নবীজীর রাওযা মুবারকের পাশে সালাম দিলে তার কোন

অভাব অপূরণ থাকেনা।(সুবহানাল্লাহ)

——————————————————————————————–

ইমাম ইবনু আবিদ্দুনিয়া, ইমাম বাইহাকী, ইবনু ফুদাইক

থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি যাদেরকে পেয়েছি,

তাদের কাউকে আমি বলতে শুনেছি, আমাদের কাছে এমন

বর্ণনা পৌঁছেছে যে, যে ব্যক্তি নবীজী সাল্লালাহু

আলাইহি ওয়া সাল্লামের রওযা মুবারকের পাশে দাঁড়িয়ে ৭০

বার নিম্নোক্ত আয়াত তেলাওয়াত করবে এবং দরূদ শরীফ

পড়বে- “সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মাদু”, একজন

ফেরেশতা তখন জবাব দেবেন, হে অমুক, আল্লাহ তোমার উপর

রহমত বর্ষণ করুন, তোমার কোন অভাব অপূরণ থাকবেনা।

আয়াতটি হচ্ছে,

ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻭَﻣَﻠَﺎﺋِﻜَﺘَﻪُ ﻳُﺼَﻠُّﻮﻥَ ﻋَﻠَﻰ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺻَﻠُّﻮﺍ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠِّﻤُﻮﺍ ﺗَﺴْﻠِﻴﻤﺎً

বাংলা উচ্চারণঃ

ইন্নাল্লা—হা ওয়ামালা—-ইকাতাহু— য়্যুসাল্লূ—না ‘আলান

নাবিয়্যি, ইয়া— আইয়্যুহাল্লাযী—-না আ—–মানূ—- সাল্লূ——

আলাইহি ওয়া সাল্লিমূ——- তাসলী—–মা—–।

রেফারেন্সঃ

১/শু’আবুল ঈমানঃ৩/৪১৬৯

২/আদ্দুররুল মানসুরঃ১/৪২৬

৩/আশ আহিফাঃ২/৮৫

৪/শারহুশ শিফাঃ২/১৫১

৫/ওয়াফা উল ওয়াফাঃ৪/১৩৯৯

অনুরোধঃ

আয়াতটি মুখস্ত করে নেবেন। অন্য ভাইকে জানিয়ে দেবেন।









Top