জাকির নায়েকের লেকচার সমগ্র,ভলিয়ম নং ৫/৫৩২ পৃষ্টায় লিখা আছে জামা’আতবদ্ধ (সম্মিলিতভাবে) জিকির করা বিদ’আত অর্থাৎ তার দাবী হলো নবিজীর যুগে এ জাতীয় কোন আমল ছিলো না।

আমরা এবার তালাশ করে দেখি নবিজীর যুগে এই জাতীয় আমল ছিলো কিনা-

أَنَّ ابْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّ رَفْعَ الصَّوْتِ بِالذِّكْرِ حِينَ يَنْصَرِفُ النَّاسُ مِنَ الْمَكْتُوبَةِ كَانَ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাঃ বলেন,ফরয সমুহ থেকে ফারেগ হওয়ার পর (সম্মিলিতভাবে) উচ্চস্বরে যিকির করা রাসুল সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লামের যুগে প্রচলিত ছিলো।

সুত্র: সহীহ মুসলিম-কিতাবুল মাসাজিদ, বাবুয যিকরি বা’দাস সালাত, হাদীস নং ১৩৪৬;

সম্মানীত পাঠকগন, উচ্চস্বরে সম্মিলিত যিকির নবিজীর সাথে সাহাবীরাও করতেন।

Top