বিষয়ঃ আমল কবুলের জন্য আকিদার বিশুদ্ধতার গুরুত্ব।
✍ কৃতঃ [মাসুম বিল্লাহ সানি]
[🌎 ব্লগার, সুন্নী-বিশ্বকোষ]
___________________________
হক্ব-বাতিল সুস্পষ্টরূপে পৃথকঃ
➖➖➖➖➖➖➖➖➖
🔹"সত্য সমাগত হয়েছে, মিথ্যা অপসৃত হয়েছে। অবশ্য মিথ্যা তো অপসৃত হওয়ারই ছিল।" [78]
🔹"তোমরা হক্বকে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে-বুঝে সত্য গোপন করো না।" [79]
🔹"হেদায়েতের পথ গোমরাহী থেকে সুস্পষ্টরূপে পৃথক হয়ে গেছে।" [80]
হক্ব-বাতিলের হাক্বিকতঃ
➖➖➖➖➖➖➖➖➖
▪"এ [কুরআন] দ্বারা তিনি কাউকে বিপথগামী করেন, আবার কাউকে সঠিকপথ দেখান। শুধুমাত্র চরম অবাধ্যকারীদের কেই তিনি বিপথগামী করেন।" [81]
▪"আল্লাহ্[ﷻ] যাদেরকে বিপদগামী করেন, তাদের কোন পথপ্রদর্শক নেই। অবাধ্যতায় উৎভ্রান্তের ন্যায় তাদেরকে তিনি ছোটাছুটি করতে দেন।" [82]
আকিদাভ্রষ্টদের শেষ পরিনতি মুরতাদঃ
➖➖➖➖➖➖➖➖➖
সীমালংঘনকারীরা মাত্রা অতিক্রান্ত করে শেষ পর্যায়ে "মুরতাদের" উপর মৃত্যুবরণ করে।
মুখে যদিও ঈমানের ফুলঝুরি কিন্তু আদৌ তারা ঈমানদার নয়। [97দ্রাষ্টব্য]
🔹"যারা আল্লাহ্[ﷻ] ও রাসূল[ﷺ] এর বিরুদ্ধে দুশমনিতে লিপ্ত হয়, তাদের শাস্তি কেবল মৃত্যুদন্ড।" [83]
🔹"ইসলাম বা কুরআনের বিরুদ্ধে বিরূপ মন্তব্যকারী, রাসূলুল্লাহ[ﷺ]-কে নিয়ে কটুক্তিকারী কিংবা তাঁর শানে গোস্তাখীকারী মুরতাদ হয়ে যাবে। তাদের শাস্তি হল মৃত্যুদন্ড।" [84]
ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) এর ভবিষ্যৎবাণীঃ
➖➖➖➖➖➖➖➖➖
▪"নিশ্চয় কিয়ামতের পূর্বে অন্ধকারাচ্ছন্ন রাত্রির ন্যায়, অবিরাম বৃষ্টির ন্যায় এই ফিতনা বর্ষণ হবে। [85]
▪"তখন লোক সকালে মুমিন থাকলে, বিকালে কাফের হয়ে যাবে। আর বিকালে মুমিন থাকলে, সকালে কাফের হয়ে যাবে। একদল লোক পার্থিব স্বার্থসিদ্ধির জন্য স্বীয় দ্বীনকে বিক্রি করে দিবে।" [86]
▪"তাদের মধ্যে প্রবৃত্তিপূজা এমনভাবে অনুপ্রবেশ করবে, যেমন পাগল কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয়। যা তাদের শিরা-উপশিরা গ্রাস করে।" [87]
▪"তারা মসজিদসমুহে সমবেত হবে, অথচ তাদের মধ্যে একজনও মু'মিন থাকবে না।” [88]
বাতিল ফির্কার বৈশিষ্ট্যসমূহঃ
➖➖➖➖➖➖➖➖➖
▪"তারা সুন্দর সুন্দর কথা বলবে।” [89]
▪"কিন্তু অন্তরসমূহ হবে হিংস্র বাঘের অনুরূপ।" [90]
▪"দ্বীনচর্চায় মাত্রাতিরিক্ত করবে।” [91]
▪"ঘন ঘন মাথা মুন্ডন করবে৷" [92]
▪"দাঁড়ি ঘন করবে, পায়জামা দৃষ্টিকটুভাবে উঁচু করে পরিধান করবে।” [93]
▪"তারা হবে অল্প বয়স্ক যুবক। বিবেক-বুদ্ধিতে অপরিপক্ক এবং চরম কট্টরপন্থী।" [94]
▪"কুরআন ও হাদীস থেকে বক্তব্য উপস্থাপন করবে।" [95]
▪"তাদের সম্মুখে তােমাদের সালাত, সাওম, কুরআন তেলাওয়াত (আমলগুলোকে) তুচ্ছ মনে হবে।” [96]
▪"ঈমানের কথা বলবে অথচ ঈমানের লেশ মাত্র থাকবে না।" [97]
▪"ঈমান তাদের গলদেশের নিচে (ক্বলবে) পৌঁছাবে না।” [98]
▪"তারা দ্বীন থেকে এমনভাবে বহিষ্কৃত হবে যেমন তীর ধনুক/শিকার থেকে বেরিয়ে যায়।" [99]
▪"তারা সমগ্র সৃষ্টিজগতের মধ্যে সর্বনিকৃষ্ট।” [100]
▪"এদের সর্বশেষ দাজ্জালের সাথে মিলিত হবে।” [101]
▪"কাফেরদের উদ্দেশ্যে নাযিলকৃত আয়াতগুলাে, মুসলমানদের উপর চাপিয়ে দিবে।” [102]
▪"তারা মুসলমানদের মুশরিক বলে হত্যা করবে আর মুর্তিপূজারকদের ছেড়ে দিবে।” [103]
ক্বলবের পরিশুদ্ধিতাই ইমানের পরিপক্কতাঃ
➖➖➖➖➖➖➖➖➖
"গিরিশৃঙ্গে মানুষ তুমি, নিচে চতুষ্পদ।
পক্ক বেশে, নগ্ন হয়ে, অথর্ব তুমি বদ!
