৮৭.সূরা আল-আ'লা (কাঞ্জুল ইমান)

Al-Quran: Kanzul Imaan
৮৭.সূরা আল-আ'লা (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
سَبِّحِ اسمَ رَبِّكَ الأَعلَى
87:1 আপন রবের নামের পবিত্রতা বর্ণনা করো, যিনি সবার ঊর্ধ্বে,
الَّذى خَلَقَ فَسَوّىٰ
87:2 যিনি সৃষ্টি করে সুঠাম করেছেন;
وَالَّذى قَدَّرَ فَهَدىٰ
87:3 এবং যিনি নির্দিষ্ট পরিমাপের উপর রেখে পথ প্রদর্শন করেছেন,
وَالَّذى أَخرَجَ المَرعىٰ
87:4 এবং যিনি চারা বের করেছেন,
فَجَعَلَهُ غُثاءً أَحوىٰ
87:5 তারপর সেটাকে শুষ্ক কালো করেছেন।
سَنُقرِئُكَ فَلا تَنسىٰ
87:6 এখন আমি আপনাকে পড়াবো; ফলে আপনি ভুলবেন না,
إِلّا ما شاءَ اللَّهُ إِنَّهُ يَعلَمُ الجَهرَ وَما يَخفىٰ
87:7 কিন্তু আল্লাহ্‌ যা চান। নিশ্চয় তিনি জানেন প্রত্যেক প্রকাশ্য ও অপ্রকাশ্যকে।
وَنُيَسِّرُكَ لِليُسرىٰ
87:8 এবং আমি আপনার জন্য সহজের সামগ্রীসমূহ যোগাড় করে দেবো।
فَذَكِّر إِن نَفَعَتِ الذِّكرىٰ
87:9 অতএব, আপনি উপদেশ দান করুন, যদি উপদেশ ফলপ্রসূ হয়;
سَيَذَّكَّرُ مَن يَخشىٰ
87:10 অতিসত্ত্বর উপদেশ গ্রহণ করবে যে ভয় করে।
وَيَتَجَنَّبُهَا الأَشقَى
87:11  এবং তা থেকে দূরে থাকবে ওই বড় হতভাগা,
الَّذى يَصلَى النّارَ الكُبرىٰ
87:12 যে সবচেয়ে বড় আগুনে প্রবেশ করবে;
ثُمَّ لا يَموتُ فيها وَلا يَحيىٰ
87:13 অতঃপর না তাতে মৃত্যুবরণ করবে এবং না জীবিত থাকবে।
قَد أَفلَحَ مَن تَزَكّىٰ
87:14 নিশ্চয় লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছেছে, যে পবিত্র হয়েছে,
وَذَكَرَ اسمَ رَبِّهِ فَصَلّىٰ
87:15  এবং আপন রবের নাম নিয়ে নামায পড়েছে।
بَل تُؤثِرونَ الحَيوٰةَ الدُّنيا
87:16 বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো,
وَالءاخِرَةُ خَيرٌ وَأَبقىٰ
87:17 এবং পরকাল উত্তম ও চিরস্থায়ী।
إِنَّ هٰذا لَفِى الصُّحُفِ الأولىٰ
87:18 নিশ্চয় এটা পূর্ববর্তী সহীফাগুলোতে রয়েছে;
صُحُفِ إِبرٰهيمَ وَموسىٰ
87:19 ইব্রাহীম ও মূসার সহীফাগুলোতে।
নবীনতর পূর্বতন

نموذج الاتصال