রসুলে পাক (ﷺ) এর ইলমে গায়েবঃ

বুখারী শরীফের بَدْءِ الْخَلْقِ শীর্ষক আলোচনায় ও মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ডের بَدْءِ الْخَلْقِ وَذِكْرُ الْاَنْبِيَاءِ শীর্ষক অধ্যায়ে হযরত উমর [رضي الله عنه] থেকে বর্নিতঃ

قَامَ فِيْنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقَامًا فَاَخْبَرَنَا عَنْ بَدْءِ لْخَلْقِ حَتَّى دَخَلَ اَهْلُ الْجَنَّةِ مَنَازِ لَهُمْ وَ اَهْلُ النَّارِ مَنَازِ لَهُمْ حَفِظَ ذلِكَ مَنْ حَفِظَهُ وَنَسِيَهُ مَنْ نَسِيَهُ

অর্থাৎঃ 

"হুযুর [ﷺ] এক জায়গায় আমাদের সাথে অবস্থান করেছিলেন সেখানে তিনি [ﷺ] আমাদেরকে আদি সৃষ্টির সংবাদ দিচ্ছিলেন এমন কি বেহেশতবাসী ও দোযখবাসীগণ নিজ নিজ মনযিলে বা ঠিকানায় পোঁছে যাওয়া অবধি পরিব্যাপ্ত যাবতীয় অবস্থা ও ঘটনাবলীর বর্ণনা প্রদান করেন। যিনি ওসব স্মরন রাখতে পেরেছেন তিনি তো স্মরন রেখেছেন, আর যিনি স্মরণ রাখতে পারেননি তিনি ভুলে গেছেন।" #সুবহানআল্লাহ্! 

(ক) ইমাম বুখারীঃ আস্ সহীহ্; ৬/২৮৬পৃ. হাদীসঃ ৩১৯২.
(খ) খতীব তিবরিযীঃ মিশকাতুল মাসাবীহ্; ৪/৫০৬পৃ. হাদীসঃ ৫৬৯৯.
(গ) ইমাম আবূ দাঊদঃ আস্ সুনান; ৪/৪৪১পৃ. হাদীসঃ ৪২৪০.
(ঘ) ইমাম তিরমিযীঃ আস্ সুনান; ৪/৪১৯পৃ. হাদীসঃ ২১৯১.
(ঙ) ইমাম আহমদঃ আল-মুসনাদ; ৫/৩৮৫পৃ. 
(চ) ইমাম বুখারীঃ আস্ সহীহ্; ১১/৪৯৪পৃ. হাদীসঃ ৬৬০৪.
(ছ) ইমাম মুসলিমঃ আস্ সহীহ্; ৫/২২১৭পৃ. হাদীসঃ ২৮৯১ এবং ২৩.
(জ) ইমাম ইবনে মাযাহঃ আস্ সুনান; ২/১৩৪৬পৃ. হাদীসঃ ৪০৫৩.
(ঝ) খতীব তিবরিযীঃ মিশকাতুল মাসাবীহ্; কিতাবুল ফিতান, ৪/২৭৮পৃ. হাদীসঃ ৫৩৭৯

এখানে হুযুর [ﷺ] দু’ধরনের ঘটনাবলীর খবর দিয়েছেনঃ
১) বিশ্ব সৃষ্টির সূচনা কিভাবে হলো। এবং 
২) এর সমাপ্তি কিভাবে হবে।
অর্থাৎ রোযে আযল (সৃষ্টির ঊষালগ্ন) থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেক অণু-পরমাণুর পুঙ্খাণুপুঙ্খরূপে বর্ননা দিয়েছেন।
Top