#জুমার নামাজের জন্য তাড়াতাড়ি বের হওয়া হজ্জ
রসুলে পাক সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, "নিশ্চয় তোমাদের জন্য প্রত্যেক জুমার দিবসে একটি হজ্জ্ব ও একটি ওমরা রয়েছে।জুমার নামাজের জন্য তাড়াতাড়ি বের হওয়া তোমাদের জন্য হজ্জ্ব এবু জুমার নামাজের পর আসরের নামাজের জন্য অপেক্ষা করা ওমরা(সমতুল্য) "
★আস সুনানুল কুবরা লিল বায়হাকী, হাদিস নং-৫৯৮০;খন্ডঃ০৩, পৃঃ ৩৪২। দারুল কুতুবিল ইলমিয়্যাহ,বৈরুত হতে প্রকাশিত।