✍ [এম.বি.সানি]
🔹"বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ্র সম্মুখে হাযির না হলে সবকিছু নিষ্ফল হবে। [104]
🔹"ক্বলব পবিত্র হলে সমস্থ দেহ পবিত্র আর তা অপবিত্র হলে সমস্থ দেহ অপবিত্র হয়ে যায়।” [105]
আ'লা হযরত (রহঃ)'র দৃষ্টিতে আকিদার পরিশুদ্ধিতাঃ
➖➖➖➖➖➖➖➖➖
🔥"এটা কোন মুসলমানের বৈশিষ্ট্য নয় যে, সে ৯৯টি সিজদা করবে আল্লাহকে আর ১টি করবে মহাদেবকে। এমন আকিদাধারী কাফির। গােলাব জলে এক ফোঁটা প্রস্রাব মিশ্রিত হলে তা কি পবিত্র থাকবে? অবশ্যই নাপাক হয়ে যাবে।” [106]
পরিশেষঃ
➖➖➖
"আবিরাম আক্বাঈদের লড়াই,
ঈমান বাঁচানো বড় দায়।
মুহূর্ত্বকাল হুশ খোয়ালে,
হারাবে সব কৃষ্ণ-বিবরে (Black Hole)।"
✍ [এম.বি.সানি]
ইবাদত কবুলের পূর্বশর্ত হল আকিদার বিশুদ্ধতা। এর তাৎপর্য এই স্বল্প পরিসরে বর্ণনাতীত। রূহের জগৎ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যার বিস্তৃতি। এজন্যই আজ অবধি হক-বাতিলের যে লড়াই চলছে, কিয়ামত পর্যন্ত চলবে।
তথ্যসূত্রঃ
হক-বাতিল সুস্পষ্টঃ
➖➖➖➖➖➖➖➖➖
[78].
সূরা বনী ইসরাঈল ১৭/৮১
[79].
সূরা বাকারা ২:৪২
সূরা বাকারা ২:৪২
[80].
সূরা বাকারা ২ : ২৫৬
সূরা বাকারা ২ : ২৫৬
পথভ্রষ্টদের হাকিকতঃ
➖➖➖➖➖➖➖➖➖
[81].
[বাকারাহ ২৬]
➖➖➖➖➖➖➖➖➖
[81].
[বাকারাহ ২৬]
[82].
সূরা আরাফ, ৭:১৮৬।
এ বিষয়ে অন্যান্য আয়াতঃ
১.সূরা আর-রাদ, ১৩:৩৩।
২.সূরা বনি ইসরাঈল, ১৭:৯৭।
৩.সূরা আল-কাহাফ, ১৮:১৭।
৪. সূরা আয-যুমার, ৩৯:২৩।
৫. সূরা আয-যুমার, ৩৯:৩৬।
৬. সূরা আল-মুমিন, ৪০:৩৩।
৭. সূরা আশ-শুরা, ৪২:৪৪।
৮. সূরা আশ-শুরা, ৪২:৪৬।
সূরা আরাফ, ৭:১৮৬।
এ বিষয়ে অন্যান্য আয়াতঃ
১.সূরা আর-রাদ, ১৩:৩৩।
২.সূরা বনি ইসরাঈল, ১৭:৯৭।
৩.সূরা আল-কাহাফ, ১৮:১৭।
৪. সূরা আয-যুমার, ৩৯:২৩।
৫. সূরা আয-যুমার, ৩৯:৩৬।
৬. সূরা আল-মুমিন, ৪০:৩৩।
৭. সূরা আশ-শুরা, ৪২:৪৪।
৮. সূরা আশ-শুরা, ৪২:৪৬।
আকিদাভ্রষ্টদের শেষ পরিনতি মুরতাদঃ
➖➖➖➖➖➖➖➖➖
[83].
সূরা মায়েদা ৩৩
মুরতাদের শাস্তি মৃত্যুদন্ড। [সূরা আহযাব ৬১-৬২]
তাদের সাথে যুদ্ধের ঘোষণা। [সূরা তওবা ১১-১৩]
➖➖➖➖➖➖➖➖➖
[83].
সূরা মায়েদা ৩৩
মুরতাদের শাস্তি মৃত্যুদন্ড। [সূরা আহযাব ৬১-৬২]
তাদের সাথে যুদ্ধের ঘোষণা। [সূরা তওবা ১১-১৩]
[84].
