বি বিমা য় আন্‘আম্তা ‘আলাইয়্যা ফালান্ আকূনা জোয়াহীরল্ লিল্মুজ্বরিমীন্।

সূরা আল-কাসাস  - ২৮:১৬-১৭

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ http://bit.ly/DuaApp
#GreentechApps

দোআ: [১৯৭] সূরা  ছোয়াদ -  ৩৮:৩৫

رَبِّ اغْفِرْ لِى وَهَبْ لِى مُلْكًا لَّا يَنۢبَغِى لِأَحَدٍ مِّنۢ بَعْدِىٓ ۖ إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পর আর কারও জন্যই প্রযোজ্য হবে না। নিশ্চয়ই আপনি বড়ই দানশীল।

রব্বিগ্ র্ফিলী অহাব্লী মুল্কাল্ লা-ইয়াম্বাগী লিআহাদিম্ মিম্ বা’দী ইন্নাকা আন্তাল্ অহ্হা-ব্।

সূরা  ছোয়াদ -  ৩৮:৩৫

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ http://bit.ly/DuaApp
#GreentechApps

দোআ: [১৯৮] সূরা  ছোয়াদ -  ৩৮:৪১

أَنِّيْ مَسَّنِيَ الشَّيْطَانُ بِنُصْبٍ وَّعَذَابٍ

শয়তান তো আমাকে কষ্ট ও আযাবের ছোঁয়া দিয়েছে

আন্নী মাস্ সানিয়াশ্ শাইত্বোয়া-নু বিনুছ্বিঁও অ‘আযা-ব্।

সূরা  ছোয়াদ -  ৩৮:৪১

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ http://bit.ly/DuaApp
#GreentechApps

Top