সৃষ্টির মধ্যে আমিই প্রথম মানুষ, যদিও প্রেরিত হয়েছি সবার শেষে

  • ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির শায়েখ হযরত ইবনে সা'দ রহমতুল্লাহি আলাইহি উনার "আত তবাকাতুল কুবরা" কিতাবের  ১ খন্ড ১৪৯ পৃষ্ঠায় হাদীছ বর্ণনা করেছেন,


عَنْ قَتَادَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : كُنْتُ أَوَّلَ النَّاسِ فِي الْخَلْقِ وَآخِرَهُمْ فِي الْبَعْثِ
অর্থ: হযরত কাতাদা রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, হুযুর পাক (ﷺ) তিনি ইরশাদ করেন, সৃষ্টির মধ্যে আমিই প্রথম মানুষ, যদিও প্রেরিত হয়েছি সবার শেষে।"

[মুহম্মদ ইবনে সা'দ আবু আব্দুল্লাহ বাছরী; তাবাকাতুল কুবরা ১/১৪৯; ওফাত: ২৩০ হিজরী; প্রকাশনা: দারু ছদর, বাইরুত]



মুহম্মদ ইবনে আলী শাওকানীর নাম শুনেছেন? মশহুর কাজী শাওকানী নামে। সর্বপ্রথম নূর মুবারক সৃষ্টি এই আকীদার বিরোধিদেরতো শোনার কথা। 
তো আসুন শাওকানীর বইতে একটু উঁকি মেরে আসি। 
  • এই আয়াত শরীফ انا اول المسلمين (আমি সর্বপ্রথম মুসলিম) এর ব্যাখ্যায় বাতিল ফির্কার কাছে অত্যন্ত মান্যবর মুহম্মদ ইবনে আলী শাওকানী বলেছেন, 

اول المسلمين اجمعين، لانه وان كان متاخرا في الرسالة فهو اولهم في الخلق
হযুর পাক (ﷺ) তিনি সকল মুসলিমদের মধ্যে সর্বপ্রথম মুসলিম। রসূল হিসাবে সবার শেষে প্রেরিত হলেও সৃষ্টির মধ্যে তিনিই প্রথম। 
[শাওকানীঃ ফতহুল কাদিরঃ ১ম খন্ড ১৮৫ পৃষ্ঠা]




নবীনতর পূর্বতন

نموذج الاتصال