ইমাম কাজী আয়াজ (রহঃ) রায়।
১.ইমাম কাজী আয়াজঃ আশ শিফা-২/২১১
ইমাম কাজী আয়াজ (রহঃ) রায়।
১.ইমাম কাজী আয়াজঃ আশ শিফা-২/২১১
এমনিভাবে একই মতের উপর ইমামগণের এক বিশাল জামাত ঐক্যমত পোষণ করেছেন।
👉 ইমাম মালেক বিন আনাস (রহঃ)
👉 ইমাম আবুল লাইস (রহঃ)
👉 ইমাম আহমাদ (রহঃ) ইমাম ইসহাক এ বক্তব্যের প্রবক্তা।
👉 আর এটাই ইমাম শাফেয়ী (রহঃ) এর মাজহাব।
👉 আল্লামা কাজী ইয়াজ (রহঃ)
👉 ইমাম আবু হানীফা (রহঃ) হানাফী ফুক্বাহাবৃন্দ।
👉 ইমাম সাওরী (রহঃ),
👉 আহলে কুফা ও ইমাম আওজায়ী (রহঃ)
👉 ইমাম ইবনে আবেদীন শামী (রহঃ)
👉 ইমাম তক্বীউদ্দীন সুবকী (রহঃ)
👉 ইমাম তাক্বীউদ্দীন আবুল হাসান আলী (রহঃ)
👉 আবু বকর ইবনুল মুনজির (রহঃ)
👉 ইমাম মালেক বিন আনাস (রহঃ)
👉 ইমাম আবুল লাইস (রহঃ)
👉 ইমাম আহমাদ (রহঃ) ইমাম ইসহাক এ বক্তব্যের প্রবক্তা।
👉 আর এটাই ইমাম শাফেয়ী (রহঃ) এর মাজহাব।
👉 আল্লামা কাজী ইয়াজ (রহঃ)
👉 ইমাম আবু হানীফা (রহঃ) হানাফী ফুক্বাহাবৃন্দ।
👉 ইমাম সাওরী (রহঃ),
👉 আহলে কুফা ও ইমাম আওজায়ী (রহঃ)
👉 ইমাম ইবনে আবেদীন শামী (রহঃ)
👉 ইমাম তক্বীউদ্দীন সুবকী (রহঃ)
👉 ইমাম তাক্বীউদ্দীন আবুল হাসান আলী (রহঃ)
👉 আবু বকর ইবনুল মুনজির (রহঃ)
রেফারেন্সঃ
১.ইমাম কাজী আয়াজঃ আশ শিফা-২/২১১
২.আস-সারিমুল মাসলূলঃ ১/৯
৩.আত-তাহরীর ওয়াত তানওয়ীরঃ মুয়াসসার
৪.ইমাম সুয়ুতীঃ মাহাসিনুত তাওয়ীল-৫/১৪২, সূরা তওবা ১১-১৩ এর ব্যখ্যায়
৫.সুবুলু হুদা ওয়ার রাশাদ-১২/২১,
৬.ইমাম তক্বীউদ্দীন সুবকীঃ “আসসাইফুল মাসলূল আলা মান সাব্বার রাসূল (ﷺ)"
৭.ইমাম ইবনে আবেদীন শামীঃ তাম্বীহুল ওলাত ওয়াল আহকাম
৮.ইমাম ইবনে আবেদীন শামীঃ রাসায়েলে ইবনে আবেদীন-১/৩১৬
৯.আ'লা হযরতঃ ইরশাদে আ'লা হযরত।
১০.আ'লা হযরতঃ আহলে সুন্নাত ওয়াল জামাআতের আক্বিদা।
১১.ইমাম কিরদারীঃ আল-ওয়াজীয।
১২.ইমাম ইবনে আবেদীন শামীঃ দুররে মুখতার’।
২.আস-সারিমুল মাসলূলঃ ১/৯
৩.আত-তাহরীর ওয়াত তানওয়ীরঃ মুয়াসসার
৪.ইমাম সুয়ুতীঃ মাহাসিনুত তাওয়ীল-৫/১৪২, সূরা তওবা ১১-১৩ এর ব্যখ্যায়
৫.সুবুলু হুদা ওয়ার রাশাদ-১২/২১,
৬.ইমাম তক্বীউদ্দীন সুবকীঃ “আসসাইফুল মাসলূল আলা মান সাব্বার রাসূল (ﷺ)"
৭.ইমাম ইবনে আবেদীন শামীঃ তাম্বীহুল ওলাত ওয়াল আহকাম
৮.ইমাম ইবনে আবেদীন শামীঃ রাসায়েলে ইবনে আবেদীন-১/৩১৬
৯.আ'লা হযরতঃ ইরশাদে আ'লা হযরত।
১০.আ'লা হযরতঃ আহলে সুন্নাত ওয়াল জামাআতের আক্বিদা।
১১.ইমাম কিরদারীঃ আল-ওয়াজীয।
১২.ইমাম ইবনে আবেদীন শামীঃ দুররে মুখতার’।
মুরতাদের শাস্তি মৃত্যুদন্ড। এ বিষয়ে অন্যান্য দলিলাদিঃ
i) ইহুদী ও খ্রিস্টান ধর্মে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ডঃ
══════════════
১.[বাংলা কিতাবুল মুকাদ্দাস-২৪২, তৌরাত, দ্বিতীয় বিবরণ, ১৩: ৬-১]
২.[এনসাইক্লোপেডিয়া, রিলিজিওন অধ্যায়, ইন্ডিয়া এডিশন, ৬ নং খন্ড]
i) ইহুদী ও খ্রিস্টান ধর্মে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ডঃ
══════════════
১.[বাংলা কিতাবুল মুকাদ্দাস-২৪২, তৌরাত, দ্বিতীয় বিবরণ, ১৩: ৬-১]
২.[এনসাইক্লোপেডিয়া, রিলিজিওন অধ্যায়, ইন্ডিয়া এডিশন, ৬ নং খন্ড]
ii) আল-কুরআনে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ডঃ
═══════════════
সূরা মুহাম্মাদ : ২৫-২৮
সূরা বাকারা ২ : ২১৭
═══════════════
