সহীহ হাদীছ শরীফের কিতাব সমূহের মধ্যে অন্যতম একটি কিতাব হচ্ছে “সুনানে দারেমী”। অনেকে সিহাহ সিত্তার মধ্যে ইবনে মাজাহর পরিবর্তে এই কিতাবকে গন্য করে থাকেন। এ কিতাবে সাত ভাগে কুরবানীর বিষয়ে একটা অধ্যায়ই রয়েছে।
আর সেখানে হাদীছ শরীফ রয়েছে,
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ : نَحَرْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم الْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ
অর্থ: হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু অানহু থেকে বর্ণিত, আমরা হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে ৭ ভাগে একটি গরু কুরবানী করতাম।” (সুনানে দারেমী ২৬৪ পৃষ্ঠা: হাদীছ ১৯৯১ নং হাদীছ)
সূতরাং যারা ১৮ বছর ধরে খুঁজে পান না তারা গায়রে মুকাল্লিদ লা’মাযহাবী হওয়ার কারনে অজ্ঞ মূর্খ হয়েছে, তাই তারা খুজে পাচ্ছে না।
আর সেখানে হাদীছ শরীফ রয়েছে,
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ : نَحَرْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم الْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ
অর্থ: হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু অানহু থেকে বর্ণিত, আমরা হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে ৭ ভাগে একটি গরু কুরবানী করতাম।” (সুনানে দারেমী ২৬৪ পৃষ্ঠা: হাদীছ ১৯৯১ নং হাদীছ)
সূতরাং যারা ১৮ বছর ধরে খুঁজে পান না তারা গায়রে মুকাল্লিদ লা’মাযহাবী হওয়ার কারনে অজ্ঞ মূর্খ হয়েছে, তাই তারা খুজে পাচ্ছে না।