বিষয়ঃ আমল কবুলের জন্য আকিদার বিশুদ্ধতার গুরুত্ব।
✍ কৃতঃ [মাসুম বিল্লাহ সানি]
[🌎 ব্লগার, সুন্নী-বিশ্বকোষ]
___________________________


আল্লাহ্ (ﷻ) সম্পর্কিত আক্বিদাঃ
➖➖➖➖➖➖➖➖➖
▪ আল্লাহ্[ﷻ] স্থান, দিক [44] গতি, কাল, স্থিতি এবং যাবতীয় দুর্ঘটনা [45] সকল প্রকার দোষ-ত্রুটি [46] আকার-আকৃতি [47] রং-গন্ধ হতে পবিত্র। [48] 
▪ তিনি[ﷻ] কোন সৃষ্টির অনুরূপ নন, সৃষ্টির কোন কিছুই তাঁর অনুরূপ নয়।” [49] সৃষ্টির সাথে তাঁর তুলনাকারী কাফির।[50] 
▪ তিনি[ﷻ] কোনো নির্দিষ্ট স্থানে নন।’’ [51]
তিনি সর্বস্থানে আছেন এই ধারণা রাখাও কুফর।’’ [52] এটা মুতাযিলা ও কাদারিয়াদের আক্বিদা।” [53]
▪ আল্লাহর[ﷻ] জ্ঞান সর্বত্র উপস্থিত। [54] 
▪ সৃষ্টিকুল তাঁকে পরিবেষ্টন করতে অক্ষম বরং প্রত্যেক বস্তুই তাঁর পরিবেষ্টনে।” [55]

নবীগণ ও অলীগণ সম্পর্কে আক্বিদাঃ
➖➖➖➖➖➖➖➖➖
🔸 আল্লাহ্[ﷻ] নবীগণ [আলাইহিমুস সালাম] কে ইলমে গায়েব দান করেছেন। [56]
🔸 নবীগণ সকলেই পুরুষ ছিলেন। [57] 
🔸 তাঁরা ওহীর অনুসারী ছিলেন। [58]
🔸 নবুয়ত কভু বিলুপ্ত হয় না। [59] 
🔸 তাঁরা নিষ্পাপ [60] কিন্তু অলীগণের জন্য নিষ্পাপ হওয়া জরুরি নয়। [61]
🔸 সমস্ত নবীগণ তাঁদের কবরে জীবিত, তাঁরা সেখানে রিজিকপ্রাপ্ত ও সালাত আদায় করেন। [62]
🔸 এমনকি অলীগণও জিবীত। [63]
🔸 একজন নবীর মর্যাদা সমস্ত অলীগণ থেকেও উর্ধ্বে। [64]

রাসূলুল্লাহ (ﷺ) সম্পর্কিত আক্বিদাঃ
➖➖➖➖➖➖➖➖➖
▪ রাসূলুল্লাহ[ﷺ] আদম (আঃ) এর পূর্বেই সৃষ্ট এবং তখনও তিনি নবী ছিলেন। [65] 
▪ রাসূলুল্লাহ[ﷺ] সমগ্র সৃষ্টিকুলের নবী, [66] তাঁদের সত্যায়নকারী [67] সর্দার [68]
▪ তিনি[ﷺ] সমবেতকারী, পুনরুত্থিত প্রথম মানব। [69]
▪ তিনি[ﷺ] নবুওয়াতের পরিসমাপ্তকারী। [70] 
▪ রাসূলুল্লাহ[ﷺ] নিরক্ষর নন, তাঁর শিক্ষক স্বয়ং আল্লাহ। [71]
▪ তাঁর শাফায়াত ফাসিকদের জন্য। [72] অতঃপর মুমিনগণ করবেন। [73]
▪ তিনি[ﷺ] বেনজীর, বেমিসাল। [74] 

"লামইয়াতি নাযীরুকা ফী নাযারিন,
মিছলে তো না শোদ পয়দা জানা!"
✍ [আ'লা হযরত রহঃ]

▪ সর্বপ্রথম আল্লাহর[ﷻ] নূর থেকে নূরে মুহাম্মাদী[ﷺ] সৃষ্ট। [75]
▪ মিলাদুন্নবী[ﷺ] উদযাপন হারাম নয় বরং সুন্নাহ। [76]
▪ রাসূলুল্লাহ[ﷺ] এর উসীলায় সমগ্র বিশ্ব-ভ্রাম্যান্ড সৃষ্টি। তিনি না হলে কিছুই সৃষ্টি হত না। [77]

"সৃষ্টিকূলের উৎসমূলের তিনিই উপাদান,
এক হতে আধিক্যে তিনি বেষ্টিত সমান।"
✍ [আলা হযরত রহঃ]





তথ্যসূত্রঃ



আল্লাহ পাক সম্পর্কিত আক্বিদা।
➖➖➖➖➖➖➖➖➖
[44].
১.ইমাম জুরজানী, শরহুল মাওয়াকিফ, ২/৫১-৫২পৃ.,
২.সাফর বিন আবদুর রাহমান আল-হাওলী, মিনহাজুল আশাইরাহ, ৭৯পৃ.।
৩.ইমাম ইবনে জারীর আত্-তবারীঃ তফসীরে তাবারী : ৬/২১০ পৃ
৪.শায়খ আহমাদ বিন উমর মাসআদ হাযামী তার شَرْحِ كِتَابُ الْتَوْحِيْد কিতাবের ৫৩/৮ পৃষ্ঠায়।
[45].
১.মুসামের, ৩১পৃ.
২.মাসায়েরা, ৩৯৩ পৃ.
৩.বাহারে শরীয়ত প্রথম খণ্ড।
[46].
১. ইমাম ফখরুদ্দিন রাযী : তাফসীরে কাবীর : ১৩/১২৫পৃ.।
২. ইমাম রাজী, তাফসীরে কাবির : ১৮৫২১পৃ.।
৩. ইমাম বায়যাভী, তাফসীরে বায়যাভী, ২৮৮পৃ.।
৪. আল্লামা শরবীনী, তাফসীরে সিরাজুম মুনীর: পৃ. ৭০।
৫. ইমাম খাজিন : তাফসীরে লুবাবুত তা'ভীল: ১/৪২১পৃ.
৬. ইমাম আবুস সাউদ: তাফসীরে আবিস সাউদ: ২/২১২পৃ.
৭. মোল্লা মুঈন উদ্দিন কাশেফী : তাফসীরে হুসাইনী: ১/.১২৭
৮. ইমাম নাসাফী, তাহলীরে মাদারিক, সূরা নিসা, আয়াত ৮৭
[47].
