রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, " যে ব্যক্তি আমার উপর জুমার দিন ( ২০০) দুইশত বার দুরুদ শরীফ পড়ে, তার (২০০) দুইশত বছরের গুনাহ মাফ হয়ে যায়।"
সুত্রঃ (ইমাম হিন্দিঃ কানযুল উন্মাল)
❝নিশ্চয় ফেরেশতারা (দ্বীনের) জ্ঞান অন্বেষণকারীর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে তাদের পদতলে নিজেদের ডানা বিছিয়ে দেন।❞ [তিরমিযী] "ইসলামী বিশ্বকোষ" অ্যাপটি Playstore এ পাবেন।