প্রতি শতাব্দিতে মুজাদ্দিদ প্রেরণের হাদিসঃ

“হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, আমার জানা মতে রাসূল (ﷺ) বলেছেন: নিশ্চয় আল্লাহ প্রতি শতাব্দিতে একজন সংস্কারক মুজাদ্দিদ) প্রেরণ করেন ও করবেন, যিনি বা যারা দ্বীনের সংস্কার করবেন।” 

তথ্যসূত্রঃ

  • ১.সুনানে আবী দাউদ, ২য় জি: ৫৮৯ পৃ: হাদিস নং ৪২৯১; 
  • ২.মুস্তাদরাকে হাকেম, ৮ম খন্ড, ৩০৬২ পৃ: হাদিস নং ৮৫৯২; 
  • ৩.ইমাম বায়হাক্বী: মারেফাতুস সুনান ওয়াল আছার, হাদিস নং ৪২২; 
  • ৪.কানজুল উম্মাল, ১২ তম খন্ড, ৮৮ পৃঃ; 
  • ৫.মুসনাদে ফেরদৌস, হাদিস নং ৫৩২; 
  • ৬.ইমাম মােল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ১ম খন্ড, ৪৬১ পৃ:; 
  • ৭.ইমাম আসকালানী: ফাতহুল বারী শরহে বুখারী, ১৩তম খন্ড, ২৯৫ পৃ:; 
  • ৮.মিশকাত শরীফ, ৩৬ পৃ; 
  • ৯.তাফছিরে দূররে মানছুর, ১ম, ৩২১ পৃ:, 
  • ১০.ইমাম ছিয়তী: জামেউল আহাদিছ, ২য় খন্ড, ৩০০ পৃ:; 
  • ১১.ইমাম ছিয়তী: ফাতহুল কবীর, হাদিস নং ৩৫৪৩; 
  • ১২.ইমাম ছিয়তী: জামেউছ ছাগীর, হাদিস নং ২৭৫৫; 
  • ১৩.ইমাম আজলুনী: কাশফুল খফা, ১ম খন্ড, ২৮২ পৃ; 
  • ১৪.ইমাম ইবনে আদী, ১ম খন্ড, ১২৩ পৃঃ; ১৫.ইমাম তাবারানী: মাজমুল আওছাতে, হাদিস নং ৬৫২৭; 
  • ১৬.ইমাম ছাখাবী: মাকাছিদুল হাছানা, ১৬১ পৃঃ



এই হাদিস সম্পর্কে আল্লামা আজলুনী (রঃ) ও ইমাম ছাখাবী (রঃ) বলেন:

-“ইমাম তাবারানী (রঃ) তার আওছাতে হাদিসটি আবু হুরায়রা (রাঃ) হতে এরূপ উল্লেখ করেছেন। এই সনদ ছহীহ্ এবং এর সনদের সকল রাবী বিশস্ত।


Top