১.ইমাম বায়হাকী, কিতাবুল আসমা ওয়াল সিফাত, ২/৬৬পৃ. হাদিস ও ৬৪১।
২.ইমাম বায়হাকী, কিতাবুল আসমা ওয়াল সিফাত, ২/৬০পৃ.।
৩.ইমাম নববী, শরহে সহীহ মুসলিম, ১৫/২৫পৃ.
[48].
৩.ইমাম কামালুদ্দীন ইবনুল হুমাম, আল-মুসাইরাত, ২১৮পৃ।
৪.ইমাম মাতুরীদি, তাফসীরে মাতুরীদি, ১/১৩৫পৃ।
৫.ইমাম বায়হাকী, কিতাবুল আসমা ওয়াল সিফাত, ২/৬৬পূ, হাদিস : ৬৪১।
[49].
১.সুরা আশ-শুরা, আয়াত, ১১
২. ইমাম মাতুরীদি, তাফসীরে মাতুরীদি, ৮/২৬৭পৃ.
৩. ইমাম কুরতুবী, তাফসীরে কুরতুবী, ১৬৮পৃ.।
৪. ইবনে কাসির, তাফসীরে ইবনে কাসির, ৩/৪
৫. ইমাম আবু হানিফা, আল-ফিকহুল আকবার, ১৪ পৃ.।
৬. দায়লামী, আল-ফিরদাউস, ২/২৫৪পৃ. হাদিস ৩১৮৩ ।
৭. তাহবী, আকিদাতুত তাহাভী, ৪১ পৃ, আকিদা নং ৩৪।
[50].
১.তাহাবী, আকিদাতুত তাহাবী, ৪১ পৃ, আকিদা নং ৩৪।
২.ইবনে কাসির, তাফসীরে ইবনে কাসির, ৩/৪
[51].
ইমাম ইবনে জারীর আত্-তবারীঃ তফসীরে তাবারী : ৬/২১০ প
[52].
১.মুফতি আহমদ ইয়ার খান, জ্বা'আল হক, ১/১৫৩পৃ. (উর্দূ)
২.শায়খ আহমাদ বিন উমর মাসআদ হাযামীঃ شَرْحِ كِتَابُ الْتَوْحِيْد কিতাবের ৫৩/৮ পৃঃ।
[53].
ইমাম মাতুরিদী, শরহুল ফিকহুল আকবার, ১৯পৃ
[54].
১ . ইমাম তাবারী, জামিউল বায়ান ফী তা'ভীলিল কুরআন, ২২/৪ ৬৮পৃ.।
২. ইমাম সুয়ুতি, আদ-দুররুল মানছুর, ৮/৭৯পৃ.।
৩. ইমাম বায়হাকী, আল-ই'তিকাদ, ১১৪ পৃ.।
৪. ইমাম লালকায়ী, ই'তিকাদে আহলে সুন্নাহ, ৩/৪ ০১পৃ.।
[55].
১.সূরা ফুস্সিলাত, আয়াত ৫৪
২.ইমাম তাহাবী, আকিদাতুল তাহাবী ৫৬, ক্রমিক ৫১।
══════════════
তথ্যসূত্রঃ নবীগণ ও অলীগণ সম্পর্কে আক্বিদা।
➖➖➖➖➖➖➖➖➖
[56].
১.সূরা জ্বীন ২৬,২৭
২.সুরা নিসা ১১৩,
৩.সুরা আল-ইমরান-১৭৯,
৪.সুরা তাকবীর ২৪
[57].
১.সূরা জ্বীন, শরহে আকায়েদ, ২৯পৃ.
২. ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসির, ৪/৩৬২পৃ.।
[58].
তামহিদ, ১২৬পৃ.
[59].
আরবাঈন, ৩২৯পৃ.
[60].
১.আরবাঈন, ৩২৯পৃ.
২.উসূলে বাযদবী, ১৬৭পৃ.
৩. সূরা হিজর, আয়াত ৩৯-৪০
৪. সুরা ইউসুফ, আয়াত.৫৩
৫. মোল্লা জিওন, তাফসীরে আহমদিয়া, ২১২,
৬. মোল্লা জিওঁন, তাফসীরে আহমদিয়া ২১৩
৭. ইসমাঈল হাক্কী, তাফসীরে রুহুল বায়ান, ৮/৩৪৭পৃ.।
৮.ইসমাঈল হাক্কী, তাফসীরে রুহুল বায়ান, ৫/৩৫৮পৃ. ও ৮/৭৫পৃ.প্রাগুক্ত,
৯.মুত্তাকী হিন্দী, কানযুল উম্মাল, ১২/৪৮৭পৃ : হাদিস : ৩৫৫৯৮
১০. মুফতি ইয়াঁর খান নঈমী ‘জা'আল হক : ২য় খণ্ডের (বাংলা) ২৮৬-৩১৪পৃষ্ঠা।
[61].
১.আ'লা হযরতঃ আহলুস সুন্নাত ওয়াল জামাআত এর আক্বিদা।
২.শরহে আক্বাইদে নাসাফী
৩.আকিদাতুত তাহাবী
[62].
A.
সূত্রঃ হযরত আবু দারদা (রাদ্বিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত।
১. ইবনে মাজাহ্ঃ কিতাবুল জানাযা, খন্ড- ১/৫২৪পৃ, হাদিস: ১৬৩৬,
২. ইবনে মাজাহ্ঃ কিতাবুল জানাযা, খন্ড- ১/৫২৪পৃ, হাদিস: ১৬৩৭
৩. ইবনে মাজাহ্ঃ ইকামাতুস সালাহ ওয়াস সুন্নাহ ফিহা : অধ্যায় ৭৯, ১/৩৪৫, হা- ১০৮৫
৪. মুনজারীঃ আত্ তারগীব ওয়াত তারহীব, খন্ড- ২/২২৮পৃ, হাদিস: ২৫৮২;
৫. ইবনে কাসীরঃ তাফসীরু কুরআনিল আযীম, খন্ড- ৩/৫১৫পৃ, খন্ড- ৪/৪৯৩পৃ;
৬. মুনাবীঃ ফয়যুল কদীর, খন্ড- ২/৮২পৃ;
৭. আযুলুনীঃ কাশফুল খিফা, খন্ড- ১/১৯০পৃ, হাদিস: ৫০১
৮. সুনানুস সাগীর লিল বায়হাকী, হাদীস নং-৪৬৯,
৯. আল মুজামুল আওসাত, হাদীস নং-৪৭৮০,
১০. সুনানে দারেমী, হাদীস নং-১৫৭২,
১১. মুসনাদুল বাজ্জার, হাদীস নং-৩৪৮৫,
১২. মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-৫৭৫৯
১৩. আবু দাউদ : আস সুনান, কিতাবুস সালাত : ১:২৭৫, হাদিস ১০৪৭
১৪. নাসাঈ : আস সুনান, অধ্যায় : জুমুয়া ৩:৯২
১৫. ইমাম আহমদ বিন হাম্বল : আল মুসনাদ (৪:৮)
১৬. ইমাম ইবনে হিব্বান : আস সহীহ : (৩:১৯১, হাদিস ৯১০)
১৭. ইবনে খুজায়মাহ : আস সহীহ : (৩:১১৮, হাদিস ১৭৩৩)
১৮. ইমাম হাকিম : আল মুস্তাদরাক (১:২৭৮)
১৯. ইমাম তাবারানী : আল মুজমাউল কবীর  (১:২১৭, হাদিস ৫৮৯)
২০. বায়হাকী : আস সুনান আল কুবরা : (৩:২৪৯).
