সমাজে কিছু কিছু মানুষ এমনকি বাতিল ফিরকার নেতাদেরকেও এই কুর’আন বিরোধী কথা বলতে দেখা যায় তা হলো “আমি আল্লাহ ও রসূল ছাড়া আর কাউকে মানিনা” ।
এই কথাটা মানুষের মধ্যে বহুল প্রচলন হয়ে গেছে। এটা কেবল কুর’আন বিরোধীই না এটা হাদিস বিরোধী সমাজবিরোধী এমনকি স্ববিরোধী কথা। মানে যে ব্যাক্তি একথা বলে তার কথায় কোন দাম নাই, যেমন সে বলে “আমি আল্লাহ রসুল ছাড়া কাউকে মানি না ” আবার দেখা যাবে সে তার উস্তাদকে মানছে কোন নেতাকে মানছে কোন মাস্টার কে মানছে,কোন প্রশাসনের ব্যাক্তিকে মানছে, আরো ব্যাক্তিদের কে মানছে ,তাহলে বোঝা গেল তার নিজের কথাতেই কোন দাম নাই মানে এটা স্ববিরোধী কথা।এই ধরনের ব্যাক্তিদের কথা বিশ্বাস করলে পথভ্রষ্ট হতে হবে। এবার দেখি আল্লাহ কুর’আন শরীফে কি বলেছে ঃ
সুরা নিসা-৫৯ নম্বর আয়াতে আল্লাহ বলেনঃ
ياأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُواللَّه وَأَطِيعُوٱلرَّسُولَ وَأُوْلِي الْأَمْرِ مِنْكُمْ
হে ঈমান্দারগণ,নির্দেশ মান্য করো আল্লাহর এবং নির্দেশ মান্য করো রাসূলের এবং তাদেরই,যারা তোমাদের মধ্যে ক্ষমতায় অধিষ্ঠিত (আল্লাহর ওলি পীর আলিম ইত্যাদি)।


এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ কেবল আল্লাহ ও রসুলকেই মানতে বলেনি আরোও পীর ওলি আলিম মাশায়েখকে মানতে বলেছেন।তাহলে যে ব্যাক্তি বলে “আমি আল্লাহ ও রসূল ছাড়া আর কাউকে মানিনা” তার কথা আল্লাহ বিরোধী কুর’আন বিরোধী ইসলাম বিরোধী আর তাকে তওবা করতে হবে।
আরো কুর’আন শরীফের কিছু আয়াত এই বিষয়েঃ
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে
ইরশাদ করেছেন-
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁَﻣَﻨُﻮﺍ ﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﻛُﻮﻧُﻮﺍ ﻣَﻊَ ﺍﻟﺼَّﺎﺩِﻗِﻴﻦَ
অনুবাদ-হে মুমিনরা! আল্লাহকে ভয় কর,
আর
সৎকর্মপরায়নশীলদের সাথে থাক।
{সূরা তাওবা-১১৯)

ﺍﻫْﺪِﻧَﺎ ﺍﻟﺼِّﺮَﺍﻁَ ﺍﻟْﻤُﺴْﺘَﻘِﻴﻢَ ﺻِﺮَﺍﻁَ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺃَﻧْﻌَﻤْﺖَ ﻋَﻠَﻴْﻬِﻢْ
অনুবাদ- আমাদের সরল সঠিক পথ
[সীরাতে মুস্তাকিম] চলাও। তোমার
নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথ। {সূরা
ফাতিহা-৬,৭}
আর তার নিয়ামত প্রাপ্ত বান্দা
হলেন-
ﺍﻟَّﺬِﻳﻦَ ﺃَﻧْﻌَﻢَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻬِﻢْ ﻣِﻦَ ﺍﻟﻨَّﺒِﻴِّﻴﻦَ ﻭَﺍﻟﺼِّﺪِّﻳﻘِﻴﻦَ ﻭَﺍﻟﺸُّﻬَﺪَﺍﺀِ
ﻭَﺍﻟﺼَّﺎﻟِﺤِﻴﻦَ
অনুবাদ-যাদের উপর আল্লাহ তাআলা
নিয়ামত
দিয়েছেন, তারা হল নবীগণ,
সিদ্দীকগণ,
শহীদগণ, ও নেককার বান্দাগণ। {সূরা
নিসা-৬৯}
### তাহলে বোঝা গেল এই ধরনের কথা বলা একদম ঠিক না।তাই এই লেখাটি ও ছবিটি বন্ধুদের সাথে শেয়ার বোতামে ক্লিক শেয়ার করে জানিয়েদেন তারা যেন এই সমস্ত কথা থেকে বিরত থাকে আর ইসলাম বিরোধী কথা বলা থেকে বেঁচে যায়,নাতো একদিন মরতে হবে সেদিন ঠিক বুঝতে পারবে।
Top