প্রতি শতাব্দিতে মুজাদ্দিদ প্রেরণের হাদিসঃ
তথ্যসূত্রঃ
এই হাদিস সম্পর্কে আল্লামা আজলুনী (রঃ) ও ইমাম ছাখাবী (রঃ) বলেন:
-“ইমাম তাবারানী (রঃ) তার আওছাতে হাদিসটি আবু হুরায়রা (রাঃ) হতে এরূপ উল্লেখ করেছেন। এই সনদ ছহীহ্ এবং এর সনদের সকল রাবী বিশস্ত।
“হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, আমার জানা মতে রাসূল (ﷺ) বলেছেন: নিশ্চয় আল্লাহ প্রতি শতাব্দিতে একজন সংস্কারক মুজাদ্দিদ) প্রেরণ করেন ও করবেন, যিনি বা যারা দ্বীনের সংস্কার করবেন।”
তথ্যসূত্রঃ
- ১.সুনানে আবী দাউদ, ২য় জি: ৫৮৯ পৃ: হাদিস নং ৪২৯১;
- ২.মুস্তাদরাকে হাকেম, ৮ম খন্ড, ৩০৬২ পৃ: হাদিস নং ৮৫৯২;
- ৩.ইমাম বায়হাক্বী: মারেফাতুস সুনান ওয়াল আছার, হাদিস নং ৪২২;
- ৪.কানজুল উম্মাল, ১২ তম খন্ড, ৮৮ পৃঃ;
- ৫.মুসনাদে ফেরদৌস, হাদিস নং ৫৩২;
- ৬.ইমাম মােল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ১ম খন্ড, ৪৬১ পৃ:;
- ৭.ইমাম আসকালানী: ফাতহুল বারী শরহে বুখারী, ১৩তম খন্ড, ২৯৫ পৃ:;
- ৮.মিশকাত শরীফ, ৩৬ পৃ;
- ৯.তাফছিরে দূররে মানছুর, ১ম, ৩২১ পৃ:,
- ১০.ইমাম ছিয়তী: জামেউল আহাদিছ, ২য় খন্ড, ৩০০ পৃ:;
- ১১.ইমাম ছিয়তী: ফাতহুল কবীর, হাদিস নং ৩৫৪৩;
- ১২.ইমাম ছিয়তী: জামেউছ ছাগীর, হাদিস নং ২৭৫৫;
- ১৩.ইমাম আজলুনী: কাশফুল খফা, ১ম খন্ড, ২৮২ পৃ;
- ১৪.ইমাম ইবনে আদী, ১ম খন্ড, ১২৩ পৃঃ; ১৫.ইমাম তাবারানী: মাজমুল আওছাতে, হাদিস নং ৬৫২৭;
- ১৬.ইমাম ছাখাবী: মাকাছিদুল হাছানা, ১৬১ পৃঃ
এই হাদিস সম্পর্কে আল্লামা আজলুনী (রঃ) ও ইমাম ছাখাবী (রঃ) বলেন:
-“ইমাম তাবারানী (রঃ) তার আওছাতে হাদিসটি আবু হুরায়রা (রাঃ) হতে এরূপ উল্লেখ করেছেন। এই সনদ ছহীহ্ এবং এর সনদের সকল রাবী বিশস্ত।