বিষয়ঃ আমল কবুলের জন্য আকিদার বিশুদ্ধতার গুরুত্ব।
✍ কৃতঃ [মাসুম বিল্লাহ সানি]
___________________________
প্রারম্ভিকাঃ
➖➖➖➖
🔹"আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম।"[1]
দ্বীন ইসলাম হক্ব, পরিপূর্ণ। এর শরীয়ত সুস্পষ্ট, সুনির্দিষ্ট। যাকিছু ছিল, যাকিছু বর্ধিত হবে তা সর্বদা শরীয়তের উপরই প্রতিষ্ঠিত। ঈমান-আমল হল সফলতার সিঁড়ি।
🔹"আমি জ্বীন ও ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য।[2]
আর সেই ইবাদত কবুলের পূর্বশর্ত হল বিশুদ্ধ আক্বিদা।
🔹"দুনিয়া হল আখিরাতের শস্যক্ষেত্র।"[3]
সুতরাং সে শস্যক্ষেত্রকে সুসজ্জিত করতে না পারলে সবকিছুই ব্যর্থতার গ্লানিতে পর্যবসিত হবে।
"যেদিন তুমি এসেছিলে ভবে,
কেঁদেছিলে তুমি হেসেছিল সবে।
এমন জীবন তুমি করিবে গঠন,
মরণে হাসিবে তুমি কাঁদিবে ভূবন!
আকিদার পরিচিতিঃ
➖➖➖➖➖➖
আকিদা অর্থঃ
🔸"ধারণ করা, মজবুত করণ, দৃঢ়ভাবে বন্ধন, বহুবচন আকাঈদ।"[4]
আক্বিদার সংজ্ঞাঃ
🔸"আকিদা এমন বিধি-বিধান যা কোন বিশ্বাসী সন্দেহব্যতীত বিশ্বাস করে।"[5]
ইবাদত কবুলে আকিদার গুরুত্বঃ
➖➖➖➖➖➖➖➖➖
ঈমান, আমল ও নিয়্যত পরিশুদ্ধ হলেই ইবাদত কবুল হবে, অন্যথ্যায় সব বৃথা।
🔹"তােমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করাে না।"[6]
🔹"তােমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ কর।"[7]
আহলুস-সুন্নাহর ভিত্তি দাঁড়িয়ে আছে সুদৃঢ় দুর্গের ন্যায়। যার হেফাযতকারী স্বয়ং আল্লাহ্[ﷻ]। পক্ষান্তরে বদ আকিদা হল ভিত্তিহীন কোন এক ইমারতের ন্যায়। যার কোন ভিত্তি নেই, তার মূলত অস্তিত্ব নেই।
"কোন তলাবিহীন থলি,
হয় কি কভু সঞ্চয়ের ঝুলি?"
✍ [এম.বি.সানি]
🔹"সর্বপ্রথম ঈমানের প্রতি তারপর আমলের প্রতি আহ্বান করবে।"যারা ঈমান এনে আমল করেছে তারাই সফলকাম।[8]
🔹"যাদের অন্তরে এক দীনার কিংবা অর্ধ দীনার কিংবা অণু পরিমাণ ঈমান থাকবে, তারাও জাহান্নাম থেকে মুক্ত পাবে।"[9]
ঈমানবিহীন আমল মূল্যহীনঃ
➖➖➖➖➖➖➖➖➖
ঈমানহীন ব্যক্তির কঠোর সাধনার ইবাদত জাহান্নামের আগুনে দ্বগ্ধ হবে।
"পথভ্রষ্টদের কৃত আমল,
শত সাধনার জ্ঞানের ফসল-
দিনান্তে মরীচিকা কেবল,
নয়ন যুগল হেরিবে তপ্তানল।
✍ [এম.বি.সানি]
🔹"শুনে রাখো, ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না।”[10]
🔹"(যারা ঈমানহীন) তাদের আমলসমূহ মরুভূমির মরিচীকার ন্যায় (যা কেবল দৃশ্যমান কিন্তু প্রকৃতপক্ষে অস্তিত্বহীন)।’[11]