সূরা মুহাম্মাদ : ২৫-২৮
সূরা বাকারা ২ : ২১৭
iii) আল-হাদিসে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ডঃ
═══════════════
হাদিসের সকল সূত্র সমূহঃ
👉হযরত আলী (রাঃ) সূত্রে।
👉হযরত ইকরিমা (রাঃ) সূত্রে।
👉আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) সূত্রে।
👉আবু মুসা আশআরী (রাঃ) সূত্রে।
👉হযরত উসমান (রাঃ) সূত্রে।
👉হযরত ইবনে আব্বাস (রাঃ) সূত্রে।
👉হযরত আয়শা সিদ্দিকা (রাঃ) সূত্রে।
👉হযরত জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) সূত্রে।
👉হযরত আনাস (রাঃ) সূত্রে।
👉হযরত বারা ইবনে আজেব (রাঃ) সূত্রে।
👉হযরত সাঈদ বিন আব্দুল আজীজ (রাঃ) সূত্রে।
👉হযরত আমর বিন আস (রাঃ) সূত্রে।
👉অন্যান্য হাদিস।
_________________________
A)
হযরত আলী (রাঃ) সূত্রে।
১.সুনানে আবু দাউদ, হাদীস নং-৪৩৬৪,
২.সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-১৩১৫৪
৩.হায়াতুস সাহাবা-২/৩৫১, উর্দূ।
হযরত আলী (রাঃ) সূত্রে অপর হাদিস।
১.জামেউল আহাদীস, হাদীস নং-২২৩৬৬,
২.জমউল জাওয়ামে, হাদীস নং-৫০৯৭,
৩.দায়লামী, ৩/৫৪১, হাদীস নং-৫৬৮৮,
৪.আস সারেমুল মাসলূল-৯২
═══════════════
হাদিসের সকল সূত্র সমূহঃ
👉হযরত আলী (রাঃ) সূত্রে।
👉হযরত ইকরিমা (রাঃ) সূত্রে।
👉আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) সূত্রে।
👉আবু মুসা আশআরী (রাঃ) সূত্রে।
👉হযরত উসমান (রাঃ) সূত্রে।
👉হযরত ইবনে আব্বাস (রাঃ) সূত্রে।
👉হযরত আয়শা সিদ্দিকা (রাঃ) সূত্রে।
👉হযরত জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) সূত্রে।
👉হযরত আনাস (রাঃ) সূত্রে।
👉হযরত বারা ইবনে আজেব (রাঃ) সূত্রে।
👉হযরত সাঈদ বিন আব্দুল আজীজ (রাঃ) সূত্রে।
👉হযরত আমর বিন আস (রাঃ) সূত্রে।
👉অন্যান্য হাদিস।
_________________________
A)
হযরত আলী (রাঃ) সূত্রে।
১.সুনানে আবু দাউদ, হাদীস নং-৪৩৬৪,
২.সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-১৩১৫৪
৩.হায়াতুস সাহাবা-২/৩৫১, উর্দূ।
হযরত আলী (রাঃ) সূত্রে অপর হাদিস।
১.জামেউল আহাদীস, হাদীস নং-২২৩৬৬,
২.জমউল জাওয়ামে, হাদীস নং-৫০৯৭,
৩.দায়লামী, ৩/৫৪১, হাদীস নং-৫৬৮৮,
৪.আস সারেমুল মাসলূল-৯২
B) আবু মুসা আশআরী (রাঃ) সূত্রে।
১.সুনানে আবু দাউদ : হাদীস ৪৩৫৪
২.সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-৩৫২৯
১.সুনানে আবু দাউদ : হাদীস ৪৩৫৪
২.সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-৩৫২৯
C) হযরত আনাস (রাঃ) সূত্রে।
১.সহীহ বুখারী, হাদীস নং-১৭৪৯
২.ফাতহুল বারী-২/২৪৮,
৩.আস সারেমুল মাসলূল-১৩৫
১.সহীহ বুখারী, হাদীস নং-১৭৪৯
২.ফাতহুল বারী-২/২৪৮,
৩.আস সারেমুল মাসলূল-১৩৫
D) হযরত বারা ইবনে আজেব (রাঃ) সূত্রে।
(সহীহ বুখারী, হাদীস নং-৩৮১৩)
(সহীহ বুখারী, হাদীস নং-৩৮১৩)
E) হযরত ইকরিমা (রাঃ) সূত্রে অপর হাদিস।
(আল বিদায়া ওয়ান নিহায়া-৫/৩৬৩)
(আল বিদায়া ওয়ান নিহায়া-৫/৩৬৩)
F) হযরত সাঈদ বিন আব্দুল আজীজ (রাঃ) সূত্রে।
১.সুনানে দারা কুতনী, হাদীস নং-১১০,
২.সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-১৬৬৪৯
১.সুনানে দারা কুতনী, হাদীস নং-১১০,
২.সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-১৬৬৪৯
ফিত্না সম্পর্কে রাসূলের (ﷺ) ভবিষ্যৎবাণী।
➖➖➖➖➖➖➖➖
85.
