Al-Quran: Kanzul Imaan
১০৬.সূরা আল-ক্বোরাইশ (কাঞ্জুল ইমান)
আয়াত সংখ্যাঃ ৪
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
১০৬.সূরা আল-ক্বোরাইশ (কাঞ্জুল ইমান)
আয়াত সংখ্যাঃ ৪
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
لِإيلٰفِ قُرَيشٍ
106:1 এ জন্য যে, ক্বোরাঈশকে আকর্ষণ প্রদান করেছেন,
إۦلٰفِهِم رِحلَةَ الشِّتاءِ وَالصَّيفِ
106:2 তাদের শীতকাল ও গ্রীষ্মকাল উভয়ের সফরের মধ্যে আকর্ষণ প্রদান করেছেন।
فَليَعبُدوا رَبَّ هٰذَا البَيتِ
106:3 তাই তাদের উচিত যেন তারা এ ঘরের ইবাদত করে,
الَّذى أَطعَمَهُم مِن جوعٍ وَءامَنَهُم مِن خَوفٍ
106:4 যিনি তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় আহার দিয়েছেন এবং তাদেরকে এক বড় ভয় থেকে নিরাপত্তা দান করেছেন।
106:1 এ জন্য যে, ক্বোরাঈশকে আকর্ষণ প্রদান করেছেন,
إۦلٰفِهِم رِحلَةَ الشِّتاءِ وَالصَّيفِ
106:2 তাদের শীতকাল ও গ্রীষ্মকাল উভয়ের সফরের মধ্যে আকর্ষণ প্রদান করেছেন।
فَليَعبُدوا رَبَّ هٰذَا البَيتِ
106:3 তাই তাদের উচিত যেন তারা এ ঘরের ইবাদত করে,
الَّذى أَطعَمَهُم مِن جوعٍ وَءامَنَهُم مِن خَوفٍ
106:4 যিনি তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় আহার দিয়েছেন এবং তাদেরকে এক বড় ভয় থেকে নিরাপত্তা দান করেছেন।