B.
সূত্রঃ হযরত আউস ইবনে আউস (রাদ্বিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত।
১. আবূ দাউদ: আস্ সুনান, কিতাবুস সালাত, ১/২৭৫, হা-১০৪৭ এবং কিতাবুস সালাত, ২/৮৮, হা-১৫৩১;
২. নাসাঈ: আস্ সুনান, কিতাবুল সালাহ : অধ্যায়: জুমু'আ, ৩/৯১, হা-১৩৭৪;
এবং আস্ সুনানুল কুবরা, ১/৫১৯, হা-১৬৬৬;
৩.ইবনু মাজাহ্: আস্ সুনান, কিতাবু ইকামাতিস সালাত, ১/৩৪৫, হা-১০৮৫;
৪.দারেমী: আস্ সুনান, বই : জুমা, অধ্যায় : ফি ফদ্বল ইয়াওমাল জুমা ১/৪৪৫, হা-১৫৭২;
৫.আহমদ ইবনে হাম্বল: আল মুসনাদ, ৪/৮, হা-১৬২০৭; ২৬/৮৪, হা- ১৬১৬২
৬.ইবনে আবি শায়বাহ্: আল মুসান্নাফ, আস-সালাহ ২/২৫৩, হা-৭৬৯৭, ৬/৪০, হা- ৮৭৮৯
৭.ইবনে খুজায়মা: আস্ সহীহ, ৩/১১৮, হা-১৭৩৩-১৭৩৪;
৮.ইবনে হিব্বান: আস্ সহীহ, বই : আর-রাকাইক, অধ্যায় : আদিয়্যাহ : ৩/১৯০, হা-৯১০;
৯.হাকেম: আল মুসতাদরাক, ১/৪১৩, হা-১০২৯;
১০.বাযযার: আল মুসনাদ, ৮/৪১১, হা-৩৪৮৫
১১.তাবরানী: আল মু'জামুল আওসাত, ৫/৯৭, হা-৪৭৮০;
১২.তাবরানী: মু'জামুল কবীর, ১/২৬১, হা-৫৮৯;
১৩.বায়হাকী: আস্ সুনানুস সগীর, ১/৩৭১, হা-৬৩৪;
১৪.বায়হাকী: আস্ সুনানুল কুবরা, ৩/২৪৮, হা-৫৭৮৯; Or, অধ্যায় : আল- জুমুয়া : ৩/৩৫৩, হা-৫৯৯৩
১৫.বায়হাকী: শু'আবুল ঈমান, ৩/১০৯, হা-৩০২৯; Or অধ্যায় : ফাজাইলুস সালাতুন্নবী (ﷺ) ৪/৪৩২, হা-২৭৬৮
১৬. যাহদ্বামী: ফাদ্বলুস্ সালাতি আলান্ নবী, হা-২২;
১৭.ওয়াদীয়াশী: তুহফাতুল মুহতাজ, ১/৫২৪, হা-৬৬১;
১৮.আসকালানী: ফাতহুল বারী, ১১/৩৭০;
১৯.আযলূনী: কাশফুল খিফা, ১/১৯০, হা-৫০১;
২০.ইবনে কাসীর, তাফসীরিল কুরআনিল আযীম, ৩/৫১৫ সুরা আল-আহজাব ৫৬
C.
সূত্রঃ হযরত আনাস ইবনে মালিক (রাদ্বিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত।
১. আবু ইয়ালা(২১০-৩০৮ হি.): আল মুসনাদ, খন্ড ৬/১৪৭ পৃ, হাদিস: ৩৪২৫;
২. ইবনে আদী(২৭৭-৩৮৫হি.):আল কামেল, ২/৩২৭, হাদিস: ৪৬০;
৩. বায়হাকী : হায়াতুল আম্বিয়া, ৩ পৃ
৪. দায়লামী(৪৪৫-৫০৯হি.): মুসনাদুল ফিরদাউস, ১/১১৯, হাদিস: ৪০৩;
৫. আস্কালানী(৭৭৩-৮৫২হি.): ফতহুল বারী, ৬/৪৮৭,
৬. লিসানুল মিযান, ২/১৭৫, ২৪৬, হাদিস: ৭৮৭, ১০৩৪;
৭. হায়ছামী(৭৩৫-৮০৭হি.): মাজমাউয যাওয়ায়েদ, ৮/২১১;
৮. সুয়ূতী(৮৪৯-৯১১): শরহু আলা সুনানিন নাসায়ী, ৪/১১০;
৯. ইমাম সুয়ূতী : আনবা আল আজকিয়া (৫)
১০. সহীহ কুনুযুস সুন্নাতির নববিয়্যাহ, হাদীসনং-২২
১০. আযীমাবাদীঃ আওনুল মা'বুদ, ৬/১৯, (তিনি বলেন, এ বিষয়ে আমি 'আল ইনতিবাহিল আযকিরা বি হায়াতি আম্বিয়া' নামে পুস্তক রচনা করেছি।)
১১. মানাভী(৯৫২-১০৩১হি.): ফয়যূল কাদীর শরহে জামেউস সগীর;
১২. শাওকানী(জন্ম-১২৫৫হি.): নায়লুল আওতার, ৫/১৭৮;
১৩. যুরকানী(১০৫৫-১১২২হি.): শরহু আল মুয়াত্তায়ে লিল ইমামিল মালেক, ৪/৩৫৭]
১৪. ইমাম হায়তামী : মাজমাউল যাওয়ায়িদ : ৮ম খন্ড, ৩৮৭ পৃ, অধ্যায় : জিকরুল আম্বিয়া, হাদিস ১৩৮১২
ইমাম হায়তামী বলেন, ইমাম আবু ইয়ালা এবং ইমাম বাজ্জার এ হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন।
১৫. আলবানী : সিলসিলাতুল আহাদিসুস সহীহাহ, ২য় খন্ড, ১৮৭ পৃ, হাদিস ৬২১
[63].