(i)
১.হযরত ইবনে মাসউদ (রাঃ) সূত্রে।
[নুয়াইম বিন হাম্মাদঃ আল ফিতানঃ হাদিস ১২১]
২.হযরত হুযাইফা ইবনুল ইয়ামান (রাঃ) সূত্রে।
[নুয়াইম বিন হাম্মাদঃ আল-ফিতানঃ হাদিস ৪]
৩.হযরত মুজাহিদ (রঃ) সূত্রে।
[নুয়াইম বিন হাম্মাদঃ আল-ফিতানঃ হাদিস ১৩]
৪.হযরত আবু মুসা আশআরী (রাঃ) সূত্রে।
[নুয়াইম বিন হাম্মাদঃ আল-ফিতানঃ হাদিস ১২ ]
৫.হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) সূত্রে। [নুয়াইম বিন হাম্মাদঃ আল-ফিতানঃ হাদিস ১৪ ]
৬.হযরত ইবনে আব্বাস (রাঃ) সূত্রে।
[আত-তাবরানী, খন্ড : ১১, পৃষ্ঠা : ৫৮]
➖➖➖➖➖➖➖➖
85.
(i)
১.হযরত ইবনে মাসউদ (রাঃ) সূত্রে।
[নুয়াইম বিন হাম্মাদঃ আল ফিতানঃ হাদিস ১২১]
২.হযরত হুযাইফা ইবনুল ইয়ামান (রাঃ) সূত্রে।
[নুয়াইম বিন হাম্মাদঃ আল-ফিতানঃ হাদিস ৪]
৩.হযরত মুজাহিদ (রঃ) সূত্রে।
[নুয়াইম বিন হাম্মাদঃ আল-ফিতানঃ হাদিস ১৩]
৪.হযরত আবু মুসা আশআরী (রাঃ) সূত্রে।
[নুয়াইম বিন হাম্মাদঃ আল-ফিতানঃ হাদিস ১২ ]
৫.হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) সূত্রে। [নুয়াইম বিন হাম্মাদঃ আল-ফিতানঃ হাদিস ১৪ ]
৬.হযরত ইবনে আব্বাস (রাঃ) সূত্রে।
[আত-তাবরানী, খন্ড : ১১, পৃষ্ঠা : ৫৮]
(ii)
ইমাম নুয়াইম বিন হাম্মাদঃ আল-ফিতানঃ
১.আবু তামীম জায়শানী (রাঃ) সূত্রে।
[হাদিস ২৪]
২.কায়েস ইবনে আবু হোসেন (রাঃ) সূত্রে।
[হাদিস ২১]
হযরত উসামা ইবনে যায়েদ (রাঃ) সূত্রে।
[হাদিস ২৫]
ইমাম নুয়াইম বিন হাম্মাদঃ আল-ফিতানঃ
১.আবু তামীম জায়শানী (রাঃ) সূত্রে।
[হাদিস ২৪]
২.কায়েস ইবনে আবু হোসেন (রাঃ) সূত্রে।
[হাদিস ২১]
হযরত উসামা ইবনে যায়েদ (রাঃ) সূত্রে।
[হাদিস ২৫]
86.
ইমাম নুয়াইম বিন হাম্মাদঃ আল-ফিতানঃ
১.হযরত মুজাহিদ (রহঃ) সূত্রে।
[ হাদিস ১৩ ]
২.হযরত আবু মুসা আশআরী (রাঃ) সূত্রে।
[ হাদিস ১২ ]
৩.হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) সূত্রে।
[ হাদিস ১৪ ]
৪.হযরত ইবনে আব্বাস (রাঃ) সূত্রে।
[ইমাম তাবরানীঃ আত-তাবরানী
খন্ড : ১১, পৃষ্ঠা : ৫৮]
ইমাম নুয়াইম বিন হাম্মাদঃ আল-ফিতানঃ
১.হযরত মুজাহিদ (রহঃ) সূত্রে।
[ হাদিস ১৩ ]
২.হযরত আবু মুসা আশআরী (রাঃ) সূত্রে।
[ হাদিস ১২ ]
৩.হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) সূত্রে।
[ হাদিস ১৪ ]
৪.হযরত ইবনে আব্বাস (রাঃ) সূত্রে।
[ইমাম তাবরানীঃ আত-তাবরানী
খন্ড : ১১, পৃষ্ঠা : ৫৮]
87.
হযরত মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান (রাঃ) সূত্রে।
১.খতিব তিবরিযি, মিশকাতুল মাসাবিহ, ১/৬১পূ, কিতাবুল ই'তিসাম বিস্-সুন্নাহ, হাদিস নং. ১৬২,
২.মুসনাদে আহমদ,আবু দাউদ, আস-সুনান, ৪/১৯৮পৃ. কিতাবুস-সুন্নাহ, হাদিস, ৪৫৯৭
হযরত মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান (রাঃ) সূত্রে।
১.খতিব তিবরিযি, মিশকাতুল মাসাবিহ, ১/৬১পূ, কিতাবুল ই'তিসাম বিস্-সুন্নাহ, হাদিস নং. ১৬২,
২.মুসনাদে আহমদ,আবু দাউদ, আস-সুনান, ৪/১৯৮পৃ. কিতাবুস-সুন্নাহ, হাদিস, ৪৫৯৭
88.
