Al-Quran: Kanzul Imaan
৯৭.সূরা আল-ক্বদর (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
إِنّا أَنزَلنٰهُ فى لَيلَةِ القَدرِ
97:1 নিশ্চয় আমি সেটা ক্বদরের রাতে অবতীর্ণ করেছি;
وَما أَدرىٰكَ ما لَيلَةُ القَدرِ
97:2 এবং আপনি কি জানেন ক্বদর রাত্রি কি?
لَيلَةُ القَدرِ خَيرٌ مِن أَلفِ شَهرٍ
97:3 ক্বদরের রাত হাজার মাস থেকে উত্তম।
تَنَزَّلُ المَلٰئِكَةُ وَالرّوحُ فيها بِإِذنِ رَبِّهِم مِن كُلِّ أَمرٍ
97:4  এতে  ফিরিশ্‌তাগণ ও  জিবরাঈল  অবতীর্ণ  হয়ে  থাকে  স্বীয় রবের   আদেশে প্রত্যেক কাজের জন্য।
سَلٰمٌ هِىَ حَتّىٰ مَطلَعِ الفَجرِ
97:5 ওটা- শান্তি- ভোর উদয় হওয়া পর্যন্ত।
Top