১.সূরা বাকারা ১৫৪,
২.সূরা আল-ইমরান ১৬৯
৩.আল্লামা মোল্লা আলী ক্বারী : মেরকাত চতুর্থ খন্ড, পৃ- ১০১ হাদিস নং-১৬৩২
[64].
১.আ'লা হযরতঃ আহলুস সুন্নাত ওয়াল জামাআত এর আক্বিদা।
২.শরহে আক্বাইদে নাসাফী
৩.আকিদাতুত তাহাবী
══════════════════
তথ্যসূত্রঃ রাসূলুল্লাহ (ﷺ) সম্পর্কিত আক্বিদাঃ
➖➖➖➖➖➖➖➖➖
[65].
রাসূল (ﷺ) আদম (আঃ) এর পূর্বেই সৃষ্ট এবং তখনও নবী ছিলেন।
হযরত আল-ইরবাদ্ব ইবনে সারিয়া (রাঃ) সূত্রে।
১.সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৬৪০৪,
২.মুসনাদে আহমাদ, হাদীস নং-১৭১৬৩,
৩.মুসনাদুল বাজ্জার, হাদীস নং-৪১৯৯,
৪.মুসনাদুশ শামীন, হাদীস নং-১৪৫৫,
৫.শুয়াবুল ঈমান, হাদীস নং-৩২২২,
৬.মিশকাতুল মাসাবিহ, হাদীস নং-৫৭৫৯,
৭.আল মু’জামুল কাবীর, হাদীস নং-৬৩১
৮.ইমাম হাকিমঃ আল-মুস্তাদরাক এ এই হাদিসটিকে "সহিহ" বলেছেন।
[66].
আবু হুরায়রা (রাঃ) সূত্রে।
[সহিহ মুসলিম, খন্ড ৪, হাদীস নং- ১০৬২]
[67].
১. বাক্বারাহ ২/৪১, ৯১, ৯৭;
২. আল ইমরান ৩/৩, ৫০;
৩. নিসা ৪/৪৭;
৪. মায়েদাহ ৫/৪৮;
৫. ফাত্বির ৩৫/৩১;
৬ আহক্বাফ ৪৬/৩০।
[68].
হযরত জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) সূত্রে।
[সুনানে দারিমীঃ হাদিস # 50]
[69].
তিনি সমবেতকারী, পুনরুত্থিত প্রথম মানব।
═══════
A)
হযরত জুবাইর ইবনুল মুতয়িম (রাঃ) সূত্রে।
১. সহিহ মুসলিমঃ ৪:১৮২৮, কিতাবুল ফাজায়েল, হাঃ ২৩৫৪
২. সহিহ বুখারীঃ ৩:১২৯৯, কিতাবুল মানাকিব, হাঃ ৩৩৩৯
৩. সহিহ তিরমিযীঃ ৫:১৩৫, কিতাবুল আদব, হাঃ ২৮৪০
৪. ইবনে আবী শায়বাঃ আল মুসান্নাফ, ৬:৩১১, হাঃ ৩১৬৯১
৫. নাসাঈ, ইমাম মালেক, ইমাম আহমদ, আবু দাউদ, তায়ালসী, ইবনে সা'দ, তাবরানী, ইমাম বায়হাকী, ইমাম আবু নাঈম প্রমুখ ইমামগন এই হাদিসটি বর্ননা করেছেন।
B)
হযরত আবু বকর (রাঃ) সূত্রে।
[সহিহ বুখারী : খন্ড 4, অধ্যায় 56, হাদিস 732]
C)
হযরত ইবনে আব্বাস (রাঃ) সূত্রে।
১. ইমাম তবরানীঃ , মও'জমা আস সগীর হাদিস # 152
26.
২. বুখারী ও মুসলিমঃ কিতাব - উল - ফাজায়েল , বাব: আসমাউন-নবী,
৩. তিরমিযীঃ কিতাব-উল-আদব, বাব: আসমাউন নবী ',
৪. মুয়াত্তায়ে ইমাম মালেকঃ কিতাবু আসমাউন নবী
৫. আল মুস্তাদ্রাক হাকিমঃ কিতাব-উত-তারিখ, বাব: আসমা-উন-নবী।
D)
হযরত ইবনে আব্বাস (রাঃ) সূত্রে।
১. আ'লা হযরতঃ খতমে নবুয়াতঃ ৩২ পৃষ্ঠা।
২. ইবনে আসাকির।
[70].
(I) আল-কুরআনে খতমে নবুয়াতঃ
_________________________
১. সূরা আহজাব ৩৩:৪০
২. সূরা ছাফ ৬১/৬
৩. আল ইমরান ৩/৮১
৪. আ‘রাফ ৭/১৫৭
(II) হাদিসে পাকে খতমে নবুয়াতঃ
_________________________
বর্ণিত হাদিসের সূত্রসমূহঃ
👉 হযরত আবু হুরায়রা (রাঃ)
👉 হযরত আনাস বিন মালেক (রাঃ)
👉 হযরত সা'দ (রাঃ)
👉 হযরত উকবা ইবনে আমির (রাঃ)
👉 হযরত ইবনে আব্বাস (রাঃ)
👉 হযরত জুবাইর ইবনুল মুতয়িম (রাঃ) 
👉 হযরত ছাওবান (রাঃ)
👉 হযরত জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ)
👉 হযরত আবদুল্লাহ ইবনে উমর (রাঃ)
👉 হযরত আবু যর (রাঃ)
👉 হযরত ইসমাঈল (রাঃ)
👉 হযরত কাতাদা (রাঃ)
👉 হযরত আয়েশা (রাঃ)
👉 হযরত আবু উমামা বাহেলী (রাঃ)
👉 হযরত ইবনে মাসউদ আমের শা'বী (রাঃ)
__________________
বর্ণিত সূত্র ও রেফারেন্সঃ
হযরত আবু হুরায়রা (রাঃ) সূত্রে।
হযরত আনাস বিন মালেক (রাঃ) সূত্রে।
হযরত সা'দ (রাঃ) সূত্রে।
◾হযরত সা'দ (রাঃ) সূত্রে।
"আমার পরে কোন নবী নেই।”
১. সহিহ বুখারীঃ ৪:১৬০২, কিতাবুল মাগাযীঃ হাদিস নং ৪১৫৪
২. সহিহ বুখারীঃ ৩:১৩৫৯, কিতাবুল মানাকিব,হাঃ ৩৫০৩
৩. সহিহ মুসলিমঃ ৪:১৮৭০, কিতাবু ফাজায়িলুস সাহাবাঃ হাদীস নং ২৪০৪
৪. ইমাম আবু দাউদ , ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মুহাম্মাদ ইসহাক এটা বর্ননা করেছেন।
৫. সহিহ তিরমিযীঃ ৫:৬৪০, আবওয়াবুল মানাকিব, হাদিসঃ ৩৭৩০, ৩৭৩১
৬. ইবনে মাজাহঃ ১:৪২,৪৫, আল-মুকাদ্দামাহ, হাঃ ১১৫, ১২১
৭. মুসনাদে আহমদ বিন হাম্বলঃ ১:১৭০, ১৭৩, ১৭৫, ১৭৭, ১৭৯, ১৮২, ১৮৪, ১৮৫, ৩৩০
৮. মুসনাদে আহমদ বিন হাম্বলঃ ৩: ৩২, ৩৩৮
৯. মুসনাদে আহমদ বিন হাম্বলঃ ৬:৩৬৯, ৪৩৮
১০. তাবারানীঃ আল মুজমাউল কবীরঃ ১: ১৪৬,১৪৮, হাদিসঃ ৩২৮, ৩৩৩
═══════
[71].
