Al-Quran: Kanzul Imaan
১১১.সূরা আল-লাহাব (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
تَبَّت يَدا أَبى لَهَبٍ وَتَبَّ
111:1 ধ্বংস হয়ে যাক আবূ লাহাবের দু’হাত এবং সে ধ্বংস হয়েই গেছে।
ما أَغنىٰ عَنهُ مالُهُ وَما كَسَبَ
111:2 তার কোন কাজে আসে নি তার সম্পদ এবং না যা সে উপার্জন করেছে।
سَيَصلىٰ نارًا ذاتَ لَهَبٍ
111:3 এখন ধ্বসে যাচ্ছে লেলিহান আগুনে-সে
وَامرَأَتُهُ حَمّالَةَ الحَطَبِ
111:4 এবং তার স্ত্রী, লাকড়ির বোঝা মাথায় বহনকারিনী,
فى جيدِها حَبلٌ مِن مَسَدٍ
111:5 তার গলায় খেজুরের বাকলের রশি।
Top