হযরত আবদুল্লাহ বিন আমর (রাঃ) সূত্রে।
১. ইবনে আবু শায়বাহ : আল-মুসান্নাফ, ৬/১৬৩, হাদিস : ৩০৩৫৫, ৭/৫০৫, হাদিস : ৩৭৫৮৬।
২. হাকেম : আল-মুসতাদরক, ৪/৪৮৯, হাদিস : ৮৩৬৫
৩. দায়লামীঃ আল-ফেরদৌস বি মা’সুরিল খিতাব, ৫/৪৪১, হাদিস : ৮০৮৬
৪. আবুল মাহাসিনঃ মু'তাসিরুল মুখতাসার, ২/২৬৬
৫. ফিরয়াবীঃ সিফাতুল মুনাফিক ২/৩ হাদিস : ১০৮, ১১০।
হযরত আবদুল্লাহ বিন আমর (রাঃ) সূত্রে।
১. ইবনে আবু শায়বাহ : আল-মুসান্নাফ, ৬/১৬৩, হাদিস : ৩০৩৫৫, ৭/৫০৫, হাদিস : ৩৭৫৮৬।
২. হাকেম : আল-মুসতাদরক, ৪/৪৮৯, হাদিস : ৮৩৬৫
৩. দায়লামীঃ আল-ফেরদৌস বি মা’সুরিল খিতাব, ৫/৪৪১, হাদিস : ৮০৮৬
৪. আবুল মাহাসিনঃ মু'তাসিরুল মুখতাসার, ২/২৬৬
৫. ফিরয়াবীঃ সিফাতুল মুনাফিক ২/৩ হাদিস : ১০৮, ১১০।
বাতিল ফির্কার বৈশিষ্ট্যসমূহঃ
➖➖➖➖➖➖➖➖
89.
১. বুখারী : আস্ সহীহ, ৬/২৫৩৯, হাদিস : ৬৫৩১।
২. মুসলিম : আস্ সহীহ, ২/৭৪৬, হাদিস ১০৬৬।
৩. তাবারানী : আল মুজামুল আওসাত, ৬/১৮৬, হাদিস : ৬১৪২।
➖➖➖➖➖➖➖➖
89.
১. বুখারী : আস্ সহীহ, ৬/২৫৩৯, হাদিস : ৬৫৩১।
২. মুসলিম : আস্ সহীহ, ২/৭৪৬, হাদিস ১০৬৬।
৩. তাবারানী : আল মুজামুল আওসাত, ৬/১৮৬, হাদিস : ৬১৪২।
90.
হযরত আবু হুরায়রা (রাঃ) সূত্রে।
১. তিরমিযী : আস-সুনান, কিতাবুয যুহুদ, (৩৭) ৩৬ ৪/৬০৪, হাদিস : ২৪০৪, ২৪০৫
২. ইবনে আবু শায়বাহ : আল-মুসান্নাফ, ৭/২৩৫, হাদিস : ৩৫৬২৪ ৯
৩. বায়হাকী : অবুিল ঈমান, ৫/৩৬২, হাদিস : ৬৯৫৬৩
৪. তাবরানী : আল-মু'জামুল আওসাত, ৮/৩৭৯
৫. ইবনুল মুবারক : কিতাবুয যুহুদ, ১/১৭, হাদিস : ৫০
৬. দায়লমী : আল-ফেরদৌস বি মা’সুরিল খিতাব, ৫/৫১০, হাদিস : ৮৯১৯
৭. মুনযিরী আত-তারগীব ওয়াত তারহীব, ১/৩২, হাদিস : ৪১
৮. ইবনে হান্নাদ : কিতাবুয যুহুদ, ২/৪৩৭, হাদিস : ৮৬০
হযরত আবু হুরায়রা (রাঃ) সূত্রে।
১. তিরমিযী : আস-সুনান, কিতাবুয যুহুদ, (৩৭) ৩৬ ৪/৬০৪, হাদিস : ২৪০৪, ২৪০৫
২. ইবনে আবু শায়বাহ : আল-মুসান্নাফ, ৭/২৩৫, হাদিস : ৩৫৬২৪ ৯
৩. বায়হাকী : অবুিল ঈমান, ৫/৩৬২, হাদিস : ৬৯৫৬৩
৪. তাবরানী : আল-মু'জামুল আওসাত, ৮/৩৭৯
৫. ইবনুল মুবারক : কিতাবুয যুহুদ, ১/১৭, হাদিস : ৫০
৬. দায়লমী : আল-ফেরদৌস বি মা’সুরিল খিতাব, ৫/৫১০, হাদিস : ৮৯১৯
৭. মুনযিরী আত-তারগীব ওয়াত তারহীব, ১/৩২, হাদিস : ৪১
৮. ইবনে হান্নাদ : কিতাবুয যুহুদ, ২/৪৩৭, হাদিস : ৮৬০
91.
