Al-Quran: Kanzul Imaan
১.সূরা আল-ফাতিহা (কাঞ্জুল ইমান)
১.সূরা আল-ফাতিহা (কাঞ্জুল ইমান)
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
1:1 আল্লাহ্র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময়
الحَمدُ لِلَّهِ رَبِّ العٰلَمينَ
1:2 সমস্ত প্রশংসা আল্লাহর প্রতি, যিনি মালিক সমস্ত জগদ্বাসীর;
الرَّحمٰنِ الرَّحيمِ
1:3 পরম দয়ালু, করুণাময়;
مٰلِكِ يَومِ الدّينِ
1:4 প্রতিদান দিবসের মালিক।
إِيّاكَ نَعبُدُ وَإِيّاكَ نَستَعينُ
1:5 আমরা (যেন) তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি!
اهدِنَا الصِّرٰطَ المُستَقيمَ
1:6 আমাদেরকে সোজা পথে পরিচালিত করো!
صِرٰطَ الَّذينَ أَنعَمتَ عَلَيهِم غَيرِ المَغضوبِ عَلَيهِم وَلَا الضّالّينَ
1:7 তাঁদেরই পথে, যাঁদের উপর তুমি অনুগ্রহ করেছো; তাদের পথে নয়, যাদের উপর গযব নিপতিত হয়েছে এবং পথভ্রষ্টদের পথেও নয়।
1:1 আল্লাহ্র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময়
الحَمدُ لِلَّهِ رَبِّ العٰلَمينَ
1:2 সমস্ত প্রশংসা আল্লাহর প্রতি, যিনি মালিক সমস্ত জগদ্বাসীর;
الرَّحمٰنِ الرَّحيمِ
1:3 পরম দয়ালু, করুণাময়;
مٰلِكِ يَومِ الدّينِ
1:4 প্রতিদান দিবসের মালিক।
إِيّاكَ نَعبُدُ وَإِيّاكَ نَستَعينُ
1:5 আমরা (যেন) তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি!
اهدِنَا الصِّرٰطَ المُستَقيمَ
1:6 আমাদেরকে সোজা পথে পরিচালিত করো!
صِرٰطَ الَّذينَ أَنعَمتَ عَلَيهِم غَيرِ المَغضوبِ عَلَيهِم وَلَا الضّالّينَ
1:7 তাঁদেরই পথে, যাঁদের উপর তুমি অনুগ্রহ করেছো; তাদের পথে নয়, যাদের উপর গযব নিপতিত হয়েছে এবং পথভ্রষ্টদের পথেও নয়।