═══════
A)
আল্লামা ইসমাঈল হাক্কীঃ তাফসীরে রূহুল বায়ান : ৬/৬১০ পৃ.
এ বিষয়ে অন্যান্য প্রমাণের দলিলঃ
১. মোল্লা আলী ক্বারীঃ শরহে কাসীদায়ে বুরাদা ও ১১০ পৃ.
২. সূরা আর-রহমান, আয়াত ১-৪
৩. মোল্লা মুঈন কাশেফী : তাফসীরে হুসাইনী ও সূরা : ইউসুফ, আয়াতঃ ১১১
৪. ইমাম খাযিনঃ তাফসীরে খাযিন : ৪/২০৮ পৃ.
B)
হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) সূত্রে।
১.খতিব তিবরিয়ী : মিশকাতুল মাসাবিহঃ কিতাবুল ইলাম : ১/৮৫পূ, হাদিস ২৫৭।
২.দারেমী, আসুসুনান, ১/৩৬ পূ, হাদিস, ৩৬১।
৩.সুয়ূতী, জামেউস সগীর, হাদিস : ৪২৪২।
৪.আব্দুল্লাহ ইবনে মোবারক, আয-যহুদ, ১/৪৮৮পূ, হাদিস : ১৩৮৮।
৫.আবু দাউদ তায়লসী, আল-মুসনাদ,৪/১১পু, হাদিস ২৩৬৫।
৬.ইবনে ওয়াহহাব, আল-মুসনাদ।
৭.আলবানী, সিলসিলাতুল আহাদিসুদ্-দ্বঈফাহ, ১/৬৭পৃ.হাদিস ১১।
৮.ইবনে মাজাহ, আস্-সুনান, ১/৮৩, হাদিস, ২২৯।
৯.হারিস, আল-মুসনাদ, ১/১৮৫পৃ, হাদিস, ৪০।
১০.বাযযার, ৬/৪ ২৮, হাদিস, ২৪৫৮।
১১.তাবরানী, মু'জামুল কাবীর, ১৩/৫১, হাদিস ১২৫, ও ১৪/৯৪ পূ, হাদিস ৭০৯।
১২.বায়হাকী, আল-মাদখাল, ১/৩০৬পৃ. হাদিস, ৪৬২।
১৩.বাগাভী, শরহে সুন্নাহ, ১/২৭৫পৃ. হাদিস, ১২৮।
_______________________________
[72].
আবু দাউদ, আস্-সুনান, ৪/২৩৬পৃ. হাদিস : ৪৭৩৯। (মান : সহিহ)
[73].
হযরত উসমান (রাঃ) হতে বর্ণিত (মানঃ হাসান)
১.ইমাম ইবনে মাজাহ : আস-সুনান : ২/১৪৪৩ পূ, হাদিস : ৪৩১৩,
২.ইমাম জালালুদ্দীন সুয়তী : জামেউস-সগীর : ২/৭১৪ পূ, হাদিস : ১০০১১,
৩.আযলুনী : কাশফুল খাফা ; ২/৩৬৫ পৃ. হাদিস :৩২৫৯।
[74].
রাসূল (ﷺ) বেনজীর, বেমিসাল।
সহীহ বুখারীঃ হাদিস নং : 3.182
সহীহ বুখারীঃ হাদিস নং : 3.183
সহীহ বুখারীঃ হাদিস নং : 3.184
সহীহ বুখারীঃ হাদিস নং : 3.185
সহীহ বুখারীঃ হাদিস নং : 3.187
সহীহ বুখারীঃ হাদিস নং : 3.188
সহীহ বুখারীঃ হাদিস নং : 9 : 348
সহীহ বুখারীঃ হাদিস নং : 9 : 347
══════════
[75].