🔹"(ঈমানহীন ব্যক্তি) যে আমল করবে, আমি সেদিকে মনোনিবেশ করব, অতঃপর বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় সেগুলোকে বরবাদ করে দিব৷"[12]
🔹“আল্লাহ[ﷻ] আহলুল বিদআতের নামাজ, রোযা, যাকাত, হজ্জ, ওমরা, জিহাদ, ফরয ও নফল কোন ইবাদতই কবুল করবেন না।"[13]
যাদের ভক্তিতে মুক্তি মিলেঃ
➖➖➖➖➖➖➖➖➖
▪"হে আল্লাহ আমাদেরকে সরলপথ প্রদর্শন করুন। তাঁদেরই পথে, যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন। [14]
▪"নিয়ামতপ্রাপ্ত বান্দাগণ হলেন নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ এবং সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ।" [15]
▪"হে মুমিনগণ! তােমরা আনুগত্য কর আল্লাহ, তাঁর রাসূল ও উলিল আমরের।" [16]
অতএব, "এটাই আমার সরল পথ তােমরা এ পথের অনুসরণ কর।" [17]
আক্বিদা রক্ষায় অলীগণের সোহবতঃ
➖➖➖➖➖➖➖➖➖
পথভ্রষ্টতা থেকে মুক্তির জন্য অলীগণের অনুসরণ ব্যতীত বিকল্প কোন পন্থা নেই। কারণ তারাই আল্লাহর হেদায়াতপ্রাপ্ত বান্দা।
▪ শয়তানের শপথঃ "সকল মানুষকে আমি পথভ্রষ্ট করব, কিন্তু আপনার বিশিষ্ট বান্দাগণ ব্যতীত। [18]
▪"যে আমার অলীগণের বিরোধীতা করে, আমি তার বিরোদ্ধে যুদ্ধ ঘোষণা করি।" [19]
▪"নিশ্চয়ই, আল্লাহর অলীদের কোন ভয় নেই।" [20]
▪"আল্লাহ মুত্তাকীদের বন্ধু।" [21]
আক্বিদা রক্ষায় বায়াতের তাৎপর্যঃ
➖➖➖➖➖➖➖➖➖
"এক যামানা সোহবতে বা আউলিয়া,
বেহ্তের আযসাদ সালাহ তায়াতে বেরীয়া।
✍ [মাওলানা রূমী রহঃ]
মুর্শিদ বিনে শয়তান যেকোন মুহূর্তে কাউকে পথভ্রষ্ট করতে পারে।
▪"যে ব্যক্তি তার গলায় বায়আতের বন্ধন ব্যতীত মৃত্যবরণ করল, সে যেন জাহেলীয়্যাতের যুগের উপর মৃত্যুবরণ করল।" [22]
"পাঞ্জেরী তব বিনা, দিশা না মিলায়;
ভবঘুরে জীবন মোর, ঘোর অমানিশায় !"
✍ [এম.বি.সানি]
আক্বিদা রক্ষায় ইলমের তাৎপর্যঃ
➖➖➖➖➖➖➖➖➖
▪"ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।" [23]
▪"এই ইলম দ্বীনের অন্তর্ভুক্ত সুতরাং কার থেকে দ্বীন শিখতে যাচ্ছ তাকে আগে দেখে নাও।" [24]
ইলম হেদায়াতপ্রাপ্ত বান্দার জন্য আশির্বাদ আর পথভ্রষ্টদের জন্য অভিশাপ।
▪"হক্কানী আলিমগণ নবীগণের উত্তরাধিকারী।” [25]
▪ আর, "পথভ্রষ্ট আলিমগণ দাজ্জাল অপেক্ষা ভয়ংকর।" [26]
▪"তারা ইলম ছাড়া ফাতওয়া দিয়ে নিজেও পথভ্রষ্ট হবে, অন্যদেরও পথভ্রষ্ট করবে।" [27]
- তথ্যসূত্রঃ
তথ্যসূত্রঃ প্রারম্ভিকাঃ
➖➖➖➖➖➖➖➖➖
1.
সূরা মায়িদাহ্ঃ আয়াত ৩
2.
সূরা আয-যারিয়াতঃ ৫১:৫৬।
3.
