★★কবরের দিকে ফিরে যিয়ারত ★★

,

কবর যিয়ারতের সুন্নাত তরিকা হলো, নম্রতা ও আদবের সাথে কবরস্থানে প্রবেশ করবেন। অতঃপর কবরবাসীকে সামনে রেখে যিয়ারত করবেন ও দোয়া করবেন। এ সম্পর্কে সাহাবায়ে কেরাম ও ছালফে-ছালেহীনদের আমল পাওয়া যায়। যেমন নিচের বর্ণনা গুলো লক্ষ্য করুন:- আল্লামা কামালুদ্দিন ইবনুল হুমাম (رحمت اللہ علیہ) তদীয় কিতাবে বলেন,

,

وما عن أبي الليث انه يقف مستقبل القبلة مردود بما رؤى ابو حنيفة رضى الله عنه في مسند عن نافع، عن ابن عمر رضي الله عنهما قال: من السنة أن تأتي قبر النبي صلى الله عليه وسلم من قبل القبلة وتجعل ظهرك الى القبلة وتستقبل القبر بوجهك ثم تقول: السلام عليك ايها النبي ورحمة الله وبركاته،

،

‌” ফকিহ্ আবুল লাইছ (رحمت اللہ علیہ) থেকে বর্ণিত আছে যে, যিয়ারতের সময় কেবলার দিকে ফিরে দাঁড়াবেন’ এই অভিমত মরদুদ বা পরিত্যক্ত। ইমাম আবু হানিফা (رضى الله عنه) হতে তাঁর মুসনাদে হাদিস বর্ণিত আছে যে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (رضى الله عنه) বলেন: সুন্নাত হলো, কেবলার দিক থেকে নবী করিম (صلى الله عليه وسلم) এর রওজা মোবারক যিয়ারতে আসবেন ফলে কেবলাকে পিছনে রেখে ও চেহারা রাসূল (صلى الله عليه وسلم) রওজা মোবারক সামনে রেখে যিয়ারত করবেন। অতঃপর বলবেন: আস-সালামু আলাইকা আইউহান্নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।”

‌,

‌( মুসনাদে আবী হানিফা, হাদিস নং-৩৭; ইমাম মোল্লা আলী: শরহে মুসনাদে আবী হানিফা, ১ম খন্ড, ২০২ পৃ; ইবনুল হুমাম: ফাতহুল কাদীর, ৩য় খন্ড, ১৮০ পৃ; আল্লামা ছামহুদী: অফাউল অফা, ২য় জিলদ, ২১৩পৃ:)





Top