ঈমান নেই যার, জান্নাত মিলবে না তার।
______
মুহাম্মাদের ইশক্বেই দ্বীন; তাঁকে ভালবাসাতেই ঈমান।
- দ্বীনে ম ঈশক্বে মুহাম্মাদ; হুব্বে উ ঈমানে ম।

হাদীসে পাকে বলা হয়েছে-
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين.
তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ আমি তার কাছে তার সন্তান ও পিতা (মাতা)র চেয়ে এবং সকল মানুষের চেয়ে অধিক প্রিয় না হব।
[সূত্রঃ সহীহ মুসলিম, হা/ ৪৪; সহীহ বুখারী, হা/ ১৫]।

অন্য হাদীসে আছে-
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من نفسه.
তোমরা কেউ ঐ পর্যন্ত মুমিন হবে না, যে পর্যন্ত আমি তার কাছে তার প্রাণের চেয়েও বেশি প্রিয় না হই।
[সূত্রঃ মুসনাদে আহমদ, হা/ ১৮০৪৭; সহীহ বুখারী, হা/ ৬৬৩২]।
_______
ঈমান নেই যার, জান্নাত মিলবে না তার।

Top