Al-Quran: Kanzul Imaan
৯৬.সূরা আল-আলাক্ব (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
اقرَأ بِاسمِ رَبِّكَ الَّذى خَلَقَ
96:1 পড়ুন! আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন-
خَلَقَ الإِنسٰنَ مِن عَلَقٍ
96:2 মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন।
اقرَأ وَرَبُّكَ الأَكرَمُ
96:3 পড়ুন! এবং আপনার রবই সর্বাপেক্ষা বড় দাতা,
الَّذى عَلَّمَ بِالقَلَمِ
96:4 যিনি কলম দ্বারা লিখন শিক্ষা দিয়েছেন-
عَلَّمَ الإِنسٰنَ ما لَم يَعلَم
96:5 মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না।
كَلّا إِنَّ الإِنسٰنَ لَيَطغىٰ
96:6 হাঁ, হাঁ, নিশ্চয় মানুষ ঔদ্ধত্য করে,
أَن رَءاهُ استَغنىٰ
96:7 এজন্য যে, সে নিজেকে নিজে অভাবমুক্ত মনে করেছে।
إِنَّ إِلىٰ رَبِّكَ الرُّجعىٰ
96:8 নিশ্চয় তোমার রবেরই প্রতি প্রত্যাবর্তন করতে হবে।
أَرَءَيتَ الَّذى يَنهىٰ
96:9 আচ্ছা, দেখোতো, যে বাধা প্রদান করে
عَبدًا إِذا صَلّىٰ
96:10 বান্দাকে- যখন সে নামায পড়ে!
أَرَءَيتَ إِن كانَ عَلَى الهُدىٰ
96:11 আচ্ছা, দেখোতো, যদি সে হিদায়তের উপর প্রতিষ্ঠিত হতো,
أَو أَمَرَ بِالتَّقوىٰ
96:12 অথবা খোদাভীরুতার কথা বলতো, তবে কত ভালোই ছিলো!
أَرَءَيتَ إِن كَذَّبَ وَتَوَلّىٰ
96:13  আচ্ছা,  দেখোতো,  যদি  সে  অস্বীকার   করে  এবং   মুখ  ফিরিয়ে  নেয়,  তাহলে  কি  অবস্থা হবে!
أَلَم يَعلَم بِأَنَّ اللَّهَ يَرىٰ
96:14 সে কি জানে নি যে, আল্লাহ্‌ দেখছেন?
كَلّا لَئِن لَم يَنتَهِ لَنَسفَعًا بِالنّاصِيَةِ
96:15  হাঁ, হাঁ, যদি সে বিরত  না হয়, তবে নিশ্চয় আমি  (তার) কপালের চুল  ধরে টেনে আনবো।
ناصِيَةٍ كٰذِبَةٍ خاطِئَةٍ
96:16 কেমন কপাল? মিথ্যুক, গুনাহ্‌গার।
فَليَدعُ نادِيَهُ
96:17 এখন আহ্বান করুক আপন মজলিসকে!
سَنَدعُ الزَّبانِيَةَ
96:18 এখনই আমি সৈন্যদেরকে আহ্বান করছি।
كَلّا لا تُطِعهُ وَاسجُد وَاقتَرِب
96:19   হাঁ,  হাঁ, তার   কথা শুনবেন  না  এবং সাজদা করুন  আর  আমার   নিকটবর্তী  হয়ে  যান।
Top