এই সারমর্মের সাথে মিল রেখে দুটি হাদিস।
i) “হজরত জারির (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:
যারা দুনিয়াতে কঠোর পরিশ্রম করবে তারা আখেরাতে উপকার লাভ করবে।”
১.ইমাম তাবারানী: মুজামুল কবীর, হাদিস নং ২২৭১;
২.ইমাম বায়হাকী: আল আদাবু, হাদিস নং ৮১৩;
৩.ইমাম বায়হাক্বী: যুহুদুল কবীর, হাদিস নং ৪৬৬;
৪.ইমাম ছিয়তী: ফাতহুল কবীর, হাদিস নং ১২৪৩০;
৫.হাফিজ ইবনে কাছির: জামেউল মাসানিদ ওয়াস সুনান, হাদিস নং ১৭৮২;
৬.ইমাম হিন্দী: কানজুল উম্মাল, হাদিস নং ৪৩০৫২।
ii) অপর রেওয়াতে আছে,
হজরত ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত আছে:
"দুনিয়া আখেরাতের সেতু, তােমরা ইহা অতিক্রম কর।”
১.মুসনাদে ফেরদৌস, হাদিস নং ৩১০২;
২.হাফিজ ইরাকী: তাখরিজু আহাদিসুল এহইয়া, হাদিস নং ৩;
৩.ইমাম ছাখাবী: মাকাছিদুল হাছানাহ, হাদিস নং ৪৯৭;
৪.তাখরিজু আহাদিসে এহইয়ায়ে উলুমুদ্দিন, হাদিস নং ৭০
আকিদার পরিচিতি
➖➖➖➖➖➖➖➖➖
4.
ইবনে ফারিসঃ মু'জামু মাকায়িসিল লুগাহ, ৪/৮৬পৃ.
5.
ড. ইবরাহিম আনীসঃ আল-মুজাম আল-ওয়াসীত, ২/৬১৪পৃ.
ইবাদত কবুলে আক্বাঈদের গুরুত্বঃ
➖➖➖➖➖➖➖➖➖
6.
সূরা আলে ইমরান, ৩:১০২।
7.
সূরা আল-বাকারা, ২:২০৮।
8.
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) সূত্রে।
রাসূল (ﷺ) মুয়াজ বিন জাবাল (রাঃ) কে দ্বীনের দাওয়াত দিতে ইয়ামেনে পাঠানোর সময় নির্দেশ দেন।
[ইমাম বুখারী, আস-সহীহ, ৯/১১৪পূ, হা/৭৩৭]
এ মর্মে বর্ণিত আয়াত সমূহঃ
১.সূরা তীন : ৫-৭।
২.সূরা বাকারাহ : ২৫।
৩.সূরা বাকারা : ৮২।
9.
আল্লাহ তা’আলা মু'মিনদেরকে বলবেন।
[সহিহ মুসলিম, হাদীস নং-৬৫৪৩,৬৫৫৪]
ঈমানবিহীন আমল মূল্যহীনঃ
➖➖➖➖➖➖➖➖➖
10.
রাসূল (ﷺ) এর হুকুমে হযরত উমর (রাঃ) এর ঘোষণা।
(সহীহ মুসলিম, ১/১০৭, হা/১১৪)
এ সম্পর্কে আয়াতঃ
[সূরা আন-নিসা, ৪:১১৫]
11.
[সুরা নূর : আয়াত ৩৯]
12.
[সূরা আল ফুরকান, ২৫ : ২৩]
[সূরা আল বাকারা, ২ : ২১৭]
13.
১.হযরত হুযায়ফা (রাঃ) সূত্রে।
[সুনানে ইবনে মাযাহ, ১/১৯পৃ. হা/৪৯, হাসান]
২.হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) সূত্রে।
[সুনানে ইবনে মাযাহ, ১/১৯পৃ. হা/৫০, হাসান]
যাদের ভক্তিতে মিলে মুক্তিঃ
➖➖➖➖➖➖➖➖➖
14.
সূরা ফাতিহা, ১:৫-৭।
15.
সূরা নিসা, ৬৯।
16.
[সূরা আন-নিসা, ৪:৫৯]
আনুগত্য সম্পর্কিত অন্যান্য আয়াতঃ
১.[সূরা আল-ইমরান ৩১]
২.[সূরা আন-নিসা, ৪:৮০]
৩.[সূরা আন নুর ৪৭, ৫১, ৫২, ৫৪]
৪.[সূরা মুহাম্মদ,আয়াতঃ৩৩]
৫.[সূরা আরাফ,আয়াতঃ৩]
৬.[সূরা আনফাল,আয়াতঃ১, ২৪]
৭.[আল আহযাব ২১, ৩৬]
৮.[আশ-শুয়ারা ১০৮, ১১০, ১২৬, ১৪৪, ১৬৩, ১৭৯]
৯.[সূরা ফাতহ ১০]
17.
