Al-Quran: Kanzul Imaan
৮৬.সূরা আত-তারিক্ব (কাঞ্জুল ইমান)
৮৬.সূরা আত-তারিক্ব (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
وَالسَّماءِ وَالطّارِقِ
86:1 আস্মানের শপথ, এবং রাতে আগমনকারীর;
وَما أَدرىٰكَ مَا الطّارِقُ
86:2 এবং আপনি কি কিছু জেনেছেন, সে-ই রাতে আগমনকারী কি?
النَّجمُ الثّاقِبُ
86:3 (তা হচ্ছে) অত্যন্ত উজ্জ্বল তারকা।
إِن كُلُّ نَفسٍ لَمّا عَلَيها حافِظٌ
86:4 এমন কোন আত্না নেই, যার উপর হিফাযতকারী নেই।
فَليَنظُرِ الإِنسٰنُ مِمَّ خُلِقَ
86:5 সুতরাং উচিত যেন মানুষ গভীর চিন্তা করে যে, কোন্ জিনিস দ্বারা (তাকে) সৃষ্টি করা হয়েছে!
خُلِقَ مِن ماءٍ دافِقٍ
86:6 লাফিয়ে পড়া পানি দ্বারা,
يَخرُجُ مِن بَينِ الصُّلبِ وَالتَّرائِبِ
86:7 যা নির্গত হয় পিঠ ও বুকের মধ্যবর্তী স্থান থেকে।
إِنَّهُ عَلىٰ رَجعِهِ لَقادِرٌ
86:8 নিশ্চয় আল্লাহ্ তাকে ফিরিয়ে দেওয়ার উপর ক্ষমতাবান।
يَومَ تُبلَى السَّرائِرُ
86:9 যেদিন গোপন কথাগুলোর যাচাই হবে।
فَما لَهُ مِن قُوَّةٍ وَلا ناصِرٍ
86:10 তখন মানুষের নিকট না কোন ক্ষমতা থাকবে, না কোন সাহায্যকারী।
وَالسَّماءِ ذاتِ الرَّجعِ
86:11 আস্মানের শপথ, যা থেকে বৃষ্টি নামে,
وَالأَرضِ ذاتِ الصَّدعِ
86:12 এবং যমীনের শপথ, যা বিদীর্ণ হয়,
إِنَّهُ لَقَولٌ فَصلٌ
86:13 নিশ্চয় ক্বোরআন একটা মীমাংসাকারী বাণী;
وَما هُوَ بِالهَزلِ
86:14 এবং কোন হাসি-ঠাট্টার কথা নয়।
إِنَّهُم يَكيدونَ كَيدًا
86:15 নিশ্চয় কাফিরগণ নিজেদের সাধ্যমত ষড়যন্ত্র চালিয়ে থাকে,
وَأَكيدُ كَيدًا
86:16 এবং আমি স্বীয় গোপন তদবীর করি।
فَمَهِّلِ الكٰفِرينَ أَمهِلهُم رُوَيدًا
86:17 সুতরাং তোমরা কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে সামান্য সুযোগ দাও।
86:1 আস্মানের শপথ, এবং রাতে আগমনকারীর;
وَما أَدرىٰكَ مَا الطّارِقُ
86:2 এবং আপনি কি কিছু জেনেছেন, সে-ই রাতে আগমনকারী কি?
النَّجمُ الثّاقِبُ
86:3 (তা হচ্ছে) অত্যন্ত উজ্জ্বল তারকা।
إِن كُلُّ نَفسٍ لَمّا عَلَيها حافِظٌ
86:4 এমন কোন আত্না নেই, যার উপর হিফাযতকারী নেই।
فَليَنظُرِ الإِنسٰنُ مِمَّ خُلِقَ
86:5 সুতরাং উচিত যেন মানুষ গভীর চিন্তা করে যে, কোন্ জিনিস দ্বারা (তাকে) সৃষ্টি করা হয়েছে!
خُلِقَ مِن ماءٍ دافِقٍ
86:6 লাফিয়ে পড়া পানি দ্বারা,
يَخرُجُ مِن بَينِ الصُّلبِ وَالتَّرائِبِ
86:7 যা নির্গত হয় পিঠ ও বুকের মধ্যবর্তী স্থান থেকে।
إِنَّهُ عَلىٰ رَجعِهِ لَقادِرٌ
86:8 নিশ্চয় আল্লাহ্ তাকে ফিরিয়ে দেওয়ার উপর ক্ষমতাবান।
يَومَ تُبلَى السَّرائِرُ
86:9 যেদিন গোপন কথাগুলোর যাচাই হবে।
فَما لَهُ مِن قُوَّةٍ وَلا ناصِرٍ
86:10 তখন মানুষের নিকট না কোন ক্ষমতা থাকবে, না কোন সাহায্যকারী।
وَالسَّماءِ ذاتِ الرَّجعِ
86:11 আস্মানের শপথ, যা থেকে বৃষ্টি নামে,
وَالأَرضِ ذاتِ الصَّدعِ
86:12 এবং যমীনের শপথ, যা বিদীর্ণ হয়,
إِنَّهُ لَقَولٌ فَصلٌ
86:13 নিশ্চয় ক্বোরআন একটা মীমাংসাকারী বাণী;
وَما هُوَ بِالهَزلِ
86:14 এবং কোন হাসি-ঠাট্টার কথা নয়।
إِنَّهُم يَكيدونَ كَيدًا
86:15 নিশ্চয় কাফিরগণ নিজেদের সাধ্যমত ষড়যন্ত্র চালিয়ে থাকে,
وَأَكيدُ كَيدًا
86:16 এবং আমি স্বীয় গোপন তদবীর করি।
فَمَهِّلِ الكٰفِرينَ أَمهِلهُم رُوَيدًا
86:17 সুতরাং তোমরা কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে সামান্য সুযোগ দাও।