নূরনবী ﷺ
═══════════
A)
হযরত জাবির (রাঃ) সূত্রে।
[হে জাবির সর্বপ্রথম আল্লাহ পাক তাঁর স্বীয় নূর থেকে আমার নূর সৃষ্টি করেছেন]
১. ইমাম আব্দুর রাজ্জাকঃ মুছান্নাফে আব্দুর রাজ্জাকঃ যুযউল মাফকুদ, ৬৩ পৃ:।
২. আল্লামা ইবনুল হাজঃ আল মাদখাল, ১ম খন্ড, ৩২ পৃ:।
৩. ইমাম কুস্তালানীঃ মাওয়াহেবুল্লাদুন্নিয়া, ১ম খন্ড, ৭১ পৃ:
৪. ইমাম কাস্তালানীঃ শারহে বুখারী
৫. ইমাম যুরকানীঃ শরহে মাওয়াহেব লিয যুরকানী, ১ম খন্ড, ৮৯ পৃ:।
৬. শাহ ওয়ালী উল্লাহ মােহাদ্দিসে দেহলবীঃ তাফহিমাতে ইলাহিয়্যা, ১৯।
৭. মাওলানা আশরাফ আলী থানভীঃ নশরুত্তিব, ৫ পৃ:।
৮. আল্লামা নুরউদ্দিন হালাভী রঃ ছিরাতে হালাভিয়া, ১ম খন্ড, ৪৭ পৃ:।
৯. আল্লামা মাহমুদ আলুসী আগদাদীঃ তাফছিরে রুহুল মায়ানী, ১ম জিঃ ৯০ পৃ:।
১০. ইমাম আলুনী রঃ কাশফুল খাফা, ১ম খন্ড, ২৩৭ পৃ:।
১১. আব্দুল হাই লাখনভীঃ আছারুল মরফুয়া, ৪২-৪৩ পৃ:।
১২. মােল্লা আলী কারীঃ আল মাউরিদুর রাভী, ২২ পৃ:।
১৩. ইবনে হাজার হায়তামী মক্কীঃ ফাওয়ায়ে হাদিছিয়া, ৪৪।
১৪. ইমাম ছিয়তী (রঃ) : আলহাবী লিল যাওয়া, ১ম খন্ড, ৩৮৪ পৃ:।
১৫. আল্লামা নববী রঃ আদ দুরারুল বাহিয়্যাহ, ৪-৮।
১৬. ইমাম ইয়াদরুসি (রহঃ) : তারিখ আন নূর আস সাফিরঃ ১/৮ পৃ
১৭. ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (রহঃ) : মাদারিজুন নবুওয়াতঃ ২য় খন্ড, ১৩ পৃ। তিনি বলেন, "এই হাদিস বিশুদ্ধ এবং সহিহ।
১৮. ইমাম ইবনে আবেদীন শামী (রহঃ) এর পুত্র ইমাম আহমদ শামী (রহঃ) : ইমাম ইবনে হাজর হাইতামী (রহঃ) এর আন'মাতুল কুবরার কিতাবের কবিতার ব্যখ্যায়ঃ পৃষ্ট ২।
১৯. ইমাম নাবহানী (রহঃ) : জওয়াহিরুল বিহার : ৩য় খন্ড : পৃ ৩৫৪
২০. ইমাম বায়হাকীঃ দালায়েলুন নবুওয়াত ১৩/৬৩
২১. মাতালেউল মাসাররাত ২৬৫ পৃ
২২. হাদ্বীকায়ে নদীয়া ২/৩৭৫
২৩. দাইলামী শরীফ ২/১৯১
২৪. মাকতুবাত শরীফ ৩ খন্ড ১০০ নং
২৫. মোল্লা আলী কারীঃ মওজুয়াতুল কবীর ৮৩ পৃ
২৬. ইনছানুল উয়ুন ১/২৯
২৭. নূরে মুহম্মদী ৪৭ পৃ
২৮. আল আনোয়ার ফি মাওলিদিন নবী ৫ পৃ
২৯. আফদ্বালুল ক্বোরা
৩০. ইমাম আব্দুর রহমান ছাফুরীঃ নুজহাতুল মাজালিস ১ খন্ড
৩১. দুররুল মুনাজ্জাম ৩২ পৃ
৩২. আনোয়ারে মুহম্মদীয়া ১/৭৮
৩৩. আল মাওয়ারিদে রাবী ফী মাওলীদিন নবী ৪০ পৃষ্ঠা ।
৩৪. তাওয়ারীখে মুহম্মদ
৩৫. আনফাসে রহীমিয়া
৩৬. মা’ য়ারিফে মুহম্মদী
৩৭. মজমুয়ায়ে ফতোয়া ২/২৬০
৩৮. আপকা মাসায়েল আওর উনকা হাল ৩/৮৩
৩৯. শিহাবুছ ছাকিব ৫০
৪০. মুনছিবে ইছমত ১৬ পৃ
৪১. রেসালায়ে নূর ২ পৃ
৪২. হাদীয়াতুল মাহদী ৫৬পৃ
৪৩. দেওবন্দী আজিজুল হক অনুবাদ কৃত বুখারী শরীফ ৫/৩
75.
B)
"আমি আমার আম্মাজানের স্বপ্নে দেখা সেই নূর।"
[উক্ত হাদিসের সুত্রসমূহঃ
১. হযরত কা'ব আল আহবার (রাঃ)
২. হযরত আব্দুর রহমান বিন আউফ (রাঃ) এর মাতা শিফা বিনতে আমর ইবনে আউফ (রাঃ)
৩. হযরত ইরবাদ ইবনে সারিয়া (রাঃ)
৪. হযরত মু'য়াজ বিন জাবাল (রাঃ)
৫. হযরত আবু উমামা (রাঃ)
৬. হযরত উসমান ইবনে আবিল আস (রাঃ)
৭. হযরত ইবনে আব্বাস (রাঃ)
৮. হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব (রাঃ)
৯. হযরত ইকরামা (রাঃ)]
উক্ত হাদিসের রেফারেন্সঃ
-----------------------
১.ইমাম তাবারী : তফসীরে তাবারী : খ ১ : প ৫৫৬
২.ইমাম তাবারী : তারিখুল উমাম ওয়াল মুলুক : খ ১ : প ৪৫৮
৩.ইমাম কুরতুবী : তফসীরে কুরতুবী : খ ২ : প ১৩১
৪.ইমাম ইবনে কাসীর : তফসীরে ইবনে কাসীর : খ ৪ : প ৩৬০
[76].
