হাদিস ১ :
হযরত ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত,
ﻗﺎﻝَ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠﻪ (ﷺ) : ﻣَﻦ ﺣَﺞَّ ﻓَﺰﺍﺭَ ﻗَﺒﺮﻱ ﺑَﻌﺪَ ﻣَﻮﺗﻲ ﮐﺎﻥَ ﮐَﻤَﻦ ﺯﺍﺭَﻧﻲﻓﻲ ﺣَﻴﺎﺗﻲ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে কেউ হজ্জ করলো এবং আমার ওফাতের পর আমার কবর যিয়ারত করলো সে যেন আমাকে আমার জীবদ্দশায় যিয়ারত করলো।

তথ্যসূত্রঃ

১.সুনানে কোবরায়ে বায়হাকী খঃ৫,পৃঃ২৪৬
২.সুনানে দারেকুতনী খঃ২ পৃঃ২৭৮।
৩.এতহাফুল সাদিতল মুত্তাকীন, যুবাইদী খঃ৪,
পৃঃ৪১৬।
৪.তুবভায়ূল গালীল, আলবাণী খঃ৪ পৃঃ৩৩৫,
৫.কানযুল উম্মাল খঃ৫,পৃঃ৭০
৬.হায়সামীঃ মাজমায়ূল ফাওয়ায়িদ,খঃ৪, পৃঃ২, ৭.দুররুল মানসূর, সুয়ূতি খঃ১,পৃঃ২৩৭,
৮.মো’জামূল কাবির, তাবরানী খঃ১২.পৃঃ৪০৭

হাদিস ২ :
হযরত ওমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেন,
ﻣَﻦ ﺯﺍﺭَ ﻗﺒﺮﻱ ﺍَﻭﻣَﻦ ﺯَﺍﺭَﻧﻲ ﮐُﻨﺖُ ﻟَﻪُ ﺷَﻔﻴﻌًﺎ ﺍَﻭ ﺷَﻬﻴﺪًﺍ
"যে কেউ (ঈমানদার) আমার কবর যিয়ারত করে, আমি তার শাফায়াতকারী হবো।"

তথ্যসূত্রঃ

১.মুসনাদে তায়ালুসী (মৃঃ২০৪হিঃ) পৃঃ১২, (সনদসহ)
২.কানযুলউম্মাল খঃ২০ পৃঃ১৬১,
৩.মোখতাসারে তারিখে দামেস্ক খঃ২, পৃঃ৪০৬,
৪.আলমাতালিবুল আলীয়া, ইবনে হাজার পৃঃ১২৫৪,
৫.দোররুল মানসূর, সুয়ূতি খঃ১ পৃঃ২৩৭,
৬.মো’জামূলকাবির, তাবরানী, খৎ১২, পৃঃ৪১৭]
Top