সূরা আনআম, ১৫৪।
আক্বিদা রক্ষায় অলীগণের সোহবতঃ
➖➖➖➖➖➖➖➖➖
18.
[সূরা হিজর ৩৯, ৪০]
19.
আবূ হুরায়রা (রাঃ) সূত্রে বর্ণিত।
১.সহিহ বুখারী শরিফ, ২য় জি: ৯৬৩ পৃ হাদিস নং ৬৫০২।
২.সহিহ ইবনে হিব্বান, ১ম জি: ২১০ পৃ: হাদিস নং ৩৪৭।
৩.ইমাম বায়হাক্বী: আসমা ওয়াস সিফাত, হাদিস নং ১০২৯।
৪.ইমাম বাগভী: শরহে সুন্নাহ, হাদিস নং ১২৪৭।
৫.সুনানে ইবনে মাজাহ, ২৯৬ পৃ: হাদিস নং ৩৯৮৯।
৬.মুজামে ইবনে আসাকির, হাদিস নং ১৪৩৮।
৭.ইমাম বায়হাকী: সুনানে কুবরা, হাদিস নং ৬৩৯৫।
৮.মিশকাত শরীফ, ১৯৭ পৃষ্ঠা, হাদিস নং ২২৬৬।
৯.তাফছিরে রুহুল বয়ান, ২য় খন্ড, ৪৪৯ পৃ।
১০.তাফছিরে রুহুল মায়ানী, ১১ তম খন্ড, ১৯২ পৃ: ৬৫।
১১.আবু নাঈম ইস্পাহানী: হিলয়াতুল আউলিয়া ওয়া তাবকাতুল আছফিয়াহ” : ১খন্ড, পৃষ্টা নং- ১১-১২।
20.
১.সূরা ইউনুছ আয়াত : ৬২।
২.সুনানে আবু দাউদ,কিতাবুল ইজারা, হাদীস নং-৩৫২৭।
৩.হাকিম আল মুস্তাদরাক, হাদীস নং-৭৩৯৮,ইমাম হাকিম বলেন هذا حديث صحيح الإسناد।
21.
সূরা জাসিয়া ৪৫:১৯
সূরা আলে ইমরান ৩ : ৬৮
আক্বিদা রক্ষায় বায়াতের তাৎপর্যঃ
➖➖➖➖➖➖➖➖➖
22.
১. ইমাম মুসলিম : আস্ সহীহ, ৯:৩৯৩, হাদিস নং : ৩৪৪১।
২. ইমাম খতিব তাবরিযী : মিশকাতুল মাসাবীহ, ১ম পরিচ্ছেদ পৃ. ৩৩৬, হাদিস নং : ৩৬৭৪।
৩. ইমাম বায়হাকী : সুনানুল কুবরা, ৮:১৫৬।
৪. ইমাম ইবনে বাত্তা : আলি ইবনাতুল কুবরা, ১:১৪৯, হাদিস নং : ১৪৪।
৫. ইমাম হাকেম : মুসতাদরাক আলাস্ সহীহাইন, ১:২৫০, হাদিস নং : ২৩৯।
আক্বিদা রক্ষায় ইলমের তাৎপর্যঃ
➖➖➖➖➖➖➖➖➖
23.