১. আবু ইয়ালা : আল মুসনাদ, ১/৯০, হাদিস : ৯০।
২. আবদুর রাযযাক : আল মুসান্নাফ,১০/১৫৫, ১৮৬৭৩।
১. আবু ইয়ালা : আল মুসনাদ, ১/৯০, হাদিস : ৯০।
২. আবদুর রাযযাক : আল মুসান্নাফ,১০/১৫৫, ১৮৬৭৩।
92.
[সহীহ বোখারীঃ খন্ড-২ : পৃ- ৬২৪।]
[সহীহ বোখারীঃ খন্ড-২ : পৃ- ৬২৪।]
93.
১. বুখারী : আস্ সহীহ, ৪/১৫৮১, হাদিস : ৪০৯৪।
২. মুসলিম : আস্ সহীহ, ২/৭৪২, হাদিস ১০৬৪।
১. বুখারী : আস্ সহীহ, ৪/১৫৮১, হাদিস : ৪০৯৪।
২. মুসলিম : আস্ সহীহ, ২/৭৪২, হাদিস ১০৬৪।
94.
১. বুখারী : আস্ সহীহ, ৬/২৫৩৯, হাদিস : ৬৫৩১।
২. মুসলিম : আস্ সহীহ, ২/৭৪৬, হাদিস : ১০৬৬।
৩. আহমদ ইবনে হাম্বল : আল মুসনাদ, ৫/৩৬, ৪৪।
৪. হাকেম : আল মুসতাদরাক, হাদিস : ২৬৪৫।
৫. ইবনে আবী আসেম : আস সুন্নাহ, ২/৪৫৬, হাদিস : ৯৩৭|
৬. আবদুল্লাহ ইবনে আহমদ : আস সুন্নাহ, ২/৬৩৭, হাদিস : ১৫১৯
৭. বায়হাকী : আল সুনানুল কুবরা, ৮/১৮৭।
১. বুখারী : আস্ সহীহ, ৬/২৫৩৯, হাদিস : ৬৫৩১।
২. মুসলিম : আস্ সহীহ, ২/৭৪৬, হাদিস : ১০৬৬।
৩. আহমদ ইবনে হাম্বল : আল মুসনাদ, ৫/৩৬, ৪৪।
৪. হাকেম : আল মুসতাদরাক, হাদিস : ২৬৪৫।
৫. ইবনে আবী আসেম : আস সুন্নাহ, ২/৪৫৬, হাদিস : ৯৩৭|
৬. আবদুল্লাহ ইবনে আহমদ : আস সুন্নাহ, ২/৬৩৭, হাদিস : ১৫১৯
৭. বায়হাকী : আল সুনানুল কুবরা, ৮/১৮৭।
95.
সহীহ আল বুখারী, হাদীস নং-৩৪১৫
সহীহ আল বুখারী, হাদীস নং-৩৪১৫
96.
১. বুখারী : আস্ সহীহ, ৬/২৫৩৯, হাদিস : ৬৫৩১।
২. মুসলিম : আস্ সহীহ, ২/৭৪৬, হাদিস ১০৬৬।
১. বুখারী : আস্ সহীহ, ৬/২৫৩৯, হাদিস : ৬৫৩১।
২. মুসলিম : আস্ সহীহ, ২/৭৪৬, হাদিস ১০৬৬।
97.
সহীহ আল বুখারী, হাদীস নং-৩৪১৫
সহীহ আল বুখারী, হাদীস নং-৩৪১৫
98.
১. বুখারী : আস্ সহীহ, ৬/২৫৩৯, হাদিস : ৬৫৩১।
২. মুসলিম : আস্ সহীহ, ২/৭৪৬, হাদিস : ১০৬৬।
৩. আহমদ ইবনে হাম্বল : আল মুসনাদ, ৫/৩৬, ৪৪।
৪. হাকেম : আল মুসতাদরাক, হাদিস : ২৬৪৫।
৫. ইবনে আবী আসেম : আস সুন্নাহ, ২/৪৫৬, হাদিস : ৯৩৭|
৬. আবদুল্লাহ ইবনে আহমদ : আস সুন্নাহ, ২/৬৩৭, হাদিস : ১৫১৯
৭. বায়হাকী : আল সুনানুল কুবরা, ৮/১৮৭।
১. বুখারী : আস্ সহীহ, ৬/২৫৩৯, হাদিস : ৬৫৩১।
২. মুসলিম : আস্ সহীহ, ২/৭৪৬, হাদিস : ১০৬৬।
৩. আহমদ ইবনে হাম্বল : আল মুসনাদ, ৫/৩৬, ৪৪।
৪. হাকেম : আল মুসতাদরাক, হাদিস : ২৬৪৫।
৫. ইবনে আবী আসেম : আস সুন্নাহ, ২/৪৫৬, হাদিস : ৯৩৭|
৬. আবদুল্লাহ ইবনে আহমদ : আস সুন্নাহ, ২/৬৩৭, হাদিস : ১৫১৯
৭. বায়হাকী : আল সুনানুল কুবরা, ৮/১৮৭।
99.
১. বুখারী : আস্ সহীহ, ৬/২৫৩৯, হাদিস : ৬৫৩১।
২. মুসলিম : আস্ সহীহ, ২/৭৪৬, হাদিস : ১০৬৬।
১. বুখারী : আস্ সহীহ, ৬/২৫৩৯, হাদিস : ৬৫৩১।
২. মুসলিম : আস্ সহীহ, ২/৭৪৬, হাদিস : ১০৬৬।
100.