মিলাদুন্নবী (ﷺ) উদযাপন হারাম নয় বরং সুন্নাহ।
═══════════
A)
১.সুরা ইউনুস, আয়াত, ৫৮।
২. সুয়ূতী, তাফসীরে দুররুল মানসূর, ৪/৩৬৭পৃ।
৩. সুয়ূতী, তাফসীরে দুররুল মানসূর, ৪/৩৬৭.।
৪.ইমাম আলুসী, তাফসীরে রুহুল মায়ানী, ১১/১৮৩পৃ.।
৫.ইমাম তিরমিজী, মাজমাউল বায়ান, ৫/১৭৭-১৭৮পৃ.।
৬.হাইয়্যান, তাফসীরে বাহারে মুহিত, ৫/১৭১।
৭.ইমাম জওজী, তাফসীরে যাদুল মাইসীর, ৪/৪০পৃ.।
B)
কাফির আবু লাহাবের সোমবার দিন আযাব হালকা হওয়া সম্পর্কিত বর্ণনা।
১.সহিহ বুখারী : ২৬৪৪, ২৬৪৫, ২৬৪৬, ৩১০৫, ৪৭৯৬, ৫০৯৯, ৫১০০, ৫১০১, ৫১০৩, ৫১০৬, ৫১০৭, ৫১২৪, ৫১৩৩, ৫২৩৯, ৫৩৭২, ৬১৫৬
২.ইমাম আহমদ : মুসনাদে আহমদ : হাদিস ২৫৯৫৩ উক্ত শিরোনামে لو كانت تحل لي لما تزوجتها قد أرضعتني وأباها ثويبة مولاة بني هاشم فلا تعرضن علي أخواتكن ولا بناتكن
পুনরায় হাদিস ২৬৮৬৫, মতন :
ابنة أخي من الرضاعة وأرضعتني وأبا سلمة  ثويبة فلا تعرضن علي بناتكن ولا أخواتكن
৩.ইমাম নাসাঈ : আস সুনানুল কুবরা : হাদিস ৫৩৯৪, ৫৩৯৫
৪.ইমাম নাসাঈ : আস সুনান আস-সুগরা : হাদিস ৩২৮৪, ৩২৮৫, ৩২৮৬, ৩২৮৭
৫.ইবনে মাজাহ : হাদিস ১৯৩৯ শিরোনাম
( ابنة أخي من الرضاعة أرضعتني وأباها ثويبة فلا تعرضن علي أخواتكن ولا بناتكن)
৬. মুসলিম : হাদিস ২৬৩৪, ২৬৩৫
৭. সহিহ ইবনে হিব্বান : ৪১১০, ৪১১১ হাদিসের মতন :
  إن زينب تحرم علي وإنها في حجري وأرضعتني وإياها ثويبة فلا تعرضن علي بناتكن ولا أخواتكن ولا عماتكن ولا خالاتكن ولا أمهاتكن
اطراف الحدیث
৮.ইমাম বায়হাকী : সুনান আল কুবরা : বিবাহ অধ্যায়
৯.জামেউল হাদিস : মাসানিদুস সাহাবা : হাদিস ৪৩৫৪৫
১০.ইমাম বাগবি : শরহুস সুন্নাহ : ৯ম খন্ড : ৭৫ পৃ
১১.ইমাম হিন্দি : কাঞ্জুল উম্মাল : ৬ খন্ড, হাদিস ১৫৭২৫
১২.মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ৭ম খন্ড, হাদিস ১৩৫৪৬
১৩.ইমাম আঈনী : উমদাতুল কারী শরহে বুখারী : ১৪ খন্ড, পৃ ৪৫
১৪.ইমাম ইবনে কাসীর : সিরাত আন নববিয়্যাহ : ১ম খন্ড , পৃ ২২৪
১৫.শরহে যুরকানী, ১ম খন্ড, ২৬১ পৃ
১৬.সুবলুল হুয়া ওয়ার রশদ : ১ম খন্ড, ৩৬৭ পৃ
১৭.ইবনে হাজর আসকালানী : ফতহুল বারী : ৭ম জিলদের ১২৫
১৮.ইবনুল কাইয়্যুম : তোহফাতুল মাওদুদ বি আহকাম আল মাওলুদ, ১৯ পৃ
১৯.ইবনে আব্দুল ওহাব, মুখতাসার সিরাতুর রাসূল, মাওলিদুন্নবী।]
২০. ইমাম কুস্তালানীঃ মাওয়াহিবে লাদুনিয়া ১ম জিল্দ, ২৭ পৃঃ।
২১. ইমাম জুরকানীঃ জুরকানী ১ম জিল্দ ১৩৭ পৃঃ।
২২. ইমাম ইবনে হাজর আসকালানী : ফতহুল বারী শরহে বুখারী ৯ম খন্ড ১১৮ পৃষ্ঠা
২৩. ইমাম বদরুদ্দীন আঈনী : ওমদাতুল ক্বারী লি শরহে বুখারী ২০ খন্ড ৯৫ পৃষ্ঠা !
২৪. ইমাম কাস্তালানী : মাওয়াহেবুল লাদুননিয়াহ ১ম খন্ড !
২৫. শরহুয যারকানী ১ম খন্ড ২৬০ পৃষ্ঠা !
═════
[77]. যার উসীলায় জগৎ সৃজন।
═════
👉হযরত আলী (রাঃ) সূত্রে।
👉হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) সূত্রে।
👉হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) এর সূত্রে ও অন্যান্য সূত্রে।
যার উসীলায় জগৎ সৃজন।
A.
হযরত আলী (রাঃ) সূত্রে।
১. ইমাম বুরহানুদ্দীন হালবী : সিরাতে হালবিয়াঃ ১/৩৭৫ পৃ.
২. আল্লামা ফকীহ খতিব আবু রবীঈ : আল মুখতাসার : ১/১১৫
৩. আল্লামা ইবনে হাজর হায়সামী : শরহে শামায়েল : ১/১১৫
৪. আল্লামা শায়খ ইউসূফ বিন ইসমাঈল নাবহানী : যাওয়াহিরুল বিহার : ২/১১৫ পৃ:
৫. আল্লামা বুরহান উদ্দিন হালবী : ইনসানুল উয়ূন : ১/৩৭৫ পৃ:
৬. শিফাউস সুদূর
B.
হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) সূত্রে।
(মানঃ সহিহ)
১. ইমাম বায়হাকী (রহঃ) : দালায়েলুন-নবুওয়াত : ৫/৪৮৯ পৃ
২. ইমাম হাকেম নিশাপুরী (রহঃ) : মুসতাদরাকে হাকেম : ২/৪৮৬ পৃ : হাদিস : ৪২২৮
৩. ইমাম হাকেম নিশাপুরী (রহঃ) : আল মাদখাল : ১/১৫৪
৪. ইমাম তাবরানী (রহঃ) : আল মুজামুল আওসাত : ৬/৩১৩ : হাদীস নং-৬৫০২
৫. ইমাম তাবরানী (রহঃ) : আল মুজামুস সগীর : ২/১৮২ : হাদীস নং-৯৯২,
৬. ইমাম তাবরানী (রহঃ) : মুজমায়ে কবীর’
৭. ইমাম দায়লামী (রহঃ) : আল মুসনাদিল ফেরদাউস : ৫/২২৭
৮. ইমাম আজলুনী (রহঃ) : কাশফুল কাফা : ১/৪৬ ও ২/২১৪
৯. ইমাম আবূ নুয়াইম ইস্পাহানী (রহঃ) : ‘হিলইয়াতুল আউলিয়া।
