আল্লামা আকবর আলী রেজভী (রহঃ)
জন্মঃ পহেলা বৈশাখ 1266 বাংলা/1280 হিজরী/1859 খ্রি:
ওফাতঃ 15 ভাদ্র 1422 বাংলা/14 যিলক্বদ,1436 হিজরী/ 30 আগস্ট, 2015খ্রি:
আলেম মাত্রই সমালোচনা ও আলোচনার।কোন আলেমের সমালোচনা করার পূর্বে তার লিখিত কিতাব পড়ে তাকে অনুধাবন করা উচিত। আল্লামা গাজী আকবর আলী রেজভী(রা) হলেন সেই ব্যাক্তি যিনি সুন্নিয়তের জন্য নিজের তাজা রক্ত ঝরিয়েছে সিলেটের জমিনে(২০০০সালে)। তিনি সেই ব্যাক্তি যাকে ওহাবীরা বস্তায় ভরে তিতাস নদীতে ফেলে দিয়েছিল। তাবলীগকে ফতওয়ার দেওয়ার পর মেরে বস্তায় ভরে খরের গাদার নিচে চাপা দেওয়া ও গাজীপুরে মাহফিলরত অবস্হায় তাবলীগের আঘাত পাওয়া ব্যাক্তি তিনি। তিনি সেই ব্যাক্তি যাকে মাথায় ১২টি আঘাত করা হয়েছিল। আল্লামা রেজভী(রা)হলেন সেই ব্যাক্তি যিনি স্বয়ং আলা হযরত(রা)এর ছাত্র ও মোস্তফা রেজা খা(রা) এর হাত ধরে বায়াত গ্রহন করেছেন।পঙ্গু অবস্থায় ১৫ বছর বাতেলের বিরোদ্ধে মাঠে ওয়াজ করা ব্যাক্তি হলেন আল্লামা গাজী আকবর আলী রেজভী(রা)। তিনি সেই ব্যাক্তি যিনি ইলিয়াস মেওয়াতিকে তৎকালীন ব্রিটিশ সেনাবাহীনির কোর্টে ভন্ড প্রমাণ করেছেন। তিনি সেই ব্যাক্তি যিনি পাকিস্তানের সেনা আদালতে বাহাসে জয়লাভ করেছিলেন,তিনি সেই ব্যাক্তি যিনার বিরোদ্ধে মার্শাল কোর্টে ২০০+মামলা হয়েছিল। তিনি সেই ব্যাক্তি যিনি বাতেলের কাছে আপোষ করেননি। তিনি সেই ব্যাক্তি যার কথা লেখে শেষ করা যাবেনা।
কৃতঃ ইকরামুল হক রনি
৩১জানুয়ারী২০১৯