ইসালে সাওয়াব বা অন্যকে আমলের সাওয়াব পাঠানো।
নামাজ, রোজা, হজ, সদকা, কোরআন তিলাওয়াত, জিকির ইত্যাদি আদায় করে অন্যকে সওয়াব পাঠানো যায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘নিজের ও সব মুমিন-মুমিনার জন্য ক্ষমা চাও।’
[সুরা : মুহাম্মদ, আয়াত : ১৯]।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হজরত ওমর ইবনুল আস (রা.)-কে তাঁর পিতার সম্পর্কে বলেন, ‘যদি তিনি মুসলমান হতেন, আর তুমি তাঁর পক্ষ থেকে গোলাম আজাদ করতে, সদকা প্রদান করতে ও হজ আদায় করতে, তাহলে তিনি সে সওয়াব পেতেন। কিন্তু তিনি মুসলমান না হয়ে মারা যাওয়ার কারণে এসব করলে তাঁর কোনো উপকার হবে না।’
[সূত্রঃ আবু দাউদ, হাদিস : ২৮৮৩]।
একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুটি সাদা-কালো রঙের বকরি কোরবানি করেছিলেন। একটি নিজের পক্ষ থেকে অন্য উম্মতের সওয়াবের উদ্দেশ্যে।
[সূত্রঃ মাজমাউজ জাওয়ায়েদ : ৪/২২]।
প্রিয় পাঠক, লক্ষ্য করুন যে, এই উম্মতের মধ্যে তৎকালীণ যারা মৃত্যুবরণ করেছিলেন তাঁরা যেরুপ শামীল রয়েছেন, আগামীতেও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর যত নরনারী উম্মত হবেন সকলের প্রতি তিনি সাওয়াব পাঠিয়ে রেখেছেন, সুবহানআল্লাহ।
কাজেই ইসালে সাওয়াব হচ্ছে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ইনশা আল্লাহ্, আবার আগামী পর্বে।
নামাজ, রোজা, হজ, সদকা, কোরআন তিলাওয়াত, জিকির ইত্যাদি আদায় করে অন্যকে সওয়াব পাঠানো যায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘নিজের ও সব মুমিন-মুমিনার জন্য ক্ষমা চাও।’
[সুরা : মুহাম্মদ, আয়াত : ১৯]।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হজরত ওমর ইবনুল আস (রা.)-কে তাঁর পিতার সম্পর্কে বলেন, ‘যদি তিনি মুসলমান হতেন, আর তুমি তাঁর পক্ষ থেকে গোলাম আজাদ করতে, সদকা প্রদান করতে ও হজ আদায় করতে, তাহলে তিনি সে সওয়াব পেতেন। কিন্তু তিনি মুসলমান না হয়ে মারা যাওয়ার কারণে এসব করলে তাঁর কোনো উপকার হবে না।’
[সূত্রঃ আবু দাউদ, হাদিস : ২৮৮৩]।
একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুটি সাদা-কালো রঙের বকরি কোরবানি করেছিলেন। একটি নিজের পক্ষ থেকে অন্য উম্মতের সওয়াবের উদ্দেশ্যে।
[সূত্রঃ মাজমাউজ জাওয়ায়েদ : ৪/২২]।
প্রিয় পাঠক, লক্ষ্য করুন যে, এই উম্মতের মধ্যে তৎকালীণ যারা মৃত্যুবরণ করেছিলেন তাঁরা যেরুপ শামীল রয়েছেন, আগামীতেও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর যত নরনারী উম্মত হবেন সকলের প্রতি তিনি সাওয়াব পাঠিয়ে রেখেছেন, সুবহানআল্লাহ।
কাজেই ইসালে সাওয়াব হচ্ছে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ইনশা আল্লাহ্, আবার আগামী পর্বে।