Al-Quran: Kanzul Imaan
১০০.সূরা আল-আদিয়াত (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
وَالعٰدِيٰتِ ضَبحًا
100:1 শপথ ওইগুলোর, যেগুলো  দৌঁড়ে এমতাবস্থায়  যে, সেগুলোর বুক থেকে আওয়াজ বের হয়,
فَالمورِيٰتِ قَدحًا
100:2 অতঃপর পাথরসমূহ থেকে আগুন বের করে খুর মেরে,
فَالمُغيرٰتِ صُبحًا
100:3 অতঃপর প্রভাত হতেই বিধ্বস্ত করে,
فَأَثَرنَ بِهِ نَقعًا
100:4 অতঃপর ওই সময় ধূলি উড়ায়;
فَوَسَطنَ بِهِ جَمعًا
100:5 অতঃপর শত্রুর সৈন্যদলের মধ্যে প্রবেশ করে-
إِنَّ الإِنسٰنَ لِرَبِّهِ لَكَنودٌ
100:6 নিশ্চয় মানুষ স্বীয় রবের প্রতি বড় অকৃতজ্ঞ,
وَإِنَّهُ عَلىٰ ذٰلِكَ لَشَهيدٌ
100:7 এবং নিশ্চয় সে এর উপর নিজেই সাক্ষী,
وَإِنَّهُ لِحُبِّ الخَيرِ لَشَديدٌ
100:8 এবং নিশ্চয় সে সম্পদের মোহে অত্যন্ত প্রবল।
أَفَلا يَعلَمُ إِذا بُعثِرَ ما فِى القُبورِ
100:9 তুমি কি জানো না যখন উত্থিত হবে যারা কবরসমূহে রয়েছে,
وَحُصِّلَ ما فِى الصُّدورِ
100:10 এবং প্রকাশ করে দেওয়া হবে যা অন্তরসমূহে রয়েছে?
إِنَّ رَبَّهُم بِهِم يَومَئِذٍ لَخَبيرٌ
100:11 নিশ্চয় ওই দিন তাদের রব তাদের সব খবর সম্পর্কে অবহিত।
Top