Al-Quran: Kanzul Imaan
৮৫.সূরা আল-বুরুজ (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
৮৫.সূরা আল-বুরুজ (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
وَالسَّماءِ ذاتِ البُروجِ
85:1 শপথ আস্মানের যার মধ্যে কক্ষপথ রয়েছে,
وَاليَومِ المَوعودِ
85:2 এবং ওই দিনের যার প্রতিশ্রুতি রয়েছে,
وَشاهِدٍ وَمَشهودٍ
85:3 এবং ওই দিনের, যে (দিন) টি সাক্ষী, এবং ওই দিনের, যাতে উপস্থিত হয়-
قُتِلَ أَصحٰبُ الأُخدودِ
85:4 কুণ্ড-অধিপতিদের উপর অভিশাপ হোক!
النّارِ ذاتِ الوَقودِ
85:5 ওই প্রজ্জ্বলিত আগুনের অধিপতিগণ,
إِذ هُم عَلَيها قُعودٌ
85:6 যখন তারা সেটার কিনারায় উপবিষ্ট ছিলো;
وَهُم عَلىٰ ما يَفعَلونَ بِالمُؤمِنينَ شُهودٌ
85:7 এবং তারা নিজেরাই সাক্ষী রয়েছে (সে সম্পর্কে) যা কিছু তারা মুসলমানদের সাথে করছিলো।
وَما نَقَموا مِنهُم إِلّا أَن يُؤمِنوا بِاللَّهِ العَزيزِ الحَميدِ
85:8 এবং তাদের নিকট মুসলমানদের খারাপ লেগেছে এটা নয় কি যে, তারা ঈমান এনেছে আল্লাহ্ মহা সম্মানিত, সমস্ত প্রশংসায় প্রশংসিতের উপর?
الَّذى لَهُ مُلكُ السَّمٰوٰتِ وَالأَرضِ وَاللَّهُ عَلىٰ كُلِّ شَيءٍ شَهيدٌ
85:9 যারই আস্মানসমূহ ও যমীনের রাজত্ব এবং আল্লাহ্ প্রত্যেক বস্তুর উপর সাক্ষী আছেন।
إِنَّ الَّذينَ فَتَنُوا المُؤمِنينَ وَالمُؤمِنٰتِ ثُمَّ لَم يَتوبوا فَلَهُم عَذابُ جَهَنَّمَ وَلَهُم عَذابُ الحَريقِ
85:10 নিশ্চয় যারা কষ্ট দিয়েছে মুসলমান পুরুষদের ও মুসলমান নারীদেরকে অতঃপর তাওবা করে নি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং তাদের জন্য রয়েছে আগুনের শাস্তি।
إِنَّ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُم جَنّٰتٌ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ ذٰلِكَ الفَوزُ الكَبيرُ
85:11 নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য এমন সব ‘বাগান’ রয়েছে, যেগুলোর নিম্নদেশে নহরসমূহ প্রবাহিত। এটাই হলো বড় সফলতা।
إِنَّ بَطشَ رَبِّكَ لَشَديدٌ
85:12 অবশ্যই আপনার রবের পাকড়াও নিতান্ত কঠিন।
إِنَّهُ هُوَ يُبدِئُ وَيُعيدُ
85:13 নিশ্চয় তিনি প্রথমে সৃষ্টি করেন এবং পুনরায় সৃষ্টি করেন,
وَهُوَ الغَفورُ الوَدودُ
85:14 এবং তিনিই মার্জনাকারী, আপন নেককার বান্দাদের জন্য প্রেমময়,
ذُو العَرشِ المَجيدُ
85:15 সম্মানিত আরশের অধিপতি;
فَعّالٌ لِما يُريدُ
85:16 সর্বদা তিনি যা ইচ্ছা করেন, তা-ই সম্পন্নকারী।
هَل أَتىٰكَ حَديثُ الجُنودِ
85:17 আপনার নিকট কি ‘সৈন্যদের’ কথা এসেছে?
