মহামহিম আল্লাহর নাম ও পবিত্র আল-কুরআনের বাণী যখন মানুষের পায়ের নিচে! :'( (নাউজুবিল্লাহ)
[ইমানী স্বার্থে স্টেটাসটি #SHARE or #COPY করে পোস্ট দিয়ে অন্যকে সচেতন করুন]
লেখকঃ Masum Billah Sunny
[ব্লগার, Sunni-Encyclopedia]
|
🌀👉 পথ চলার সময় রাস্তায় পরে থাকা এমন লিখা প্রায়ই চোখে পড়ে। ভাবতেও কষ্ট লাগে যে প্রভুকে আমরা প্রাণের চেয়েও বেশি ভালবাসি তাঁর পবিত্র নাম, তাঁর পবিত্র বাণী মানুষ অসচেতনতা বশত পা মারিয়ে চলে। (নাউজুবিল্লাহ)
একজন মুসলমান যা কল্পনাও করতে পারে না সেইগুলো তারা পদ দলিত করছে।
এসবের মধ্যে রয়েছেঃ পবিত্র আল-কুরআনের বাণী, বিসমিল্লাহ, হাদিস শরীফ ইত্যাদি। (আস্তাফফিরুল্লাহ)
[ইমানী স্বার্থে স্টেটাসটি #SHARE or #COPY করে পোস্ট দিয়ে অন্যকে সচেতন করুন]
লেখকঃ Masum Billah Sunny
[ব্লগার, Sunni-Encyclopedia]
|
🌀👉 পথ চলার সময় রাস্তায় পরে থাকা এমন লিখা প্রায়ই চোখে পড়ে। ভাবতেও কষ্ট লাগে যে প্রভুকে আমরা প্রাণের চেয়েও বেশি ভালবাসি তাঁর পবিত্র নাম, তাঁর পবিত্র বাণী মানুষ অসচেতনতা বশত পা মারিয়ে চলে। (নাউজুবিল্লাহ)
একজন মুসলমান যা কল্পনাও করতে পারে না সেইগুলো তারা পদ দলিত করছে।
এসবের মধ্যে রয়েছেঃ পবিত্র আল-কুরআনের বাণী, বিসমিল্লাহ, হাদিস শরীফ ইত্যাদি। (আস্তাফফিরুল্লাহ)
🌀👉 করণীয় কি?
👉 আমি ব্যক্তিগত ভাবে রাস্তায় এমন কিছু দেখতে পেলে তা ছিঁড়ে পকেটে ঢুকিয়ে ফেলি এবং বাসায় এনে একটি ব্যাগে সব ছিঁড়া টুকরা জমা করে রাখি।
মাঝে মাঝে সেগুলো একত্রে সব পানিতে ফেলে দেই।
👉 এমন কোন খাতা, কাগজ কিংবা পত্রিকায় এমন পবিত্র বানী লিখা উচিত নয় যা আজকে মানুষের হাতে আগামীকাল মানুষের পায়ের নিচে চলে যাবে।
সেক্ষেত্রে যেখানেই এসব পাবেন (উপরোক্ত পদ্ধতিতে) মিটিয়ে দেয়ার চেষ্টা করবেন।
মাঝে মাঝে সেগুলো একত্রে সব পানিতে ফেলে দেই।
👉 এমন কোন খাতা, কাগজ কিংবা পত্রিকায় এমন পবিত্র বানী লিখা উচিত নয় যা আজকে মানুষের হাতে আগামীকাল মানুষের পায়ের নিচে চলে যাবে।
সেক্ষেত্রে যেখানেই এসব পাবেন (উপরোক্ত পদ্ধতিতে) মিটিয়ে দেয়ার চেষ্টা করবেন।
🌀👉 সেদিন এক ভিডিওতে দেখলাম অবুঝ একটি বিড়ালও কুরআন শরীফের চারপাশে ঘুরছে তবুও কুরআনের উপর পা দিচ্ছে না। আমরা কি তাহলে অবুঝের চেয়েও অবুঝ?
🌀👉 একটি কাঁটাও পথ থেকে সরালে এটা নিম্ন পর্যায়ের একটা ইমানের পরিচয় এজন্য যে পথচারীর কষ্ট হবে। সেখানে আল-কুরআনের বানী যে বা যারা পা মারবে তাদের সকলের গুনাহ হবে যদিও তা অনিচ্ছাকৃত পাপ। আল্লাহ ক্ষমা করুন।
কেউ এমন কিছু দেখা মাত্রই মুসলমান হিসেবে সেটার হেফাযত করা আমাদের ইমানী দায়িত্ব। কারণ আল্লাহর বড়ই করুণা যে তিনি আপনার মাধ্যমে এই মহৎ কাজটি করাবেন। যে কুরআনের হেফাযতকারী সয়ং আল্লাহ আপনে তার হেফাযতের উসীলা হবেন।
কেউ এমন কিছু দেখা মাত্রই মুসলমান হিসেবে সেটার হেফাযত করা আমাদের ইমানী দায়িত্ব। কারণ আল্লাহর বড়ই করুণা যে তিনি আপনার মাধ্যমে এই মহৎ কাজটি করাবেন। যে কুরআনের হেফাযতকারী সয়ং আল্লাহ আপনে তার হেফাযতের উসীলা হবেন।
🌀👉 যারা এই পোস্টটি পড়বেন আমৃত্যু এই কথাগুলো নিজ তাগিদে স্মরণ রাখবেন। হয়ত আর কোন দিন কেউ এমন কোন সতর্কবানী নিয়ে আপনার সামনে নাও আসতে পারে।