Al-Quran: Kanzul Imaan
১১০.সূরা আন-নাছর (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
إِذا جاءَ نَصرُ اللَّهِ وَالفَتحُ
110:1 যখন আল্লাহ্‌র সাহায্য ও বিজয় আসবে,
وَرَأَيتَ النّاسَ يَدخُلونَ فى دينِ اللَّهِ أَفواجًا
110:2 এবং আপনি লোকদেরকে দেখবেন যে, আল্লাহ্‌র দ্বীনে দলে দলে প্রবেশ করছে;
فَسَبِّح بِحَمدِ رَبِّكَ وَاستَغفِرهُ إِنَّهُ كانَ تَوّابًا
110:3  তখন  আপন  রবের  প্রশংসাকারী  অবস্থায়   তার  পবিত্রতা  বর্ণনা  করুন  এবং   তার থেকে ক্ষমা চান। নিশ্চয় তিনি অত্যন্ত তাওবা কবূলকারী।
Top