মুসলিম : আস্ সহীহ, ২/৭৫০, হাদিস : ১০৬৭।
মুসলিম : আস্ সহীহ, ২/৭৫০, হাদিস : ১০৬৭।
101.
নাসায়ী : আস্ সুনান, কিতাবু তাহরীমি দম, বাবু মান শাহারা সাইফাহু সুম্মা... ৭/১১৯, হাদিস : ৪১০৩।
নাসায়ী : আস্ সুনান, কিতাবু তাহরীমি দম, বাবু মান শাহারা সাইফাহু সুম্মা... ৭/১১৯, হাদিস : ৪১০৩।
102.
বুখারী : আস্ সহীহ, ৬/২৫৩৯।
বুখারী : আস্ সহীহ, ৬/২৫৩৯।
103.
হযরত ইবনে উমর (রাঃ) সূত্রে।
১. তাফসীরে ইবনে কাসীর, সুরা- আ’রাফ, আয়াত নং- ১৭৫।
২. বুখারী : আস্ সহীহ, কিতাবুত তাওহীদ, বাবু কাওলিল্লাহি তাআলা: তুয়াররিজুল মালায়িকাতি, ৬/২৭০২, হাদিস : ৬৯৯৫।
৩. মুসলিম : আস্ সহীহ, ২/৭৪১, হাদিস ১০৬৪।
৪. সুনানে আবু দাউদ, হাদীস নং-৪৭৬৬
হযরত ইবনে উমর (রাঃ) সূত্রে।
১. তাফসীরে ইবনে কাসীর, সুরা- আ’রাফ, আয়াত নং- ১৭৫।
২. বুখারী : আস্ সহীহ, কিতাবুত তাওহীদ, বাবু কাওলিল্লাহি তাআলা: তুয়াররিজুল মালায়িকাতি, ৬/২৭০২, হাদিস : ৬৯৯৫।
৩. মুসলিম : আস্ সহীহ, ২/৭৪১, হাদিস ১০৬৪।
৪. সুনানে আবু দাউদ, হাদীস নং-৪৭৬৬
ক্বলবের পরিশুদ্ধিতাই ইমানের পরিপক্কতাঃ
➖➖➖➖➖➖➖➖➖
104.
[সূরা শুয়ারা ৮৮-৮৯]
➖➖➖➖➖➖➖➖➖
104.
[সূরা শুয়ারা ৮৮-৮৯]
105.
হযরত নুমান ইবনে বাশির (রা.) সূত্রে বর্ণিত।
১.সহীহ বুখারী, ১ম খন্ড, ১৩ পৃ: হাদিস নং ৫২;
২.সহীহ মুসলীম, ২য় খন্ড, ২৮ পৃ: হাদিস নং ১৫৯৯;
৩.মুসনাদে আহমদ, ৪র্থ খন্ড, ২৭০ পৃ:, হাদিস নং ১৮৩৭৪;
৪.মিশকাত, ২৪১ পৃ: হাদিস নং ২৭৬২;
৫.সুনানে ইবনে মাজাহ, কিতাবুল ফিতানে, হাদিস নং ৩৯৮৪;
৬.তাবারানী : মুজামুল কবীর, হাদিস নং ৫৩;
৭.বায়হাক্বী : শুয়াইবুল ঈমান, ১ম খন্ড, ৪১৩ পৃ: হাদিস নং ৫৩৫৬;
৮.দারেমী শরিফ, ২য় খন্ড, ৩১৯ পৃ: হাদিস নং ২৫৭৩;
৯.ইমাম সুলতান মোল্লা আলী কারীঃ মিরকাত শরহে মিশকাত, ৬ষ্ঠ খন্ড, ৯ পৃ:
হযরত নুমান ইবনে বাশির (রা.) সূত্রে বর্ণিত।
১.সহীহ বুখারী, ১ম খন্ড, ১৩ পৃ: হাদিস নং ৫২;
২.সহীহ মুসলীম, ২য় খন্ড, ২৮ পৃ: হাদিস নং ১৫৯৯;
৩.মুসনাদে আহমদ, ৪র্থ খন্ড, ২৭০ পৃ:, হাদিস নং ১৮৩৭৪;
৪.মিশকাত, ২৪১ পৃ: হাদিস নং ২৭৬২;
৫.সুনানে ইবনে মাজাহ, কিতাবুল ফিতানে, হাদিস নং ৩৯৮৪;
৬.তাবারানী : মুজামুল কবীর, হাদিস নং ৫৩;
৭.বায়হাক্বী : শুয়াইবুল ঈমান, ১ম খন্ড, ৪১৩ পৃ: হাদিস নং ৫৩৫৬;
৮.দারেমী শরিফ, ২য় খন্ড, ৩১৯ পৃ: হাদিস নং ২৫৭৩;
৯.ইমাম সুলতান মোল্লা আলী কারীঃ মিরকাত শরহে মিশকাত, ৬ষ্ঠ খন্ড, ৯ পৃ:
আ'লা হযরতের দৃষ্টিতে আকিদার পরিশুদ্ধিতাঃ
➖➖➖➖➖➖➖➖➖
106.আ'লা হযরত (রহঃ) : ইরশাদে আ'লা হযরত (বঙ্গানুবাদ)
➖➖➖➖➖➖➖➖➖
106.আ'লা হযরত (রহঃ) : ইরশাদে আ'লা হযরত (বঙ্গানুবাদ)