সাহাবী, তাবেয়ী, তাবে তাবেয়ীগনের ফজিলত।
عن أبي سعيد رضي اللّٰه عنه،عن النبيّ صلى اللّٰه عليه وسلم،قال:يأتي على الناس زمان يغزون،فيقال لهم:فيكم من صحب الرسول صلى اللّٰه عليه وسلم،فيقولون نعم،فيفتح عليهم،ثم يغزون،فيقال لهم هل فيكم من صحب من صحب الرسول صلى اللّٰه عليه وسلم؟فيقولون نعم،فيفتح لهم
হযরত আবু সাইদ (রা) থেকে বর্ণিত,রাসুল সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম বললেন, লোকদের নিকট এমন যুগ আসবে যে,তারা যুদ্ধ করবে,তখন তাদের বলা হবে,তোমাদের মধ্যে এমন ব্যক্তিও কি আছেন,যিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লামের সাঙ্গ পেয়েছেন?তখন তারা বলবেন হ্যাঁ।তখন (সাহাবাদের বরকতের দরুন)তাদেরকে বিজয় দেয়া হবে।তারপর তারা জিহাদ করবেন,তখন তাদের বলা হবে তোমাদের মধ্যে এমন ব্যাক্তি কি আছেন,যিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লামের সাহাবাদের সহচর্য পেয়েছেন?তখন তারা বলবেন হ্যাঁ।তখন তাদেরকে বিজয় দিয়ে দেয়া হবে।
সুত্র:-বুখারী-কিতাবুল মানাকেব,বাবু আলামাতুন নবুওয়্যাতি ফিল ইসলাম,হাদীস নং ৩৩৯৯।
সহীহ হিব্বান-হাদীস নং৪৭৬৭।
অন্য একটি রেওয়াতে বলা হয়েছে-
هل فيكم من صاحب من اصحاب أصحاب رسول اللّٰه صلي اللّٰه عليه وسلم؟ فيقولون :نعم فيفتح لهم
তোমাদের মধ্যে এমন কোন লোক কি আছে,যিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লামের সাহাবাদের সাহচর্য লাভকারী (তাবেয়ীদের) সাহচর্য পেয়েছেন?তখন তারা বলবেন হ্যাঁ।তখন তাদেরকে (তাবে তাবেয়ীগনের বরকতের দরুন) বিজয় দিয়ে দেয়া হবে।
সুত্র:-বুখারী-কিতাবু ফাদ্বায়েলিস সাহাবা,বাবু ফাদ্বায়েলু আসহাবি নাবিয়্যি,হাদীস নং ৩৪৪৯।
মুসলিম- কিতাবু ফাদ্বায়েলিস সাহাবা,বাবু ফাদ্বলিস সাহাবা ছুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম ছুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম,হাদীস নং ২৫৩৩।
عن أبي سعيد رضي اللّٰه عنه،عن النبيّ صلى اللّٰه عليه وسلم،قال:يأتي على الناس زمان يغزون،فيقال لهم:فيكم من صحب الرسول صلى اللّٰه عليه وسلم،فيقولون نعم،فيفتح عليهم،ثم يغزون،فيقال لهم هل فيكم من صحب من صحب الرسول صلى اللّٰه عليه وسلم؟فيقولون نعم،فيفتح لهم
হযরত আবু সাইদ (রা) থেকে বর্ণিত,রাসুল সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম বললেন, লোকদের নিকট এমন যুগ আসবে যে,তারা যুদ্ধ করবে,তখন তাদের বলা হবে,তোমাদের মধ্যে এমন ব্যক্তিও কি আছেন,যিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লামের সাঙ্গ পেয়েছেন?তখন তারা বলবেন হ্যাঁ।তখন (সাহাবাদের বরকতের দরুন)তাদেরকে বিজয় দেয়া হবে।তারপর তারা জিহাদ করবেন,তখন তাদের বলা হবে তোমাদের মধ্যে এমন ব্যাক্তি কি আছেন,যিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লামের সাহাবাদের সহচর্য পেয়েছেন?তখন তারা বলবেন হ্যাঁ।তখন তাদেরকে বিজয় দিয়ে দেয়া হবে।
সুত্র:-বুখারী-কিতাবুল মানাকেব,বাবু আলামাতুন নবুওয়্যাতি ফিল ইসলাম,হাদীস নং ৩৩৯৯।
সহীহ হিব্বান-হাদীস নং৪৭৬৭।
অন্য একটি রেওয়াতে বলা হয়েছে-
هل فيكم من صاحب من اصحاب أصحاب رسول اللّٰه صلي اللّٰه عليه وسلم؟ فيقولون :نعم فيفتح لهم
তোমাদের মধ্যে এমন কোন লোক কি আছে,যিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লামের সাহাবাদের সাহচর্য লাভকারী (তাবেয়ীদের) সাহচর্য পেয়েছেন?তখন তারা বলবেন হ্যাঁ।তখন তাদেরকে (তাবে তাবেয়ীগনের বরকতের দরুন) বিজয় দিয়ে দেয়া হবে।
সুত্র:-বুখারী-কিতাবু ফাদ্বায়েলিস সাহাবা,বাবু ফাদ্বায়েলু আসহাবি নাবিয়্যি,হাদীস নং ৩৪৪৯।
মুসলিম- কিতাবু ফাদ্বায়েলিস সাহাবা,বাবু ফাদ্বলিস সাহাবা ছুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম ছুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম,হাদীস নং ২৫৩৩।