فِرعَونَ وَثَمودَ
85:18 ওই সৈন্যদল কারা? ‘ফির’আঊন ও সামূদ।
بَلِ الَّذينَ كَفَروا فى تَكذيبٍ
85:19 বরং কাফিরগণ অস্বীকারের মধ্যে রয়েছে;
وَاللَّهُ مِن وَرائِهِم مُحيطٌ
85:20 এবং আল্লাহ্ তাদের পেছনের দিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে আছেন।
بَل هُوَ قُرءانٌ مَجيدٌ
85:21 বরং তা পূর্ণ মর্যাদাসম্পন্ন ক্বোরআন,
فى لَوحٍ مَحفوظٍ
85:22 লওহ-ই মাহফূযের মধ্যে।
85:1 শপথ আস্মানের যার মধ্যে কক্ষপথ রয়েছে,
وَاليَومِ المَوعودِ
85:2 এবং ওই দিনের যার প্রতিশ্রুতি রয়েছে,
وَشاهِدٍ وَمَشهودٍ
85:3 এবং ওই দিনের, যে (দিন) টি সাক্ষী, এবং ওই দিনের, যাতে উপস্থিত হয়-
قُتِلَ أَصحٰبُ الأُخدودِ
85:4 কুণ্ড-অধিপতিদের উপর অভিশাপ হোক!
النّارِ ذاتِ الوَقودِ
85:5 ওই প্রজ্জ্বলিত আগুনের অধিপতিগণ,
إِذ هُم عَلَيها قُعودٌ
85:6 যখন তারা সেটার কিনারায় উপবিষ্ট ছিলো;
وَهُم عَلىٰ ما يَفعَلونَ بِالمُؤمِنينَ شُهودٌ
85:7 এবং তারা নিজেরাই সাক্ষী রয়েছে (সে সম্পর্কে) যা কিছু তারা মুসলমানদের সাথে করছিলো।
وَما نَقَموا مِنهُم إِلّا أَن يُؤمِنوا بِاللَّهِ العَزيزِ الحَميدِ
85:8 এবং তাদের নিকট মুসলমানদের খারাপ লেগেছে এটা নয় কি যে, তারা ঈমান এনেছে আল্লাহ্ মহা সম্মানিত, সমস্ত প্রশংসায় প্রশংসিতের উপর?
الَّذى لَهُ مُلكُ السَّمٰوٰتِ وَالأَرضِ وَاللَّهُ عَلىٰ كُلِّ شَيءٍ شَهيدٌ
85:9 যারই আস্মানসমূহ ও যমীনের রাজত্ব এবং আল্লাহ্ প্রত্যেক বস্তুর উপর সাক্ষী আছেন।
إِنَّ الَّذينَ فَتَنُوا المُؤمِنينَ وَالمُؤمِنٰتِ ثُمَّ لَم يَتوبوا فَلَهُم عَذابُ جَهَنَّمَ وَلَهُم عَذابُ الحَريقِ
85:10 নিশ্চয় যারা কষ্ট দিয়েছে মুসলমান পুরুষদের ও মুসলমান নারীদেরকে অতঃপর তাওবা করে নি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং তাদের জন্য রয়েছে আগুনের শাস্তি।
إِنَّ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُم جَنّٰتٌ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ ذٰلِكَ الفَوزُ الكَبيرُ
85:11 নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য এমন সব ‘বাগান’ রয়েছে, যেগুলোর নিম্নদেশে নহরসমূহ প্রবাহিত। এটাই হলো বড় সফলতা।
إِنَّ بَطشَ رَبِّكَ لَشَديدٌ
85:12 অবশ্যই আপনার রবের পাকড়াও নিতান্ত কঠিন।
إِنَّهُ هُوَ يُبدِئُ وَيُعيدُ
85:13 নিশ্চয় তিনি প্রথমে সৃষ্টি করেন এবং পুনরায় সৃষ্টি করেন,
وَهُوَ الغَفورُ الوَدودُ
85:14 এবং তিনিই মার্জনাকারী, আপন নেককার বান্দাদের জন্য প্রেমময়,
ذُو العَرشِ المَجيدُ
85:15 সম্মানিত আরশের অধিপতি;
فَعّالٌ لِما يُريدُ
85:16 সর্বদা তিনি যা ইচ্ছা করেন, তা-ই সম্পন্নকারী।
هَل أَتىٰكَ حَديثُ الجُنودِ
85:17 আপনার নিকট কি ‘সৈন্যদের’ কথা এসেছে?
فِرعَونَ وَثَمودَ
85:18 ওই সৈন্যদল কারা? ‘ফির’আঊন ও সামূদ।
بَلِ الَّذينَ كَفَروا فى تَكذيبٍ
85:19 বরং কাফিরগণ অস্বীকারের মধ্যে রয়েছে;
وَاللَّهُ مِن وَرائِهِم مُحيطٌ
85:20 এবং আল্লাহ্ তাদের পেছনের দিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে আছেন।
بَل هُوَ قُرءانٌ مَجيدٌ
85:21 বরং তা পূর্ণ মর্যাদাসম্পন্ন ক্বোরআন,
فى لَوحٍ مَحفوظٍ
85:22 লওহ-ই মাহফূযের মধ্যে।