দোআ: [১৩০.৫] এক হাজার সওয়াব লেখা অথবা এক হাজার পাপ মুছে ফেলা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

“তোমাদের কেউ কি প্রতিদিন এক হাজার সওয়াব অর্জন করতে অপারগ?”

তাঁর সাথীদের মধ্যে একজন প্রশ্ন করে বলল, আমাদের কেউ কী করে এক হাজার সওয়াব অর্জন করতে পারে?

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “যে ব্যক্তি ১০০ বার বলবে,

سُبْحَانَ اللّٰهِ

আল্লাহ পবিত্র-মহান।

সুবহা-নাল্লা-হ

মুসলিম ৪/২০৭৩, নং ২৬৯৮।

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) অ্যাপটি পেতেঃ http://bit.ly/DuaApp
#GreentechApps

Top