রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, " যে ব্যক্তি আমার উপর জুমার দিন ( ২০০) দুইশত বার দুরুদ শরীফ পড়ে, তার (২০০) দুইশত বছরের গুনাহ মাফ হয়ে যায়।"
সুত্রঃ (ইমাম হিন্দিঃ কানযুল উন্মাল)
ফিদাকা আবি ওয়া উম্মী ওয়া আহলি ওয়া দামী ইয়া রাসূলাল্লাহ (ﷺ)