হযরত আনাস (রাঃ) সূত্রে।
১.ইমাম বায়হাক্বী: শুয়াইবুল ঈমান, ২য় খন্ড,৭২৪ পৃ: হজরত আনাস (রাঃ) থেকে ৬টি সনদে উল্লেখ আছে।
২.মুসনাদে আবী ইয়ালা, হাদিস নং ২৮৪৭।
৩.ইমাম তাবারানী তাঁর ‘আওছাতে আনাস (রাঃ) থেকে, ২য় খন্ড, ৪৮ পৃ: ও ৬ষ্ঠ খন্ড, ২১৯, ২৯৮ ও ২৩১ পৃ।
৪.খতিবে বাগদাদী : তারিখে বাগদাদ, ১ম খন্ড, ৪০৭ পৃঃ।
৫.সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ২২৪।
৬.মুসনাদে বাজ্জার, হাদিস নং ৬৭৪৬।
৭.মিসকাত শরীফ : ইলিম অধ্যায়ে হাদিস নং ২১৮।
৮.ইমাম ইবনে আদী তার কামিলে' ৫ম খন্ড, ২৪২ পৃ
৯.ইমাম তাবারানী: মুজামুল আওসাত, হাদিস/৯; হজরত আনাস (রাঃ) থেকে।
১০.ইমাম হিন্দী: কানজুল উম্মাল, ১০ম খন্ড, ৫৭-৬০ পৃ: এরূপ মােট ৮টি হাদিস বিভিন্ন সাহাবী থেকে বর্ণিত রয়েছে।
১১.হাফিজ ইমাম উকাইলী (রহঃ) তাঁর কিতাবুদ দ্বোয়াফায়’ ইবনে উমর (রাঃ) থেকে।
১২.ইমাম আবু নুয়াইম তাঁর হুলিয়াতে’ ৮ম খন্ড, ৩২৩ পৃঃ।
১৩.ইমাম আজলুনী: কাশফুল খফা, ২য় খন্ড, ৫৬ পৃঃ; হা: নং ১৬৬৫।
হযরত আনাস (রাঃ) থেকে বর্নিত হাদিসটির বিভিন্ন সূত্রঃ
👉 ইমাম ইবনে সিরিন (রহঃ) সূত্রে।
👉 মুছান্না ইবনে দিনার (রহঃ) সূত্রে।
[মুজমায়ে ইবনে আরাবী, হাদিস নং ২০৯৫]
👉 আছিম আহওয়াছ (রহঃ) সূত্রে।
[ইমাম তাবারানী: মুজামুল আওছাত, হাদিস নং ২০০৮]
👉 যিয়াদ ইবনে মায়মুন (রহঃ) সূত্রে।
[ইমাম তাবারানী: মুজামুল আওছাত, হাদিস নং ২৪৬২]
👉 ইমাম যুহুরী (রহঃ) সূত্রে।
[ইমাম তাবারানা: মুজামুল আওছত, হাদিস নং ৮৩৮১]
👉 ইসহাক ইবনে আব্দুল্লাহ ইবনে আবী ত্বলহা (রহঃ) সূত্রে।
[ইমাম তাবারানী: মুজামুল কবীর, হাদিস নং ২০৮৪]
👉 মাকহুল (রহঃ) এর সূত্রে।
[ইমাম তাবারানী: মুসনাদে শামেঈন, হাদিস নং ৩৩৭৫]
24.
ইমাম ইবনে সীরীন (রহঃ) সূত্রে।
[মুসলিম ১/১৪ পৃঃ]
25.
১.সুনানে আবী দাউদ, হা: নং ৩৬৪১।
২.তিরমিজি শরিফ, ২৬৮২ নং হা।
৩.সুনানে ইবনে মাজাহ, হা: নং ২২৩।
৪.মুসনাদে আহমদ, ৫ম খন্ড, ১৯৬ পৃ:।
৫.ইমাম তাহাবী: শরহে মুশকিলুল আছার, হাদিস নং ৯৮২।
৬.মুজামে ইবনে আরাবী, হাদিস নং ১৬০৯।
৭.ছহীহ্ ইবনে হিব্বান, ১ম খন্ড, ২৮৯ পৃ:।
৮.ইমাম তাবারানী: মুসনাদে শামেঈন, হাদিস নং ১২৩১।
৯.মুসনাদে শিহাব, হাদিস নং ৯৭৫।
১০.ইমাম বায়হাক্বী: আল আদাব, হাদিস নং ৮৬২।
১১.ইমাম বায়হাকী: মাদখাল, হাদিস নং ৩৪৭।
১২.তাফছিরে রুহুল মায়ানী, ১৬ তম খন্ড, ৬২৭ পৃ:।
১৩.তাফছিরে রুহুল বয়ান, ৫ম খন্ড, ৫৮৫ পৃ।
১৪.ইমাম গাজ্জালী: মুকাশাফাতুর কুলুব, ১ম খন্ড।
26.
আবূ যর (রাঃ) সূত্রে, রাসূল (ﷺ) থেকে।
[মুসনাদে আহমাদ, হাদীস নং-২০৩৩৫]
27.
১.সহীহ ইবনে হিব্বান, হাদিস নং-৪৫৭১,
২.বুখারী শরীফ, হাদিস নং-১০০,
৩.সহীহ মুসলিম শরীফ, হাদিস নং-৬৯৭১,
৪.মুসনাদুস শিহাব, হাদিস নং-৫৮১