১০. ইমাম তকিউদ্দীন সুবকী (রহঃ) : শিফাউস সিকাম, পৃ-১২০
১১. ইমাম ইবনে আসাকির (রহঃ) :  ‘তারিখে দামিষ্ক’: ৭/৪৩৭ পৃ
১২. ইমাম ইবনুল জাওজী (রহঃ) : আল ওয়াফা বি আহওয়ালিল মোস্তফা (ﷺ) : ৩৩
১৩. ইমাম ইবনুল জাওজী (রহঃ) : বয়ানুল মীলাদুন্নবী (ﷺ) : ১৫৮
১৪. ইমাম ইবনে কাসীর (রহঃ) : আল বিদায়া ওয়ান নেহায়া : ১/১৮ পৃ
১৫. ইবনে হাজর হায়সামী (রহঃ) : মাযমাউজ যাওয়ায়েদ : ৮/২৫৩
১৬. শিহাবউদ্দীন খাফাজী (রহঃ) : ‘নাসীম আর-রিয়াদ’
১৭. ইমাম সুয়ুতী (রহঃ) : খাসায়েসুল কুবরা : ১/১২ : হাদিস ১২
১৮. ইমাম সুয়ুতী (রহঃ) : আদ দুররে মানসুর : ১/১৪২
১৯. আল্লামা কাসতাল্লানী (রহঃ) : আল মাওয়াহেবুল লাদুনিয়্যাহ : ১/ ৮২ ও ২/৫২৫
২০. ইমাম যুরকানী (রহঃ) : শরহে মাওয়াহিব : ১/১৭২
২১. ইমাম হালাবী (রহঃ) : সীরাতে হালাবিয়্যাহ : ১/৩৫৫
২২. মুহাদ্দিসে শাহ আব্দুল আজিজ দেহলভী (রহঃ) : তফসীরে আজিযী : ১/১৮৩
২৩. ইমাম নাবহানী (রহঃ) : শাওয়াহিদুল হক : ১৩৭
২৪. ইমাম নাবহানী (রহঃ) : আনোয়ার-ই-মোহাম্মাদীয়া : ৯-১০
২৫. ইমাম নাবহানী (রহঃ) : জাওয়াহিরুল বিহার : ২/১১৪
২৬. ইমাম নাবহানী (রহঃ) : হুজ্জাতুল্লাহি আলাল আলামিন : ৩১ পৃ ও ৭৯৫ পৃ
(মাকতুবাত এ তাওফিক হিয়্যাহ, কাহেরা,মিশর)
২৭. ইমাম তকী উদ্দীন (রহঃ) : দাফউ শুবহাহঃ ১/৭২
২৮. ইমাম সামহুদী (রহঃ) : ওয়াফাউল ওয়াফাঃ২/৪১৯
২৯. ইবনু তাইমিয়্যাহঃ মাজমাউল ফাতাওয়াঃ২/১৫৯
৩০. ইমাম ইবনু কাসীর (রহঃ) : আস সীরাতুন নাবাওইয়্যাহ- ১/১৯৫
৩১. ইমাম সুলতান মোল্লা আলী কারী (রহঃ) : আল আসরারুল মারফুআহ- ১/২৯৫
৩২. আল্লামা শফী উকারবী (রহঃ) : যিকরে হাসীন : ৩৭
৩৩. আশরাফ আলী থানবীঃ নুশরাত্বীব ২৮
৩৪. আশরাফ আলী থানবী : শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুন্নবী (ﷺ) : প্রথম অধ্যায়।
৩৫. ফাযায়েলে আমাল, ৪৯৭, উর্দু এডিশন
৩৬. আল্লামা ইসমাঈল হাক্কী : তাফসীরে রুহুল বায়ান: ২/৩৭০ পৃ. সূরা মায়েদা: আয়াত নং-১৫
৩৭. আল্লামা ইবনে হাজার হায়সামী : শরহে শামায়েল : ১/১১৫ পৃ:
C.
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) সূত্রে।
(মানঃ হাসান)
১. ইমাম হাকিম নিশাপুরী : আল মোসতাদরেক’ : ২/৬৭১ : হাদিস ৪২২৭
২. ইমাম দায়লামী : আল মুসনাদিল ফেরদাউস : ৫/২৪২
৩. ইমাম ইবনে সাদ : তানাকাতুল কোবরা
৪. ইমাম তাকিউদ্দীন সুবকী : ‘শিফাউস্ সিকাম ৪৫
৫. শায়খুল ইসলাম আল-বুলকিনী : ফতোওয়ায়ে সিরাজিয়া ১/১৪০
৬. ইবনে হাজর রচিত ‘আফদ্বালুল কোরা।
৭. আবূ নুয়াইম : ‘হিলইয়াতুল আউলিয়া,
৮. ইমাম নাবহানী : জাওয়াহিরুল বিহার : ২/১১৪ ও ৪/১৬০
৯. ইবনে কাসীর : কাসাসুল আম্বিয়া  : ১/২৯ পৃ
১০. ইবনে কাসীর : সিরাতে নববিয়্যাহ (ﷺ) ১/৩২০
১১. ইবনে কাসীর : মুজিজাতুন্নবী (ﷺ) : ১/৪৪১
১২. ইবনে হাজর আসকালানি : লিসানুল মিযান : ৪/৩৫৪
১৩. ইমাম যাহাবী : মিজানুল ইতিদাল : ৫/২৯৯, রাবী নং ৬৩৩৬
১৪. ইমাম শামী : সুবলুল হুদা ওয়ার রাশাদ : ১২/৪০৩
১৫. ইবনে হাজর হায়সামী : শরহে শামায়েল : ১/৪২
১৬. ইমাম যুরকানী : শরহে মাওয়াহিব : ১/১২/২২০
১৭. আবু সাদ ইব্রাহীম নিশাপুরী : শরহে মোস্তফা : ১/১৬৫
১৮. ইমাম সুয়ুতী : কাসায়েসুল কুবরা : ১/১৪ : হাদিস ২১
১৯. ইমাম ইবনে হাইয়্যান : ‘তাবকাত আল-ইসফাহানী : ৩/২৮৭
২০. কানযুল উম্মাল- হাদীস ৩২০২২
২১. মোল্লা আলী কারী : মাওজুয়াতুল কবীর : ১০১
২২. মোল্লা আলী কারী : মাওজুয়াতুল কবীর : ১/২৯৫, হাদিস : ৩৮৫
D.
হযরত সালমান ফারসী (রাঃ) সূত্রে।
১. ইমাম ইবনে আসাকীর ও তারীখে দামেস্ক ৩/৫১৭ পৃষ্ঠা।
২. আল্লামা মােল্লা আলী ক্বারী হানাফী : মওদুআতুল কবীর : ১০১ পৃষ্ঠা
৩. আল্লামা ইমাম যুরকানী : শরহে মাওয়াহেব : ১/১৮২ পৃ
৪. শায়খ ইউসূফ নাবহানী : যাওয়াহিরুল বিহার : ১/২৮৯ পৃষ্ঠা
৫. ইমাম কাজী আয়াজ : শিফা শরীফঃ ১০৫ পৃ.
E)
তাবেয়ী হযরত কাবুল আহবার (রাঃ) সূত্রে।
১. ইমাম কুস্তালানী : আল মাওয়াহেব : ১/৩৩
২. ইমাম নাবহানী : জাওয়াহিরুল বিহার : ৩/৩৫২
৩. ইমাম যুরকানী : শরহে মাওয়াহিব : ১/৭৮
৪. আল্লামা শফী উকারবী : যিকরে হাসীন : ৩১
৫. ইমাম তুগরিব : আল মাওলুদ শরীফ : ১৪২

Top